ETV Bharat / state

East-West Metro Service: শনিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা - গ্রিন লাইনের মেট্রো পরিষেবা

সেক্টর ফাইভ ও শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট এর কাজের জন্য 26 অগস্ট বন্ধ থাকবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত গ্রিন লাইনের মেট্রো পরিষেবা ।

Etv Bharat
শনিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 10:29 PM IST

কলকাতা, 24 অগস্ট: ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের কাজের জন্য বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ৷ আগামী শনিবার অর্থাৎ 26 অগস্ট বন্ধ থাকবে গ্রিন লাইনের এই মেট্রো পরিষেবা । এদিন সেক্টর ফাইভ ও শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের কাজ হবে ৷ তার কারণেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত গ্রিন লাইনের পরিষেবা বন্ধ থাকবে । তবে ব্লু লাইন বা নর্থ সাউথের মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। জানানো হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে ৷

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছিল, যে গ্রিন লাইনে এই স্টেশনগুলির সফটওয়ার এবং হার্ডওয়ার ঠিকঠাক কাজ করছে কি না, তা পরীক্ষা করা হয় এই ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের মাধ্যমে । সেই কারণেই বন্ধ থাকবে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা ৷ এদিনের মেট্রো পরিষেবা বন্ধের ঘোষণা আগেই করা হয়েছিল ৷ গত শনিবার অর্থাৎ 19 অগস্ট বন্ধ রাখা হয়েছিল সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত গ্রিন লাইনের পরিষেবা ।

আরও পড়ুন: কোনওভাবেই খুলবে না প্ল্যাটফর্মে নামার উলটো দিকের দরজা, নয়া প্রযুক্তি ব্লু লাইন মেট্রোয়

প্রসঙ্গত, আপাতত সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত পরিষেবা রয়েছে । তবে রেল বোর্ডের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, যে সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে এই বছরের শেষের দিকেই নদীর নীচ দিয়ে দৌড়বে মেট্রোরেল । যা দেশের মধ্যে প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা । আর এই পরিষেবা একবার শুরু হয়ে গেলে মেট্রো পথে যুক্ত হবে কলকাতা ও হাওড়া । নিত্যযাত্রীরা সহজেই পৌঁছে যাবেন গন্তব্যে ৷ রেহাই মিলবে নিত্যদিনের যানজট থেকে৷ তবে তার জন্য কিছু সময় অপেক্ষা করতেই হবে শহরবাসীকে ৷

আরও পড়ুন: পরপর দুই শনিবার চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

কলকাতা, 24 অগস্ট: ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের কাজের জন্য বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ৷ আগামী শনিবার অর্থাৎ 26 অগস্ট বন্ধ থাকবে গ্রিন লাইনের এই মেট্রো পরিষেবা । এদিন সেক্টর ফাইভ ও শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের কাজ হবে ৷ তার কারণেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত গ্রিন লাইনের পরিষেবা বন্ধ থাকবে । তবে ব্লু লাইন বা নর্থ সাউথের মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। জানানো হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে ৷

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছিল, যে গ্রিন লাইনে এই স্টেশনগুলির সফটওয়ার এবং হার্ডওয়ার ঠিকঠাক কাজ করছে কি না, তা পরীক্ষা করা হয় এই ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের মাধ্যমে । সেই কারণেই বন্ধ থাকবে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা ৷ এদিনের মেট্রো পরিষেবা বন্ধের ঘোষণা আগেই করা হয়েছিল ৷ গত শনিবার অর্থাৎ 19 অগস্ট বন্ধ রাখা হয়েছিল সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত গ্রিন লাইনের পরিষেবা ।

আরও পড়ুন: কোনওভাবেই খুলবে না প্ল্যাটফর্মে নামার উলটো দিকের দরজা, নয়া প্রযুক্তি ব্লু লাইন মেট্রোয়

প্রসঙ্গত, আপাতত সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত পরিষেবা রয়েছে । তবে রেল বোর্ডের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, যে সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে এই বছরের শেষের দিকেই নদীর নীচ দিয়ে দৌড়বে মেট্রোরেল । যা দেশের মধ্যে প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা । আর এই পরিষেবা একবার শুরু হয়ে গেলে মেট্রো পথে যুক্ত হবে কলকাতা ও হাওড়া । নিত্যযাত্রীরা সহজেই পৌঁছে যাবেন গন্তব্যে ৷ রেহাই মিলবে নিত্যদিনের যানজট থেকে৷ তবে তার জন্য কিছু সময় অপেক্ষা করতেই হবে শহরবাসীকে ৷

আরও পড়ুন: পরপর দুই শনিবার চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.