ETV Bharat / state

DYFI Supports Wrestlers: কুস্তিগীরদের সমর্থনে দেশ জুড়ে প্রতিবাদে ডিওয়াইএফআই, রাষ্ট্রপতির কাছেও আবেদন - DYFI Protests in Support of Wrestlers

এবার প্রতিবাদী কুস্তিগীরদের পাশের দাঁড়াল সিপিআইএম যুব সংগঠন ডিওয়াইএফআই ৷ তাঁদের হয়ে রাষ্ট্রপতির কাছেও ব্রিজভূষণ শরণ সিংয়ের অপসারণের দাবি জানাবে বাম যুব সংগঠন ৷ 15 মে থেকে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচিও পালন করবে ডিওয়াইএফআই ৷

DYFI Support Wrestlers
DYFI Support Wrestlers
author img

By

Published : May 14, 2023, 7:44 PM IST

কলকাতা, 14 মে: রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে ব্রিজভূষণ শরণ সিংয়ের অপসারণের দাবিতে গত 24 এপ্রিল থেকে যন্তর মন্তরে অবস্থানে বসেছেন দেশের প্রথমসারির কুস্তিগীররা ৷ এবার তাঁদের সমর্থনে রাষ্ট্রপতির কাছে ব্রিজভূষণের অপসারণের দাবি জানাবে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর কেন্দ্রীয় কমিটি ৷ তার আগে নাবালিকা এবং মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণের বিরুদ্ধে 15-20 মে দেশ জুড়ে বিক্ষোভ-প্রতিবাদের ডাক দিল বাম সংগঠনটি ৷ পাশাপাশি, 21-12 মে গণ ইমেল ও পোস্টকার্ডের মাধ্যমে প্রচার কর্মসূচি নিয়েছে ৷ সেই সব ইমেল ও পোস্টকার্ড রাষ্ট্রপতির কাছে জমা দেবে ডিওয়াইএফআই নেতৃত্ব ৷

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে রাজধানী দিল্লিতে ডব্লিউএফআই প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথমবার সরব হয়েছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগত-সহ দেশের প্রথমসারির কুস্তিগীররা ৷ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তা এবং দুর্নীতির অভিযোগে ব্রিজভূষণের অপসারণ এবং গ্রেফতারির দাবি তোলেন তাঁরা ৷ সেই সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর আশ্বাসে অবস্থান বিক্ষোভ তুলে নেন তাঁরা ৷ এমনকি কমিটিও গঠন করে কেন্দ্র ৷ কিন্তু, সেই পর্যন্তই ৷ প্রায় 2 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বজরং পুনিয়া-সহ বাকি কুস্তিগীররা ৷

এমনকি দিল্লি পুলিশের তরফেও এই ঘটনায় তদন্তে গড়িমসির অভিযোগ করেছেন প্রতিবাদী কুস্তিগীররা ৷ এবার তাঁদের সেই আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে সাধারণের সমর্থন জোগাড়ে নামল ডিওয়াইএফআই ৷ ব্রিজভূষণের অপসারণ এবং গ্রেফতারির দাবিতে 15-20 মে দেশ জুড়ে বিক্ষোভ-প্রতিবাদ ঘোষণা করেছে ডিওয়াইএফআই-এর কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সেই সঙ্গে 21-22 মে গণ ইমেল ও পোস্টকার্ডের মাধ্যমে ব্রিজভূষণের বিরুদ্ধে এবং আন্দোলনকারী কুস্তিগীরদের সমর্থনে প্রচার চালাবে সিপিআইএম-এর যুব সংগঠনটি ৷

আরও পড়ুন: কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে এবার সরকারকে চূড়ান্ত সময়সীমা খাপ পঞ্চায়েত ও কৃষক নেতাদের

এরপর সেই সব মেল একত্রিত করে নথি আকারে রাষ্ট্রপতির কাছে জমা দেবে ডিওয়াইএফআই ৷ এ প্রসঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতা হিমগ্নরাজ ভট্টাচার্য জানিয়েছেন, ব্রিজভূষণের বিরুদ্ধে একজন নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ৷ এমনকি এফআইআর দায়ের করা হয়েছে পকসো আইনে ৷ তারপরেও বিজেপি সাংসদকে গ্রেফতার না-করার কোনও যুক্তি থাকতে পারে না ৷

কলকাতা, 14 মে: রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে ব্রিজভূষণ শরণ সিংয়ের অপসারণের দাবিতে গত 24 এপ্রিল থেকে যন্তর মন্তরে অবস্থানে বসেছেন দেশের প্রথমসারির কুস্তিগীররা ৷ এবার তাঁদের সমর্থনে রাষ্ট্রপতির কাছে ব্রিজভূষণের অপসারণের দাবি জানাবে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর কেন্দ্রীয় কমিটি ৷ তার আগে নাবালিকা এবং মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণের বিরুদ্ধে 15-20 মে দেশ জুড়ে বিক্ষোভ-প্রতিবাদের ডাক দিল বাম সংগঠনটি ৷ পাশাপাশি, 21-12 মে গণ ইমেল ও পোস্টকার্ডের মাধ্যমে প্রচার কর্মসূচি নিয়েছে ৷ সেই সব ইমেল ও পোস্টকার্ড রাষ্ট্রপতির কাছে জমা দেবে ডিওয়াইএফআই নেতৃত্ব ৷

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে রাজধানী দিল্লিতে ডব্লিউএফআই প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথমবার সরব হয়েছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগত-সহ দেশের প্রথমসারির কুস্তিগীররা ৷ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তা এবং দুর্নীতির অভিযোগে ব্রিজভূষণের অপসারণ এবং গ্রেফতারির দাবি তোলেন তাঁরা ৷ সেই সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর আশ্বাসে অবস্থান বিক্ষোভ তুলে নেন তাঁরা ৷ এমনকি কমিটিও গঠন করে কেন্দ্র ৷ কিন্তু, সেই পর্যন্তই ৷ প্রায় 2 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বজরং পুনিয়া-সহ বাকি কুস্তিগীররা ৷

এমনকি দিল্লি পুলিশের তরফেও এই ঘটনায় তদন্তে গড়িমসির অভিযোগ করেছেন প্রতিবাদী কুস্তিগীররা ৷ এবার তাঁদের সেই আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে সাধারণের সমর্থন জোগাড়ে নামল ডিওয়াইএফআই ৷ ব্রিজভূষণের অপসারণ এবং গ্রেফতারির দাবিতে 15-20 মে দেশ জুড়ে বিক্ষোভ-প্রতিবাদ ঘোষণা করেছে ডিওয়াইএফআই-এর কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সেই সঙ্গে 21-22 মে গণ ইমেল ও পোস্টকার্ডের মাধ্যমে ব্রিজভূষণের বিরুদ্ধে এবং আন্দোলনকারী কুস্তিগীরদের সমর্থনে প্রচার চালাবে সিপিআইএম-এর যুব সংগঠনটি ৷

আরও পড়ুন: কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে এবার সরকারকে চূড়ান্ত সময়সীমা খাপ পঞ্চায়েত ও কৃষক নেতাদের

এরপর সেই সব মেল একত্রিত করে নথি আকারে রাষ্ট্রপতির কাছে জমা দেবে ডিওয়াইএফআই ৷ এ প্রসঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতা হিমগ্নরাজ ভট্টাচার্য জানিয়েছেন, ব্রিজভূষণের বিরুদ্ধে একজন নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ৷ এমনকি এফআইআর দায়ের করা হয়েছে পকসো আইনে ৷ তারপরেও বিজেপি সাংসদকে গ্রেফতার না-করার কোনও যুক্তি থাকতে পারে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.