ETV Bharat / state

কলকাতায় অশান্তির জেরে বিশেষ ব্যবস্থা, জানালেন অজয় নায়েক - vidyasagar idol vandalized

অমিত শাহ'র রোড শো ঘিরে অশান্তি হয়েছিল । ভাঙা হয়েছিল বিদ্যাসাগরের মূর্তি । এই ঘটনা সপ্তম দফার ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে কমিশন । নির্বাচন কমিশন সূত্রে খবর, এই কারণে বিশেষ সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ।

অজয় নায়েক (ফাইল ছবি)
author img

By

Published : May 18, 2019, 12:01 PM IST

Updated : May 18, 2019, 12:12 PM IST

কলকাতা, 18 মে : কলকাতায় অশান্তির জেরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে । অমিত শাহ'র রোড শোকে কেন্দ্র করে হওয়া অশান্তি জেরে অতিরিক্ত সর্তকতা কমিশনের । আজ একথা জানালেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক । বললেন, “সব বন্দোবস্ত নেওয়া হয়ে গেছে । কলকাতায় অশান্তির জেরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ।"

BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ'র রোড শো'কে কেন্দ্র করে অশান্তি হয় । সর্বভারতীয় স্তরে নজর কাড়ে বিষয়টি । গোটা দেশ দেখে ইট ছোড়ার দৃশ্য । বিদ্যাসাগর কলেজের গেটের সামনেও অশান্তি হয় । তারপরই সামনে আসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়টি । যা সপ্তম দফার নির্বাচনে একটি ইশুতে পরিণত হয়েছে । ঘটনা নিয়ে দোষারোপ পালটা দোষারোপের পালা এখনও বন্ধ হয়নি । এই ঘটনার জেরে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তাভাবনা করে নির্বাচন কমিশন ।

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়টিকে নির্বাচন কমিশন ভালোভাবে নেয়নি তা সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছিলেন সুদীপ জৈন । ঘটনার জেরে সরানো হয় আমহার্ট স্ট্রিট থানার OC-কেও । উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে রাখা হচ্ছে 147 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । 178 টি কুইক রেসপন্স টিম কাজ করবে আগামীকালের নির্বাচনে ।

কলকাতা, 18 মে : কলকাতায় অশান্তির জেরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে । অমিত শাহ'র রোড শোকে কেন্দ্র করে হওয়া অশান্তি জেরে অতিরিক্ত সর্তকতা কমিশনের । আজ একথা জানালেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক । বললেন, “সব বন্দোবস্ত নেওয়া হয়ে গেছে । কলকাতায় অশান্তির জেরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ।"

BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ'র রোড শো'কে কেন্দ্র করে অশান্তি হয় । সর্বভারতীয় স্তরে নজর কাড়ে বিষয়টি । গোটা দেশ দেখে ইট ছোড়ার দৃশ্য । বিদ্যাসাগর কলেজের গেটের সামনেও অশান্তি হয় । তারপরই সামনে আসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়টি । যা সপ্তম দফার নির্বাচনে একটি ইশুতে পরিণত হয়েছে । ঘটনা নিয়ে দোষারোপ পালটা দোষারোপের পালা এখনও বন্ধ হয়নি । এই ঘটনার জেরে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তাভাবনা করে নির্বাচন কমিশন ।

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়টিকে নির্বাচন কমিশন ভালোভাবে নেয়নি তা সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছিলেন সুদীপ জৈন । ঘটনার জেরে সরানো হয় আমহার্ট স্ট্রিট থানার OC-কেও । উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে রাখা হচ্ছে 147 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । 178 টি কুইক রেসপন্স টিম কাজ করবে আগামীকালের নির্বাচনে ।

Intro:কলকাতা, ১৮ মে: কলকাতায় অশান্তির জেরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে হওয়া অশান্তি জেরেই অতিরিক্ত সর্তকতা কমিশনের। আজ অজয় নায়েক জানালেন সে কথাই। বললেন, “ সব বন্দোবস্ত নেওয়া হয়ে গেছে। কলকাতায় অশান্তির জেরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।"Body:বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো, আর তাকে কেন্দ্র করে হওয়া অশান্তি। সর্বভারতীয় স্তরে নজর কাড়ে বিষয়টি। গোটা দেশ দেখে ইট ছোঁড়ার দৃশ্য। বিদ্যাসাগর কলেজের গেটের সামনে দাউদাউ করে জ্বলা বাইকের ছবি। তারপরেই সামনে আসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়টি। যা সপ্তম দফার নির্বাচনে একটি ইশুতে পরিণত হয়েছে। ঘটনা নিয়ে দোষারোপ পাল্টা দোষারোপের খেলা এখনো বন্ধ হয়নি। এই ঘটনার জেরে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা ভাবনা করে নির্বাচন কমিশন। Conclusion:বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়টিকে নির্বাচন কমিশন ভালোভাবে নেয়নি তা সাংবাদিক সম্মেলনের জানিয়ে দিয়েছিলেন সুদীপ জৈন। ঘটনার জেরে সরানো হয়েছে আমহার্ট স্ট্রিট থানার ওসি কেউ। উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে রাখা হচ্ছে ১৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 178 টি কুইক রেসপন্স টিম কাজ করবে আগামীকালের নির্বাচনে।
Last Updated : May 18, 2019, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.