ETV Bharat / state

1 জুন থেকে স্পেশাল ট্রেন চালু পূর্ব রেলের - পূর্ব রেল

1 জুন থেকে প্যাসেঞ্জার ট্রেন চালুর করার কথা জানানো হয়েছে রেলের তরফে । এবার 1 জুন থেকে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালু করতে চলছে পূর্ব রেল । শুধু IRCTC অ্যাপের মাধ্যমে নয়, এই ট্রেনগুলির টিকিট IRCTC-র ওয়েবসাইট, রেলওয়ে রিসার্ভেসন কাউন্টার, সুবিধা কেন্দ্র এবং IRCTC ও রেলওয়ে এজেন্টদের মাধ্যমেও কাটা যাবে ।

Eastern Railway
পূর্ব রেল
author img

By

Published : May 22, 2020, 7:33 AM IST

কলকাতা, 22 মে : লকডাউনের কারণে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে আগেই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে । 1 জুন থেকে প্যাসেঞ্জার ট্রেন চালুর করার কথাও জানানো হয়েছে রেলের তরফে । এবার 1 জুন থেকে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালু করতে চলছে পূর্ব রেল । শুধু IRCTC অ্যাপের মাধ্যমে নয়, এই ট্রেনগুলির টিকিট IRCTC-র ওয়েবসাইট, রেলওয়ে রিসার্ভেসন কাউন্টার, সুবিধা কেন্দ্র এবং IRCTC ও রেলওয়ে এজেন্টদের মাধ্যমেও কাটা যাবে ।

পূর্ব রেলের তরফে যে স্পেশাল ট্রেনগুলি চালানো হবে তার তালিকা-

  • শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার
  • কলকাতা-অমৃতসর
  • হাওড়া-যোধপুর
  • হাওড়া-নিউ দিল্লি
  • শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস

লকডাউনের চতুর্থ দফা শুরু হয়েছে । তবে, এই পর্যায়ে তেমন কড়া নয় প্রশাসন । স্বাস্থ্যবিধি মানার শর্তে প্রায় সব পরিষেবাই ধীরে ধীরে চালু করছে সরকার । সেই সূত্র ধরেই চালু হচ্ছে রেল পরিষেবাও ।

কলকাতা, 22 মে : লকডাউনের কারণে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে আগেই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে । 1 জুন থেকে প্যাসেঞ্জার ট্রেন চালুর করার কথাও জানানো হয়েছে রেলের তরফে । এবার 1 জুন থেকে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালু করতে চলছে পূর্ব রেল । শুধু IRCTC অ্যাপের মাধ্যমে নয়, এই ট্রেনগুলির টিকিট IRCTC-র ওয়েবসাইট, রেলওয়ে রিসার্ভেসন কাউন্টার, সুবিধা কেন্দ্র এবং IRCTC ও রেলওয়ে এজেন্টদের মাধ্যমেও কাটা যাবে ।

পূর্ব রেলের তরফে যে স্পেশাল ট্রেনগুলি চালানো হবে তার তালিকা-

  • শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার
  • কলকাতা-অমৃতসর
  • হাওড়া-যোধপুর
  • হাওড়া-নিউ দিল্লি
  • শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস

লকডাউনের চতুর্থ দফা শুরু হয়েছে । তবে, এই পর্যায়ে তেমন কড়া নয় প্রশাসন । স্বাস্থ্যবিধি মানার শর্তে প্রায় সব পরিষেবাই ধীরে ধীরে চালু করছে সরকার । সেই সূত্র ধরেই চালু হচ্ছে রেল পরিষেবাও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.