ETV Bharat / state

স্পেশাল ট্রেনের টিকিটের ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন করল পূর্ব রেল - special train ticket booking

ট্রেনগুলির ক্ষেত্রে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (ARP) 7 দিন থেকে বাড়িয়ে 30 দিন করা হল ।

ছবি
ছবি
author img

By

Published : May 23, 2020, 11:45 PM IST

কলকাতা, 23 মে : 12 মে থেকে যে 15 জোড়া স্পেশাল ট্রেনগুলি চলাচল করছে, সেগুলির টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে । আজ পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে একথা জানানো হয়েছে।

এই স্পেশাল ট্রেনগুলির টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যে পরিবর্তনগুলি আনা হয়েছে

  • এই ট্রেনগুলির ক্ষেত্রে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (ARP) 7 দিন থেকে বাড়িয়ে 30 দিন করা হল।
  • রাজধানী ট্রেনের ক্ষেত্রে যেসব কোটায় টিকিট রিজার্ভেশনের সুবিধা থাকে, এই ট্রেনগুলিতেও তাই থাকবে। যদিও এই ট্রেনগুলির ক্ষেত্রে তৎকাল কোটা থাকবে না।
  • এই স্পেশাল ট্রেনগুলির ক্ষেত্রে রেলওয়ের নিয়ম মেনেই RAC/Waiting list প্রকাশ করা হবে। তবে ওয়েট লিস্টেড (waitlisted)যাত্রীদের ট্রেনে চাপার অনুমতি থাকবে না।
  • বর্তমানে যাঁরা টিকিট কেটেছেন বা কাটবেন, তাঁরাও এই নিয়মের আওতায় পড়বেন। যাত্রা শুরুর 4 ঘণ্টা আগে প্রথম তালিকা প্রকাশ করা হবে। যাত্রা শুরুর 2 ঘণ্টা আগে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। পূর্বের মতো যাত্রা শুরুর 30 মিনিট আগে তালিকা প্রকাশের নিয়ম এই ক্ষেত্রে লাগু হবে না।

PRS কাউন্টার, পোস্ট অফিস, লাইসেন্স প্রাপ্ত যাত্রা টিকিট সুবিধা কেন্দ্র (YTSK), কমন সার্ভিস সেন্টার (Common Service Centers), অনলাইন বুকিং এবং IRCTC অনুমোদিত এজেন্টদের থেকে এই টিকিট কাটা যাবে।

কলকাতা, 23 মে : 12 মে থেকে যে 15 জোড়া স্পেশাল ট্রেনগুলি চলাচল করছে, সেগুলির টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে । আজ পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে একথা জানানো হয়েছে।

এই স্পেশাল ট্রেনগুলির টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যে পরিবর্তনগুলি আনা হয়েছে

  • এই ট্রেনগুলির ক্ষেত্রে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (ARP) 7 দিন থেকে বাড়িয়ে 30 দিন করা হল।
  • রাজধানী ট্রেনের ক্ষেত্রে যেসব কোটায় টিকিট রিজার্ভেশনের সুবিধা থাকে, এই ট্রেনগুলিতেও তাই থাকবে। যদিও এই ট্রেনগুলির ক্ষেত্রে তৎকাল কোটা থাকবে না।
  • এই স্পেশাল ট্রেনগুলির ক্ষেত্রে রেলওয়ের নিয়ম মেনেই RAC/Waiting list প্রকাশ করা হবে। তবে ওয়েট লিস্টেড (waitlisted)যাত্রীদের ট্রেনে চাপার অনুমতি থাকবে না।
  • বর্তমানে যাঁরা টিকিট কেটেছেন বা কাটবেন, তাঁরাও এই নিয়মের আওতায় পড়বেন। যাত্রা শুরুর 4 ঘণ্টা আগে প্রথম তালিকা প্রকাশ করা হবে। যাত্রা শুরুর 2 ঘণ্টা আগে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। পূর্বের মতো যাত্রা শুরুর 30 মিনিট আগে তালিকা প্রকাশের নিয়ম এই ক্ষেত্রে লাগু হবে না।

PRS কাউন্টার, পোস্ট অফিস, লাইসেন্স প্রাপ্ত যাত্রা টিকিট সুবিধা কেন্দ্র (YTSK), কমন সার্ভিস সেন্টার (Common Service Centers), অনলাইন বুকিং এবং IRCTC অনুমোদিত এজেন্টদের থেকে এই টিকিট কাটা যাবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.