ETV Bharat / state

Partha Arpita অর্পিতার 31টি জীবন বীমার কিস্তি দিতেন পার্থ দাবি, ইডির - প্রমাণের নথিপত্র আদালতে জমা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় (Partha Arpita) যে একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ তা বৃহস্পতিবার ফের একবার আদালতে প্রমাণ হল ৷ এই প্রমাণের নথিপত্র আদালতে জমা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই নথিতে উল্লেখ রয়েছে অর্পিতার জীবন বীমার পলিসির কিস্তি দিতেন পার্থ (ED Claimed in Court Partha Pays Arpita Insurance Policy) ৷

ETV Bharat
Partha Arpita
author img

By

Published : Aug 18, 2022, 10:25 PM IST

কলকাতা, 18 অগস্ট: আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হয় অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) 31টি জীবন বীমার পলিসিতে প্রত্যেকটিতেই কিস্তি দিতেন পার্থ চট্টোপাধ্যায় স্বয়ং। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রের আরও খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ফোন বাজেয়াপ্ত করে সেখান থেকে একাধিক মেসেজ মারফত এই খবর জানতে পেরেছেন গোয়েন্দারা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান শিক্ষা দুর্নীতি কাণ্ডের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বীমার টাকার যোগ থাকলেও থাকতে পারে। ফলে এক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় গোয়েন্দাদের কাছে। ফলে আদালতে ইডির তরফ থেকে এদিন জানানো হয় যে তাঁদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন এছাড়াও টাকার উৎস সঠিক কী, সেই সম্পর্কে এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে মুখ খোলেননি পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: পার্থর নিরাপত্তারক্ষীর আত্মীয়দের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের

সম্প্রতি রাজ্যে শিক্ষা দুর্নীতি কাণ্ডে কলকাতার নাকতলার বাড়ি থেকে রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। এরপরই অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুর এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে 50 কোটিরও বেশি নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে উদ্ধার হয় 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়না।

কলকাতা, 18 অগস্ট: আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হয় অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) 31টি জীবন বীমার পলিসিতে প্রত্যেকটিতেই কিস্তি দিতেন পার্থ চট্টোপাধ্যায় স্বয়ং। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রের আরও খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ফোন বাজেয়াপ্ত করে সেখান থেকে একাধিক মেসেজ মারফত এই খবর জানতে পেরেছেন গোয়েন্দারা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান শিক্ষা দুর্নীতি কাণ্ডের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বীমার টাকার যোগ থাকলেও থাকতে পারে। ফলে এক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় গোয়েন্দাদের কাছে। ফলে আদালতে ইডির তরফ থেকে এদিন জানানো হয় যে তাঁদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন এছাড়াও টাকার উৎস সঠিক কী, সেই সম্পর্কে এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে মুখ খোলেননি পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: পার্থর নিরাপত্তারক্ষীর আত্মীয়দের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের

সম্প্রতি রাজ্যে শিক্ষা দুর্নীতি কাণ্ডে কলকাতার নাকতলার বাড়ি থেকে রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। এরপরই অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুর এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে 50 কোটিরও বেশি নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে উদ্ধার হয় 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়না।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.