কলকাতা, 3 মে : পূর্ব রেলের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের বিভিন্ন অভিযোগের সমাধানের উদ্দেশ্যে পূর্ব রেলের সদর দফতর ফেয়ারলি প্লেসে বসতে চলেছে পেনশন আদালত । রেল সূত্রে জানা গিয়েছে, 5 মে এই আদালত বসানো হবে । শুধু তাই নয় হাওড়া, শিয়ালদা, মালদা ও আসানসোলের বিভাগীয় অফিস হাওড়ার লিলুয়া, কাঁচরাপাড়া ও জামালপুরের ওয়ার্কশপ অফিসে 'পেনশন আদালত'-এর আয়োজন করবে (Eastern Railway to conduct Pension Court on 5 May) ।
চলতি সপ্তাহে বৃহস্পতিবার দুপুর 12টায় ভিডিয়ো কনফারেন্সিং পদ্ধতির মাধ্যমে ব্যক্তিগত পেনশন ও পারিবারিক পেনশন না-পাওয়া ছাড়াও পেনশনের কম অর্থ প্রদানের মতো অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য এই আদালত কাজ করবে ।
আরও পড়ুন : Summer Special Trains : গরমের ছুটিতে 12 জোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল
পাশাপাশি পেনশন ও পারিবারিক পেনশনের পুনর্বিবেচনা, গ্রেডেড রিলিফ এবং অন্য সব পেনশনের সুবিধা না-পাওয়া এবং বিতরণকারী সংস্থাগুলি দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় পেনশন হস্তান্তর না করা, এরকম নানাবিধ সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল । পূর্ব রেলের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা 4 মে-র মধ্যে পেনশন সংক্রান্ত অভিযোগের আবেদন জমা দিতে পারবেন । এ বিষয়ে পূর্ব রেলের ওয়েবসাইট www.er.indianrailways.gov.in-এ আবেদনের ফরম্যাট পাওয়া যাবে । সেখান থেকে আবেদনকারীরা তা ব্যবহার করতে পারবেন, জানাচ্ছে পূর্ব রেল ।