ETV Bharat / state

DYFI Protest against Union Budget 2023: কর্মসংস্থানের দিশা নেই, বাজেটের বিরুদ্ধে পথে নামল ডিওয়াইএফআই - কর্মসংস্থানের দিশা নেই

বেকারত্ব ও কর্মসংস্থান ইস্যুতে বাজেটের (Union Budget 2023) বিরুদ্ধে পথে নামল সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI) ৷ রবিবার থেকে শুরু হয়েছে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাদের প্রতিবাদ কর্মসূচি ৷

DYFI Protest
ডিওয়াইএফআই
author img

By

Published : Feb 6, 2023, 10:49 AM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Finance Minister Nirmala Sitharaman) পেশ করা 2023-24 আর্থিক বাজেটের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ডাক দিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI Protest) । তাদের মূল অভিযোগ, "এই বাজেট দেশের কোটি কোটি তরুণ-তরুণীদের স্বার্থ বিরোধী । তাই, নরেন্দ্র মোদি সরকারের বাজেটের বিরুদ্ধে রবিবার থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে সর্বভারতীয় যুব সংগঠন ।"

ডিওয়াইএফআই-এর কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির (DYFI Central Executive Committee) বক্তব্য, "কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের লোকসভায় পেশ করা বাজেটে (Union Budget 2023) কর্মসংস্থানের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে । কাজের খোঁজে দেশের কোটি কোটি তরুণ-তরুণীর দুরবস্থার কোনও কথা উল্লেখ করা হয়নি বাজেটে । দেশের সবচেয়ে গুরুতর এই সমস্যা সমাধানে কোনও দিশাও দেখাতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।"

DYFI Protest
ডিওয়াইএফআই-এর প্রতিবাদ কর্মসূচি

এখানেই শেষ নয়, ডিওয়াইএফআই আরও জানিয়েছে, রেগা-সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্পে দেশের সাধারণ মানুষের যদিওবা কর্মসংস্থানের সুযোগ ছিল, তাতেও কোপ বসানো হয়েছে । প্রকল্পগুলিতে ব্যাপকহারে বরাদ্দ কমানো হয়েছে । তার ফলে এই সমস্ত প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ অনেকটাই কমে যাবে । আরও বৃদ্ধি পাবে বেকারত্ব । তাই, দেশের সমস্ত তরুণ-তরুণীদের কাছে যুবদের স্বার্থ বিরোধী এই বাজেটের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ বিক্ষোভে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে ডিওয়াইএফআই ।

ডিওয়াইএফআই'র সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য ইটিভি ভারতকে বলেন, "লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেট বেকারত্বের বিরুদ্ধে এবং কর্মসংস্থানের অধীনে সংগ্রামরত যুবকদের দুর্দশাকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়েছে । এই সমস্যাগুলির জন্য কোনও সমাধান দেওয়া হয়নি, পাশাপাশি এটি বিভিন্ন সামাজিক কল্যাণ প্রকল্প এবং এমএনআরইজি-এর মতো কর্মসংস্থান প্রকল্পগুলির জন্য বরাদ্দও হ্রাস করেছে ।"

তিনি আরও বলেন, "বাজেট পেশের সময় বেকারত্ব সসম্যা তো দূর কী বাত, 'বেকারত্ব' শব্দটাই উচ্চারণ করেননি অর্থমন্ত্রী । সুকৌশলে এড়িয়ে গিয়েছেন । নতুন কর্মসংস্থানের কথাও বলা হয়নি । যেটা আজকের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় । এ কারণেই এই অন্তঃসারশূন্য বাজেটের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ । দেশের প্রতিটি মহল্লায় যুবদের কাছে আমরা পৌঁছব । বাজেটের প্রতিলিপি পোড়ানো হবে । মিছিল বিক্ষোভ সমস্ত কিছুই হবে ।"

কলকাতা, 6 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Finance Minister Nirmala Sitharaman) পেশ করা 2023-24 আর্থিক বাজেটের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ডাক দিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI Protest) । তাদের মূল অভিযোগ, "এই বাজেট দেশের কোটি কোটি তরুণ-তরুণীদের স্বার্থ বিরোধী । তাই, নরেন্দ্র মোদি সরকারের বাজেটের বিরুদ্ধে রবিবার থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে সর্বভারতীয় যুব সংগঠন ।"

ডিওয়াইএফআই-এর কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির (DYFI Central Executive Committee) বক্তব্য, "কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের লোকসভায় পেশ করা বাজেটে (Union Budget 2023) কর্মসংস্থানের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে । কাজের খোঁজে দেশের কোটি কোটি তরুণ-তরুণীর দুরবস্থার কোনও কথা উল্লেখ করা হয়নি বাজেটে । দেশের সবচেয়ে গুরুতর এই সমস্যা সমাধানে কোনও দিশাও দেখাতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।"

DYFI Protest
ডিওয়াইএফআই-এর প্রতিবাদ কর্মসূচি

এখানেই শেষ নয়, ডিওয়াইএফআই আরও জানিয়েছে, রেগা-সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্পে দেশের সাধারণ মানুষের যদিওবা কর্মসংস্থানের সুযোগ ছিল, তাতেও কোপ বসানো হয়েছে । প্রকল্পগুলিতে ব্যাপকহারে বরাদ্দ কমানো হয়েছে । তার ফলে এই সমস্ত প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ অনেকটাই কমে যাবে । আরও বৃদ্ধি পাবে বেকারত্ব । তাই, দেশের সমস্ত তরুণ-তরুণীদের কাছে যুবদের স্বার্থ বিরোধী এই বাজেটের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ বিক্ষোভে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে ডিওয়াইএফআই ।

ডিওয়াইএফআই'র সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য ইটিভি ভারতকে বলেন, "লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেট বেকারত্বের বিরুদ্ধে এবং কর্মসংস্থানের অধীনে সংগ্রামরত যুবকদের দুর্দশাকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়েছে । এই সমস্যাগুলির জন্য কোনও সমাধান দেওয়া হয়নি, পাশাপাশি এটি বিভিন্ন সামাজিক কল্যাণ প্রকল্প এবং এমএনআরইজি-এর মতো কর্মসংস্থান প্রকল্পগুলির জন্য বরাদ্দও হ্রাস করেছে ।"

তিনি আরও বলেন, "বাজেট পেশের সময় বেকারত্ব সসম্যা তো দূর কী বাত, 'বেকারত্ব' শব্দটাই উচ্চারণ করেননি অর্থমন্ত্রী । সুকৌশলে এড়িয়ে গিয়েছেন । নতুন কর্মসংস্থানের কথাও বলা হয়নি । যেটা আজকের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় । এ কারণেই এই অন্তঃসারশূন্য বাজেটের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ । দেশের প্রতিটি মহল্লায় যুবদের কাছে আমরা পৌঁছব । বাজেটের প্রতিলিপি পোড়ানো হবে । মিছিল বিক্ষোভ সমস্ত কিছুই হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.