কলকাতা, 12 ডিসেম্বর: রেশন দুর্নীতি কাণ্ডে প্রায় 100 কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে । এই দুর্নীতির মাথায় রয়েছেন বাকিবুর রহমান । তারপরেই রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু । জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির 46 দিনের মাথায় ব্যাংকশাল আদালতে চার্জশিট পেশ করে এ কথাই জানিয়েছে ইডি ।
জানা গিয়েছে, 12টি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট চার্জশিটে । তার মধ্যে পাঁচটি কোম্পানি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং অন্য পাঁচটি কোম্পানি রয়েছে বাকিবুর রহমানের নামে । বাকি দুটি কোম্পানি পৃথক বলে জানা গিয়েছে । এই ঘটনায় মোট 100 কোটি টাকারও বেশি কেলেঙ্কারি হয়েছে বলে চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
রাজ্যের রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে প্রথমে ব্যবসায়ী তথা তৃণমূল ঘনিষ্ঠ বাকিবুর রহমানের খোঁজ পায় ইডি । এরপরই বাকিবুরকে জেরা করে তদন্তকারীরা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই দুর্নীতির যোগ খুঁজে পান । তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর মন্ত্রীকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।
এরপর থেকেই শারীরিক অসুস্থতাকে তুলে ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক । তাঁর গ্রেফতারির 46 দিনের মাথায় চার্জশিট পেশ করল ইডি । তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, শুধু রাজ্যের প্রভাবশালীরা রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে এমনটা নয় । বরং এই দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন রাজ্যের একাধিক রেশন ডিলার থেকে শুরু করে খাদ্য দফতরের একাধিক আধিকারিক । ইতিমধ্যেই 10 থেকে 12 জন আধিকারিকের নামের তালিকা তৈরি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । রেশন দুর্নীতি কাণ্ড তদন্ত নেমে এই সব আধিকারিকদের পৃথক পৃথক ভাবে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান নথিভুক্ত করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
আরও পড়ুন: