ETV Bharat / state

অস্ত্রের প্রমাণ দিতে পারেনি তৃণমূল, আদালতের দ্বারস্থ হবে BJP

প্রার্থী পরেশচন্দ্র দাস মনোনয়ন জমা দেওয়ার সময় BJP কর্মীদের কাছে অস্ত্র থাকার অভিযোগ করেছিল পূর্ব বর্ধমান তৃণমূল। কিন্তু, ২৪ ঘন্টার মধ্যে প্রমাণ দিতে না পারায় এবার তাঁদর বিরুদ্ধে আদালতে যেতে পারে BJP।

সাংবাদিক বৈঠকে পরেশচন্দ্র দাস
author img

By

Published : Apr 7, 2019, 1:46 AM IST

Updated : Apr 7, 2019, 2:40 AM IST

বর্ধমান, 7 এপ্রিল : মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় পূর্ব বর্ধমান লোকসভার BJP প্রার্থী পরেশচন্দ্র দাসের সঙ্গে থাকা BJP কর্মীদের কাছে আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র থাকার অভিযোগ এনেছিল তৃণমূল। কিন্তু, BJP প্রার্থী পরেশচন্দ্র দাসের দাবি, 24 ঘণ্টা পেরিয়ে গেলেও তৃণমূল এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ প্রশাসনের কাছে জমা দিতে পারেনি। তাই, এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে BJP।

শুনুন পরেশচন্দ্র দাসের বক্তব্য

গতকাল সন্ধে নাগাদ সাংবাদিক বৈঠক করেন পূর্ব বর্ধমান লোকসভার BJP প্রার্থী পরেশচন্দ্র দাস। তিনি বলেন, "রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ লিখিতভাবে জেলাশাসকের কাছে অভিযোগ জমা দিয়েছেন। কিন্তু, 24 ঘণ্টা পেরিয়ে গেলেও তার প্রমাণ তিনি দিতে পারেননি। শুধু তাই নয়, আমি মনোনয়ন জমা দেওয়ার সময় যে BJP কর্মীরা সঙ্গে এসেছিলেন, তাঁদের ছবি CCTV-তে ধরা আছে। তাছাড়া, পুলিশ প্রশাসনও সেখানে ছিল। কেউ কিছু দেখতে পেল না, শুধু তৃণমূলই দেখতে পেল। কিন্তু, তারা নিজেদের তোলা অভিযোগ এখনও প্রমাণ করতে পারেনি। প্রশাসনও প্রমাণ পেশ করতে পারেনি। আসলে সবটাই স্বপনবাবুর মনগড়া। মানুষের সঙ্গে আমার জনসংযোগ বাড়ছে দেখে তৃণমূলের রাতে ঘুম আসছে না। পায়ের তলা থেকে মাটি সরে গেছে।"

পরেশবাবু আরও বলেন, "হয় স্বপন দেবনাথকে প্রমাণ দিতে হবে, নাহলে আমরা তাঁদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব। সেই সঙ্গে স্বপন দেবনাথের বেআইনি সম্পত্তির বিরুদ্ধেও CBI তদন্তের দাবি জানাব।"

বর্ধমান, 7 এপ্রিল : মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় পূর্ব বর্ধমান লোকসভার BJP প্রার্থী পরেশচন্দ্র দাসের সঙ্গে থাকা BJP কর্মীদের কাছে আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র থাকার অভিযোগ এনেছিল তৃণমূল। কিন্তু, BJP প্রার্থী পরেশচন্দ্র দাসের দাবি, 24 ঘণ্টা পেরিয়ে গেলেও তৃণমূল এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ প্রশাসনের কাছে জমা দিতে পারেনি। তাই, এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে BJP।

শুনুন পরেশচন্দ্র দাসের বক্তব্য

গতকাল সন্ধে নাগাদ সাংবাদিক বৈঠক করেন পূর্ব বর্ধমান লোকসভার BJP প্রার্থী পরেশচন্দ্র দাস। তিনি বলেন, "রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ লিখিতভাবে জেলাশাসকের কাছে অভিযোগ জমা দিয়েছেন। কিন্তু, 24 ঘণ্টা পেরিয়ে গেলেও তার প্রমাণ তিনি দিতে পারেননি। শুধু তাই নয়, আমি মনোনয়ন জমা দেওয়ার সময় যে BJP কর্মীরা সঙ্গে এসেছিলেন, তাঁদের ছবি CCTV-তে ধরা আছে। তাছাড়া, পুলিশ প্রশাসনও সেখানে ছিল। কেউ কিছু দেখতে পেল না, শুধু তৃণমূলই দেখতে পেল। কিন্তু, তারা নিজেদের তোলা অভিযোগ এখনও প্রমাণ করতে পারেনি। প্রশাসনও প্রমাণ পেশ করতে পারেনি। আসলে সবটাই স্বপনবাবুর মনগড়া। মানুষের সঙ্গে আমার জনসংযোগ বাড়ছে দেখে তৃণমূলের রাতে ঘুম আসছে না। পায়ের তলা থেকে মাটি সরে গেছে।"

পরেশবাবু আরও বলেন, "হয় স্বপন দেবনাথকে প্রমাণ দিতে হবে, নাহলে আমরা তাঁদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব। সেই সঙ্গে স্বপন দেবনাথের বেআইনি সম্পত্তির বিরুদ্ধেও CBI তদন্তের দাবি জানাব।"

Intro:অস্ত্রের প্রমাণ দিতে পারেনি তৃণমূল, আদালতের দ্বারস্থ হবে বিজেপি

সন্তোষ দাস, বর্ধমান

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল পূর্ব বর্ধমান লোকসভার বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের কাছে আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র ছিল। কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তার কোন প্রমাণ প্রশাসনের কাছে জমা দিতে পারেনি এমনটাই দাবি করলেন বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস।
শনিবার সন্ধে নাগাদ তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ লিখিত ভাবে জেলাশাসকের কাছে যে অভিযোগ জমা দিয়েছেন ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তার প্রমাণ তিনি দিতে পারেননি। শুধু তাই নয় গতকাল যে সমস্ত বিজেপি কর্মীরা এসেছিলেন তাদের ছবি সিসিটিভি তে ধরা আছে। পুলিশ প্রশাসন সেখানে ছিল। কেউ কিছু দেখতে পেল না তৃণমূলই সেটা দেখতে পেল। কিন্তু তারা সেটা এখনো প্রমাণ করতে পারেনি। প্রশাসনও কোন প্রমাণ পেশ করতে পারেনি।
পরেশচন্দ্র দাস আরো বলেন হয় স্বপন দেবনাথকে প্রমাণ দিতে হবে না হলে আমরা তাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব।শুধু তাই নয় স্বপন দেবনাথের বেআইনি সম্পত্তির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানান তিনি।Body:অস্ত্র বিতর্কConclusion:আদালতে যাবে বিজেপি
Last Updated : Apr 7, 2019, 2:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.