ETV Bharat / state

স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ, খুলবে 26 তারিখ - পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম

মাঝেরহাট ব্রিজের বিকল্প হিসেবে ব্যবহার হয়েছিল নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ । ব্রিজ-এর যা ধারণক্ষমতা তার থেকে ছয় গুণ বেশি ওজনের গাড়ি গত দু'বছর ধরে যাতায়াত করেছে, বললেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তার জেরে স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ রাখা হল এই ব্রিজ । খোলা হবে আগামী 26 তারিখ বিকেলের পর ।

Durgapur Bridge in New Alipore closed for three days
Durgapur Bridge in New Alipore closed for three days
author img

By

Published : Jan 24, 2021, 10:41 PM IST

কলকাতা, 24 জানুয়ারি : বন্ধ করে দেওয়া হল নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ । স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তিনদিন ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ । আগামী 26 তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে দুর্গাপুর ব্রিজ । দুর্গাপুর ব্রিজ এর মেনটেনেন্স ও ওয়েট টেস্ট করার জন্যই ব্রিজ বন্ধ থাকবে আগামী দুদিন । নিউ আলিপুর থেকে তারাতলাগামী এই ব্রিজ দেখভালের দায়িত্ব কেএমডিএ-এর । এই তিনদিন ধরে দুর্গাপুর ব্রিজ-এর ওয়েট টেস্টিং, লোড টেস্টিং, ভাইব্রেসন টেস্ট-সহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করা হবে । এর জন্য একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে । স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ সদস্যরা স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেবে পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে ।

ফিরহাদ জানিয়েছেন, আজ থেকে ব্রিজটি বন্ধ করা হয়েছে । আগামী 26 তারিখ বিকেলের পর আবার খুলে দেওয়া হবে । মাঝেরহাট ব্রিজ ভেঙ্গে যাওয়াতে গত দু'বছর ধরে সমস্ত যানবাহন যাতায়াত করেছে এই দুর্গাপুর ব্রিজের উপর দিয়ে । পণ্যবাহী গাড়িগুলি এই দু'বছর ধরে যাতায়াত করেছে । ফলে অতিরিক্ত চাপ পড়ে গিয়েছিল এই ব্রিজটিতে । দুর্গাপুর ব্রিজ-এর যা ধারণক্ষমতা তার থেকে ছয় গুণ বেশি ওজনের গাড়ি গত দু'বছর ধরে যাতায়াত করেছে । এখন মাঝেরহাট ব্রিজ সম্পূর্ণ তৈরি হয়ে গেছে । খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য । তাই দুর্গাপুর ব্রিজকে তিন দিন বন্ধ রেখে তার সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে ।

এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন দুর্গাপুর ব্রিজ এর ওয়েট টেস্টিং ভাইব্রেশন টেস্টিং লোড টেস্টিং সহ যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা করবে বিশেষজ্ঞ দল । তারপর সেই রিপোর্ট পাঠানো হবে কেএমডিএ-এর কাছে । তারপর সেই রিপোর্ট অনুযায়ী মেরামতি করা হবে দুর্গাপুর ব্রিজ-এর । মেরামতির কাজের জন্য সাময়িক বন্ধ রাখা হতে পারে দুর্গাপুর ব্রিজটি ।

স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ

আরও পড়ুন : মাঝেরহাট ব্রিজের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় দুর্ঘটনা এড়াতে শহরে সবকটি ব্রিজ অফ ফ্লাইওভারের ওপর নিয়মিতভাবে নজরদারি রাখা হবে । মাঝেমধ্যেই শহরের বিভিন্ন ব্রিজ ও ফ্লাইওভার বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন এই মুহূর্তে কালীঘাট ব্রিজ এর মেরামতির কাজ চলছে । নিরাপত্তার জন্যই শহরের ফ্লাইওভার ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা করে মেরামতি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কলকাতা, 24 জানুয়ারি : বন্ধ করে দেওয়া হল নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ । স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তিনদিন ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ । আগামী 26 তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে দুর্গাপুর ব্রিজ । দুর্গাপুর ব্রিজ এর মেনটেনেন্স ও ওয়েট টেস্ট করার জন্যই ব্রিজ বন্ধ থাকবে আগামী দুদিন । নিউ আলিপুর থেকে তারাতলাগামী এই ব্রিজ দেখভালের দায়িত্ব কেএমডিএ-এর । এই তিনদিন ধরে দুর্গাপুর ব্রিজ-এর ওয়েট টেস্টিং, লোড টেস্টিং, ভাইব্রেসন টেস্ট-সহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করা হবে । এর জন্য একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে । স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ সদস্যরা স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেবে পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে ।

ফিরহাদ জানিয়েছেন, আজ থেকে ব্রিজটি বন্ধ করা হয়েছে । আগামী 26 তারিখ বিকেলের পর আবার খুলে দেওয়া হবে । মাঝেরহাট ব্রিজ ভেঙ্গে যাওয়াতে গত দু'বছর ধরে সমস্ত যানবাহন যাতায়াত করেছে এই দুর্গাপুর ব্রিজের উপর দিয়ে । পণ্যবাহী গাড়িগুলি এই দু'বছর ধরে যাতায়াত করেছে । ফলে অতিরিক্ত চাপ পড়ে গিয়েছিল এই ব্রিজটিতে । দুর্গাপুর ব্রিজ-এর যা ধারণক্ষমতা তার থেকে ছয় গুণ বেশি ওজনের গাড়ি গত দু'বছর ধরে যাতায়াত করেছে । এখন মাঝেরহাট ব্রিজ সম্পূর্ণ তৈরি হয়ে গেছে । খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য । তাই দুর্গাপুর ব্রিজকে তিন দিন বন্ধ রেখে তার সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে ।

এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন দুর্গাপুর ব্রিজ এর ওয়েট টেস্টিং ভাইব্রেশন টেস্টিং লোড টেস্টিং সহ যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা করবে বিশেষজ্ঞ দল । তারপর সেই রিপোর্ট পাঠানো হবে কেএমডিএ-এর কাছে । তারপর সেই রিপোর্ট অনুযায়ী মেরামতি করা হবে দুর্গাপুর ব্রিজ-এর । মেরামতির কাজের জন্য সাময়িক বন্ধ রাখা হতে পারে দুর্গাপুর ব্রিজটি ।

স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ

আরও পড়ুন : মাঝেরহাট ব্রিজের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় দুর্ঘটনা এড়াতে শহরে সবকটি ব্রিজ অফ ফ্লাইওভারের ওপর নিয়মিতভাবে নজরদারি রাখা হবে । মাঝেমধ্যেই শহরের বিভিন্ন ব্রিজ ও ফ্লাইওভার বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন এই মুহূর্তে কালীঘাট ব্রিজ এর মেরামতির কাজ চলছে । নিরাপত্তার জন্যই শহরের ফ্লাইওভার ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা করে মেরামতি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.