কলকাতা, 1 এপ্রিল : লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনতে এগিয়ে এল DYFI । পরিজন নামে একটি ডিজিটাল লিঙ্কের মাধ্যমে দেশের সব রাজ্যের DYFI কর্মীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে তারা । যাতে সংশ্লিষ্ট রাজ্য থেকে পশ্চিমবঙ্গের আটকে থাকা শ্রমিকদের তথ্য পাওয়া যায় । তারপরই শ্রমিকদের ফিরিয়ে আনার কাজ শুরু হবে ।
লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছে শ্রমিকরা । এরাজ্যের বিভিন্ন জেলায়ও আটকে রয়েছে অনেকে । প্রত্যেককেই ঘরে ফেরানোর জন্য উদ্যোগ নিল ডেমোক্রেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া । ভারতের বিভিন্ন প্রান্তে রাজ্যের শ্রমিকদের খুঁজে বের করার জন্য DYFI- কর্মীরা ব্যবহার করছে একটি ডিজিটাল লিঙ্ক । যেখানে সমস্ত জেলার এমন শ্রমিকদের তথ্য শেয়ার করা হবে । এর মাধ্যমেই জানা যাবে, কোথায় কতজন আটকে রয়েছেন ।
এবিষয় DYFI-র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, "পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে পরিজন নামে একটি লিঙ্ক দেশের সর্বত্র পাঠিয়ে দেওয়া হয়েছে । এই লিঙ্কের মাধ্যমে শ্রমিকদের তথ্য সংগ্রহ করা হবে । এক্ষেত্রে অন্য রাজ্যের DYFI কর্মীরাও সহযোগিতা করার চেষ্টা করছে । পাশাপাশি মানুষের পাশে থাকার জন্য রাজ্যের DYFI কর্মীদের আরও বেশি সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।"