ETV Bharat / state

ওপার বাংলার শারদীয় উপহার, 7 বছর পর রাজ্যে পদ্মার ইলিশ

দীর্ঘ সাত বছর পর সোমবার ফের সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে এল পদ্মার ইলিশ । সোমবার আটটি গাড়িতে প্রায় 30 টন ইলিশ আসে পেট্রাপোল পার্কিংয়ে ।

ইলিশ
author img

By

Published : Oct 1, 2019, 1:17 PM IST

Updated : Oct 1, 2019, 7:33 PM IST

পেট্রাপোল, 1 অক্টোবর : ওপার বাংলা থেকে এপার বাংলার জন্য এল শারদীয় উপহার । দীর্ঘ সাত বছর পর সোমবার ফের সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে এল পদ্মার ইলিশ । সোমবার আটটি গাড়িতে প্রায় 30 টন ইলিশ আসে পেট্রাপোল পার্কিংয়ে । জানা গেছে, এখন থেকে প্রতিদিন গড়ে 24 টন করে মোট 500 টন ইলিশ আসবে ।

এবার পুজোয় ভোজনরসিক বাঙালির পাতে ফের পড়তে চলেছে পদ্মার ইলিশ । দীর্ঘ সাত বছর পরে ফের পদ্মার ইলিশের স্বাদ পাবে পশ্চিমবঙ্গের বাঙালিরা । দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর সবুজ সংকেত দেয় বাংলাদেশ সরকার । আমদানির জন্য মিলেছে ভারত সরকারের সবুজ সংকেতও । তারপরই পদ্মার রুপোলি ফসল আসতে শুরু করেছে ভারতে ৷ শেষবার 2012 সালে পদ্মার ইলিশ ভারতে এসেছিল । তারপর তিস্তা চুক্তি নিয়ে বিতর্কের জেরে বন্ধ হয়ে যায় ইলিশ রপ্তানি ।

ভিডিয়োয় দেখুন

10 অক্টোবরের মধ্যে নাজ় (NAAZ) ইমপেক্স প্রাইভেট লিমিটেড নামে একটি আমদানিকারক সংস্থার মাধ্যমে প্রতিদিন গড়ে 24 টন করে মোট 500 টন ইলিশ ভারতে আসবে । 6 মার্কিন ডলার প্রতি কেজি দামে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করা হচ্ছে ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 420 টাকার আশেপাশে ।

পেট্রাপোল থেকে প্রথমে ইলিশ ভর্তি ট্রাক যাবে হাওড়ার একটি বাজারে । সেখান থেকে কলকাতার বড়বাজার, মানিকতলা, বেহালা-সহ বিভিন্ন বাজারে পাঠনো হবে । সব খরচ ধরে পদ্মার ইলিশের বাজারদর থাকবে কেজি পিছু প্রায় 600 টাকা ৷

পেট্রাপোল, 1 অক্টোবর : ওপার বাংলা থেকে এপার বাংলার জন্য এল শারদীয় উপহার । দীর্ঘ সাত বছর পর সোমবার ফের সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে এল পদ্মার ইলিশ । সোমবার আটটি গাড়িতে প্রায় 30 টন ইলিশ আসে পেট্রাপোল পার্কিংয়ে । জানা গেছে, এখন থেকে প্রতিদিন গড়ে 24 টন করে মোট 500 টন ইলিশ আসবে ।

এবার পুজোয় ভোজনরসিক বাঙালির পাতে ফের পড়তে চলেছে পদ্মার ইলিশ । দীর্ঘ সাত বছর পরে ফের পদ্মার ইলিশের স্বাদ পাবে পশ্চিমবঙ্গের বাঙালিরা । দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর সবুজ সংকেত দেয় বাংলাদেশ সরকার । আমদানির জন্য মিলেছে ভারত সরকারের সবুজ সংকেতও । তারপরই পদ্মার রুপোলি ফসল আসতে শুরু করেছে ভারতে ৷ শেষবার 2012 সালে পদ্মার ইলিশ ভারতে এসেছিল । তারপর তিস্তা চুক্তি নিয়ে বিতর্কের জেরে বন্ধ হয়ে যায় ইলিশ রপ্তানি ।

ভিডিয়োয় দেখুন

10 অক্টোবরের মধ্যে নাজ় (NAAZ) ইমপেক্স প্রাইভেট লিমিটেড নামে একটি আমদানিকারক সংস্থার মাধ্যমে প্রতিদিন গড়ে 24 টন করে মোট 500 টন ইলিশ ভারতে আসবে । 6 মার্কিন ডলার প্রতি কেজি দামে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করা হচ্ছে ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 420 টাকার আশেপাশে ।

পেট্রাপোল থেকে প্রথমে ইলিশ ভর্তি ট্রাক যাবে হাওড়ার একটি বাজারে । সেখান থেকে কলকাতার বড়বাজার, মানিকতলা, বেহালা-সহ বিভিন্ন বাজারে পাঠনো হবে । সব খরচ ধরে পদ্মার ইলিশের বাজারদর থাকবে কেজি পিছু প্রায় 600 টাকা ৷

Intro:পুজোয় হাসিনার উপহার, সাত বছর পর পদ্মার ইলিশ ঢুকল বঙ্গে



পেট্রাপোলঃ বাঙালির শারদোৎসবে হাসিনার উপহার। দীর্ঘ সাত বছর পর ফের সোমবার পেট্রাপোলে সীমান্ত পেরিয়ে বঙ্গে ঢুকল পদ্মার ইলিশ। এসে পৌছল বাংলাদেশের পদ্মার ইলিশ। এদিন আটটি গাড়িতে মোট ৩০ টন ইলিশ পৌঁছাল পেট্রাপোল পার্কিংয়ে। পরের দিন থেকে প্রতিদিন আরও গড়ে ২৪ টন করে ইলিশ আসবে।

ভোজনরসিক বাঙালির পাতে ফের পড়তে চলেছে পদ্মার ইলিশ। দীর্ঘ সাত বছর পরে ফের পদ্মার ইলিশের স্বাদ পাবে বঙ্গ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে এদিন ইলিশ পাঠাল হাসিনার সরকার। শেষবার ২০১২ সালে বাংলাদেশের ইলিশ মাছ ভারতে এসেছিল। তিস্তা চুক্তি নিয়ে বিতর্কের জেরে বন্ধ হয়ে যায় ইলিশ। প্রথম ধাপে আজ আটটি ট্রাকে মোট ৩০ টন ইলিশ পৌছেছে পেট্রাপোল পার্কিংয়ে।

সূত্রের খবর, আগামী ১০ অক্টোবরের মধ্যে 'নাজ' (NAAZ) ইমপেক্স প্রাইভেট লিমিটেড" নামে একটি আমদানিকারক সংস্থার মাধ্যমে প্রতিদিন ২৪ টন করে মোট ৫০০ টন ইলিশ ভারতে আসবে। মাঝারি আকারের এক কিলোগ্রামের আশেপাশে ওজনের হবে। প্রতি কিলোগ্রামের দাম ৬ ডলার করে বাংলাদেশ থেকে কেনা হয়েছে। ভারতীয় মুদ্রায় ৪০০ টাকার আশেপাশে।
পেট্রাপোল থেকে প্রথমে ইলিশগুলো যাবে হাওড়ার একটি বাজারে। সেখান থেকে কলকাতার বড়বাজার, বেহালা-সহ বিভিন্ন বাজারে পৌঁছাবে। সব খরচ বাদ দিয়ে পদ্মার ইলিশের বাজারদর ৬০০ টাকার আশেপাশে থাকবে বলে মনে করেছেন আড়ৎদাররা।

Body:পুজোয় হাসিনার উপহার, সাত বছর পর পদ্মার ইলিশ ঢুকল বঙ্গে



পেট্রাপোলঃ বাঙালির শারদোৎসবে হাসিনার উপহার। দীর্ঘ সাত বছর পর ফের সোমবার পেট্রাপোলে সীমান্ত পেরিয়ে বঙ্গে ঢুকল পদ্মার ইলিশ। এসে পৌছল বাংলাদেশের পদ্মার ইলিশ। এদিন আটটি গাড়িতে মোট ৩০ টন ইলিশ পৌঁছাল পেট্রাপোল পার্কিংয়ে। পরের দিন থেকে প্রতিদিন আরও গড়ে ২৪ টন করে ইলিশ আসবে।

ভোজনরসিক বাঙালির পাতে ফের পড়তে চলেছে পদ্মার ইলিশ। দীর্ঘ সাত বছর পরে ফের পদ্মার ইলিশের স্বাদ পাবে বঙ্গ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে এদিন ইলিশ পাঠাল হাসিনার সরকার। শেষবার ২০১২ সালে বাংলাদেশের ইলিশ মাছ ভারতে এসেছিল। তিস্তা চুক্তি নিয়ে বিতর্কের জেরে বন্ধ হয়ে যায় ইলিশ। প্রথম ধাপে আজ আটটি ট্রাকে মোট ৩০ টন ইলিশ পৌছেছে পেট্রাপোল পার্কিংয়ে।

সূত্রের খবর, আগামী ১০ অক্টোবরের মধ্যে 'নাজ' (NAAZ) ইমপেক্স প্রাইভেট লিমিটেড" নামে একটি আমদানিকারক সংস্থার মাধ্যমে প্রতিদিন ২৪ টন করে মোট ৫০০ টন ইলিশ ভারতে আসবে। মাঝারি আকারের এক কিলোগ্রামের আশেপাশে ওজনের হবে। প্রতি কিলোগ্রামের দাম ৬ ডলার করে বাংলাদেশ থেকে কেনা হয়েছে। ভারতীয় মুদ্রায় ৪০০ টাকার আশেপাশে।
পেট্রাপোল থেকে প্রথমে ইলিশগুলো যাবে হাওড়ার একটি বাজারে। সেখান থেকে কলকাতার বড়বাজার, বেহালা-সহ বিভিন্ন বাজারে পৌঁছাবে। সব খরচ বাদ দিয়ে পদ্মার ইলিশের বাজারদর ৬০০ টাকার আশেপাশে থাকবে বলে মনে করেছেন আড়ৎদাররা।

Conclusion:পুজোয় হাসিনার উপহার, সাত বছর পর পদ্মার ইলিশ ঢুকল বঙ্গে



পেট্রাপোলঃ বাঙালির শারদোৎসবে হাসিনার উপহার। দীর্ঘ সাত বছর পর ফের সোমবার পেট্রাপোলে সীমান্ত পেরিয়ে বঙ্গে ঢুকল পদ্মার ইলিশ। এসে পৌছল বাংলাদেশের পদ্মার ইলিশ। এদিন আটটি গাড়িতে মোট ৩০ টন ইলিশ পৌঁছাল পেট্রাপোল পার্কিংয়ে। পরের দিন থেকে প্রতিদিন আরও গড়ে ২৪ টন করে ইলিশ আসবে।

ভোজনরসিক বাঙালির পাতে ফের পড়তে চলেছে পদ্মার ইলিশ। দীর্ঘ সাত বছর পরে ফের পদ্মার ইলিশের স্বাদ পাবে বঙ্গ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে এদিন ইলিশ পাঠাল হাসিনার সরকার। শেষবার ২০১২ সালে বাংলাদেশের ইলিশ মাছ ভারতে এসেছিল। তিস্তা চুক্তি নিয়ে বিতর্কের জেরে বন্ধ হয়ে যায় ইলিশ। প্রথম ধাপে আজ আটটি ট্রাকে মোট ৩০ টন ইলিশ পৌছেছে পেট্রাপোল পার্কিংয়ে।

সূত্রের খবর, আগামী ১০ অক্টোবরের মধ্যে 'নাজ' (NAAZ) ইমপেক্স প্রাইভেট লিমিটেড" নামে একটি আমদানিকারক সংস্থার মাধ্যমে প্রতিদিন ২৪ টন করে মোট ৫০০ টন ইলিশ ভারতে আসবে। মাঝারি আকারের এক কিলোগ্রামের আশেপাশে ওজনের হবে। প্রতি কিলোগ্রামের দাম ৬ ডলার করে বাংলাদেশ থেকে কেনা হয়েছে। ভারতীয় মুদ্রায় ৪০০ টাকার আশেপাশে।
পেট্রাপোল থেকে প্রথমে ইলিশগুলো যাবে হাওড়ার একটি বাজারে। সেখান থেকে কলকাতার বড়বাজার, বেহালা-সহ বিভিন্ন বাজারে পৌঁছাবে। সব খরচ বাদ দিয়ে পদ্মার ইলিশের বাজারদর ৬০০ টাকার আশেপাশে থাকবে বলে মনে করেছেন আড়ৎদাররা।

Last Updated : Oct 1, 2019, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.