ETV Bharat / state

ইস্ট-ওয়েস্ট মেট্রোর 14 কর্মী কোরোনায় আক্রান্ত, বন্ধ বউবাজারে সুড়ঙ্গের কাজ

author img

By

Published : Jul 15, 2020, 3:40 AM IST

Updated : Jul 15, 2020, 5:34 AM IST

কর্মীরা কোরোনায় আক্রান্ত হয়েছেন । সেই কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে ৷ 14 জন কর্মী যে সুড়ঙ্গে কাজ করছিলেন, তা স্যানিটাইজ় করা হয়েছে ৷

ইস্ট ওয়েস্ট মেট্রো
ইস্ট ওয়েস্ট মেট্রো

কলকাতা, 15 জুলাই : কোরোনায় আক্রান্ত বউবাজারের ইস্ট ওয়েস্ট মেট্রোর কর্মী ও সুপারভাইজ়াররা ৷ এর জেরে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ ৷

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর 14 জন কর্মী ও সুপাইভাইজ়ার সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের কোরোনা পরীক্ষা করা হয় ৷ দেখা যায় সকলেই আক্রান্ত ৷ এরপর থেকেই বন্ধ রয়েছে কাজ ৷ এই বিষয়ে তিনি বলেন, "এমনিতেই কোরোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে অনেক কমসংখ্যক কর্মী নিয়ে কাজ হচ্ছে । তার উপর এখন কর্মী সংখ্যা আরও কমে গেছে । তাই আপাতত বউবাজারের সুড়ঙ্গের কাজ বন্ধ রাখা হয়েছে ।"

প্রথমে বউবাজার অঞ্চলে ধস নামার দুর্ঘটনা ৷ পরে লকডাউন ৷ দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর বউবাজার-শিয়ালদা সুড়ঙ্গ খননের কাজ। স্বাস্থ্যবিধি মেনেই কাজ চলছিল ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে কম সংখ্যক কর্মী কাজ করছিল সুড়ঙ্গের ভিতর। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, যে দ্রুততার সঙ্গে কাজ শেষ হওয়ার কথা ছিল, তা আর সম্ভব নয় ৷ 800 মিটার কাজ অসম্পূর্ণ রয়েছে ৷ তা শেষ করতে 3-4 মাস সময় লেগে যেতে পারে ৷


এর মাঝেই কোরোনা সংক্রমণের জেরে ফের কাজ বন্ধ রাখা হয়েছে ৷ এবিষয়ে KMRCL-র জেনেরাল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন ) এ কে নন্দী বলেন, "কোরোনা পজ়িটিভ কর্মী ও সুপারভাইজ়াররা সুড়ঙ্গের যে অংশে কাজ করছিলেন, তা পুরোপুরি স্যানিটাইজ় করা হয়েছে । আক্রান্তরা চিকিৎসাধীন ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজ শুরু হবে ৷"

কলকাতা, 15 জুলাই : কোরোনায় আক্রান্ত বউবাজারের ইস্ট ওয়েস্ট মেট্রোর কর্মী ও সুপারভাইজ়াররা ৷ এর জেরে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ ৷

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর 14 জন কর্মী ও সুপাইভাইজ়ার সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের কোরোনা পরীক্ষা করা হয় ৷ দেখা যায় সকলেই আক্রান্ত ৷ এরপর থেকেই বন্ধ রয়েছে কাজ ৷ এই বিষয়ে তিনি বলেন, "এমনিতেই কোরোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে অনেক কমসংখ্যক কর্মী নিয়ে কাজ হচ্ছে । তার উপর এখন কর্মী সংখ্যা আরও কমে গেছে । তাই আপাতত বউবাজারের সুড়ঙ্গের কাজ বন্ধ রাখা হয়েছে ।"

প্রথমে বউবাজার অঞ্চলে ধস নামার দুর্ঘটনা ৷ পরে লকডাউন ৷ দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর বউবাজার-শিয়ালদা সুড়ঙ্গ খননের কাজ। স্বাস্থ্যবিধি মেনেই কাজ চলছিল ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে কম সংখ্যক কর্মী কাজ করছিল সুড়ঙ্গের ভিতর। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, যে দ্রুততার সঙ্গে কাজ শেষ হওয়ার কথা ছিল, তা আর সম্ভব নয় ৷ 800 মিটার কাজ অসম্পূর্ণ রয়েছে ৷ তা শেষ করতে 3-4 মাস সময় লেগে যেতে পারে ৷


এর মাঝেই কোরোনা সংক্রমণের জেরে ফের কাজ বন্ধ রাখা হয়েছে ৷ এবিষয়ে KMRCL-র জেনেরাল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন ) এ কে নন্দী বলেন, "কোরোনা পজ়িটিভ কর্মী ও সুপারভাইজ়াররা সুড়ঙ্গের যে অংশে কাজ করছিলেন, তা পুরোপুরি স্যানিটাইজ় করা হয়েছে । আক্রান্তরা চিকিৎসাধীন ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজ শুরু হবে ৷"

Last Updated : Jul 15, 2020, 5:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.