কলকাতা, 2 অগস্ট: সামনেই রাখিবন্ধন । আর তাই ওদের দম ফেলার ফুরসৎ নেই । ওরা কেউ মানসিক ভারসাম্যহীন, কেউ রাতে ভাল করে দেখতে পান না, কেউ আবার বিশেষভাবে সক্ষম (Eco friendly Rakhi Made by Physically Challenged People)। সমাজ ওদের কম গুরুত্ব দিলেও ওরা এই সমাজের জন্যই কিছু করতে চায় । সেই আশা ওদের মধ্যে প্রবল । তাই প্রতিবারের মতো এবারও তাঁরা রাখির আগে সকলে মিলে রাখি বানাচ্ছেন । এবারের নতুনত্ব মনীষীদের ছবি দেওয়া রাখি ।
এই রাখিতে থাকছে বিদ্যাসাগর, সুভাষ চন্দ্র বসু থেকে অরবিন্দ, নজরুল ইসলামের মতো একাধিক মনীষী । পাশাপাশি চমক হল পরিবেশবান্ধব রাখি । ফেলে দেওয়া বিয়ের কার্ড বা লিফলেট দিয়ে সঙ্গে আঠা, রঙিন কাগজ লাগিয়ে সুন্দর সুন্দর রাখি বানাচ্ছেন বিশেষ ভাবে সক্ষমরা । দেবজ্যোতি কর্মকার, পার্থ বসাক, সায়ন্তন রায়, তীর্থরাজ পাল, সৌনিক বসু, মলয় চক্রবর্তী, রোহিত দত্তরা এই রাখি বেশ কয়েকদিন আগে থেকে শ্যামবাজার বাগবাজার-সহ আশপাশ এলাকায় বিক্রি করবেন । সেই টাকা তাঁরা কোনও দুস্থ ব্যক্তির চিকিৎসার কাজে তুলে দেওয়া হবে ।
আরও পড়ুন: হিংসা রুখতে অকাল রাখি বন্ধন করে সম্প্রীতির বার্তা তৃণমূল জেলা সভাপতির
বিশেষভাবে সক্ষম এই ছেলে-মেয়েদের সঙ্গে এই কাজে হাত লাগাতে দেখা গেল তাঁদের অভিভাবকদের । গোটা কর্মকাণ্ড যারা দেখভাল করছেন তিনি সমিত সাহা । তাঁর কথায়, সমাজ যাদের পিছনে ঠেলে দিয়েছে সেই তারাই সমাজে কিছু করার জন্য এগিয়ে আসছে । ওরা প্রতিবারই করে । সেই রাখি বিক্রির টাকা তুলে দেওয়া হবে অসুস্থ মানুষদের হাতে ৷