ETV Bharat / state

Metro Service Disrupted: পরপর দুই শনিবার চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা - ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা

আগামী শনিবার ও 26 অগস্ট বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ৷ জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে ৷

Metro Service Disrupted
মেট্রোরেল
author img

By

Published : Aug 16, 2023, 10:57 PM IST

কলকাতা, 16 অগস্ট: পরপর দুই শনিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা । বুধবার এমনটাই ঘোষণা করা হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে । রেল সূত্রের খবর, আগামী শনিবার অর্থাৎ 19 অগস্ট এবং তারপরের শনিবার 26 অগস্ট বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা ।

এদিন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যে এই দুই শনিবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত গ্রিন লাইনে বন্ধ থাকবে মেট্রোরেল পরিষেবা । ব্লু লাইনে তথা নর্থ-সাউথ লাইনের মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে ৷ এই রুটের যাত্রীরা নির্দিষ্ট সময়েই মেট্রো পাবেন ৷

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, যে ওই দুই শনিবার সল্টলেক সেক্টর ফাইভ ও শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট করা হবে । অর্থাৎ এই স্টেশনগুলোতে সমস্ত সফটওয়ার এবং হার্ডওয়ার ব্যবস্থাগুলি ঠিকঠাক কাজ করছে কি না তা পরীক্ষা করা হবে এই ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের মাধ্যমে। তাই এই দু’দিন বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা ৷

আরও পড়ুন: হাওড়া ময়দান স্টেশনে মেট্রোর কাজ প্রায় শেষ; বসছে এফসি-পিসি গেট

প্রসঙ্গত, আপাতত সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাতায়াত করে মেট্রো । তবে রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে চলতি বছরের শেষের দিকেই গঙ্গার নীচ দিয়ে দৌড়বে মেট্রো যা হবে দেশের মধ্যে প্রথম নদীর নীচে মেট্রো পরিষেবা । আর এই পরিষেবা একবার শুরু হয়ে গেলে মেট্রো পথে যুক্ত হবে দুই পড়শী শহর, কলকাতা ও হাওড়া । সহজেই যাতায়াত করা যাবে এই দুই জেলায় ৷ বিশেষত যারা নিত্যযাত্রী রুজি-রোজগারের জন্য় যাতায়াত করতে হয় তাদের জন্য সহজ হবে গন্তব্যে পৌঁছনো ৷

আরও পড়ুন: ডিসেম্বরেই হুগলি নদীর নীচ দিয়ে মেট্রো চালু করতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ, নিয়মিতভাবে চলছে মহড়া

কলকাতা, 16 অগস্ট: পরপর দুই শনিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা । বুধবার এমনটাই ঘোষণা করা হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে । রেল সূত্রের খবর, আগামী শনিবার অর্থাৎ 19 অগস্ট এবং তারপরের শনিবার 26 অগস্ট বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা ।

এদিন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যে এই দুই শনিবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত গ্রিন লাইনে বন্ধ থাকবে মেট্রোরেল পরিষেবা । ব্লু লাইনে তথা নর্থ-সাউথ লাইনের মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে ৷ এই রুটের যাত্রীরা নির্দিষ্ট সময়েই মেট্রো পাবেন ৷

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, যে ওই দুই শনিবার সল্টলেক সেক্টর ফাইভ ও শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট করা হবে । অর্থাৎ এই স্টেশনগুলোতে সমস্ত সফটওয়ার এবং হার্ডওয়ার ব্যবস্থাগুলি ঠিকঠাক কাজ করছে কি না তা পরীক্ষা করা হবে এই ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের মাধ্যমে। তাই এই দু’দিন বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা ৷

আরও পড়ুন: হাওড়া ময়দান স্টেশনে মেট্রোর কাজ প্রায় শেষ; বসছে এফসি-পিসি গেট

প্রসঙ্গত, আপাতত সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাতায়াত করে মেট্রো । তবে রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে চলতি বছরের শেষের দিকেই গঙ্গার নীচ দিয়ে দৌড়বে মেট্রো যা হবে দেশের মধ্যে প্রথম নদীর নীচে মেট্রো পরিষেবা । আর এই পরিষেবা একবার শুরু হয়ে গেলে মেট্রো পথে যুক্ত হবে দুই পড়শী শহর, কলকাতা ও হাওড়া । সহজেই যাতায়াত করা যাবে এই দুই জেলায় ৷ বিশেষত যারা নিত্যযাত্রী রুজি-রোজগারের জন্য় যাতায়াত করতে হয় তাদের জন্য সহজ হবে গন্তব্যে পৌঁছনো ৷

আরও পড়ুন: ডিসেম্বরেই হুগলি নদীর নীচ দিয়ে মেট্রো চালু করতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ, নিয়মিতভাবে চলছে মহড়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.