ETV Bharat / state

London Durga Puja : ফের মিলছে প্রবাসের বরাত, ছন্দে ফিরছে কুমোরটুলি - পুজো

প্রবাসের পুজোয় বরাবরই নজর কাড়ে কুমোরটুলির প্রতিমা ৷ গতবছর করোনা জেরে সেভাবে বরাত না পেলেও এবছর কুমোরটুলিতে প্রতিমার বাজার বেশ ভাল ৷ অন্তত তেমনটাই জানাচ্ছেন কুমোরটুলির মৃৎশিল্পী প্রশান্ত পাল ৷ লন্ডনের হাউনস্লোতে পাড়ি দেবে তাঁর তৈরি দুর্গা ৷

প্রবাসে পুজো
প্রবাসে পুজো
author img

By

Published : Aug 31, 2021, 7:43 PM IST

কলকাতা, 31 অগস্ট : হাতে আর মাত্র কয়েকদিন ৷ তারপরেই বাঙালির প্রাণের পুজো ৷ করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন উদ্যোক্তারা ৷ দেশ থেকে প্রবাস ৷ মায়ের আরাধনায় পিছিয়ে নেই কেউই ৷ এহেন মনখারাপের পরিস্থিতিতে অনেকটা আনন্দ নিয়ে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব ৷

কুমোরটুলির প্রতিমা বরাবরই সেরার তকমা পেয়ে আসছে ৷ সেই কারণে প্রবাসের দুর্গাপুজোয় ভালই বরাত পায় কুমোরটুলি ৷ তবে বিগত বছর অর্ডার পেয়েও শেষ মুহূর্তে করোনার জেরে সেই অর্ডার বাতিল হয়ে যায় ৷ মাথায় হাত পড়ে মৃৎশিল্পীদের ৷ তবে এ বছর সংক্রমণ একটু কমতেই ফের প্রবাসের জন্য মাতৃমূর্তি তৈরির বরাত পাচ্ছে কুমোরটুলি ৷ আকারে ছোট হলেও আবারও বিদেশে পাড়ি দিতে চলেছে কুমোরটুলির প্রতিমা ৷ কয়েকদিনের মধ্যেই লন্ডনের হাউনস্লোতে পৌঁছবে কুমোরটুলির শিল্পী প্রশান্ত পালের তৈরি দুর্গাপ্রতিমা ৷

এই মাতৃমূর্তিই পাড়ি দিচ্ছে লন্ডনের হাউনস্লোতে
প্রশান্ত পালের তৈরি এই মাতৃমূর্তিই পাড়ি দিচ্ছে লন্ডনের হাউনস্লোতে

লন্ডনের প্রবাসী বাঙালীদের কাছে সবচেয়ে জনপ্রিয় হাউনস্লো-এর দুর্গাপুজো । গতবছর সেদেশের সরকারের কড়াকড়িতে অর্ডার দিয়েও তা শেষ মুহূর্তে বাতিল করেন সেখানকার পুজো উদ্যোক্তারা ৷ এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পাশাপাশি সরকারি অনুমতি মেলায় ফের পুজো করার সিদ্ধান্ত নিয়েছে হাউনস্লো ।

আরও পড়ুন : Durga Puja in Kolkata : ঢাকি থেকে পুরোহিত, ভ্যাকসিন বাধ্যতামূলক আবাসনের পুজোয়

সেখানকার পুজোর একজন কর্মকর্তা সুদীপ ঘোষ জানান, গতবছর শেষ মুহূর্তে প্রতিমার অর্ডার বাতিল করতে বাধ্য হই আমরা ৷ এই পুজোতেই আমাদের সব বন্ধুদের সঙ্গে দেখা হয় ৷ সারাবছর এই দুর্গাপুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি ৷ গতবছর কোনওরকমে ঘটে পুজো করি ৷ করোনা পরিস্থিতির জেরে কারোর সঙ্গেই দেখা হয়নি ৷ এ বছর অনুমতি পেতেই কুমোরটুলিতে ঠাকুর অর্ডার দিই ৷ অপেক্ষায় আছি কবে ঠাকুর এসে পৌঁছবে ৷ এখনও সেখানে পরিস্থিতি অতটা স্বাভাবিক হয়নি তবে ছোট করে হলেও পুজোয় আনন্দ করতে চাই আমরা ৷"

প্রশান্ত পালের তৈরি মূর্তি প্রতিবছরই বিদেশে পাড়ি দেয় ৷ গতবছর একটু সমস্যা হলেও এই বছর বেশ ভালই বরাত পাচ্ছেন শিল্পী ৷ এই বিষয়ে তিনি বলেন, "গত বছরের তুলনায় এ বছর প্রতিমার বায়না হয়েছে ভাল । যদিও প্রতিমার উচ্চতা অনেকটাই কমেছে । বেশিরভাগ উদ্যোক্তারাই অল্প বাজেটে প্রতিমা তৈরি করতে বলছেন । লন্ডনের হাউনস্লো পুজো কমিটি গতবছর অর্ডার বাতিল করলেও এবছর ফের তাঁদের অর্ডারের প্রতিমা রওনা দেবে লন্ডনের উদ্দেশ্যে । যদিও প্রতিমার উচ্চতা ও আয়তন আকারে ছোট করা হয়েছে এবছর । অন্যান্য বছর প্রতিমার উচ্চতা থাকে লম্বায় চার ফুট এবং চওড়ায় 20 ফুট । সেখানে এবছর হাউনস্লোতে যাচ্ছে একচালার লম্বায় চার ফুট ও চওড়ায় সাড়ে চার ফুটের প্রতিমা ।"

তবে প্রতিমার আকার অনেকটা ছোট হলেও শিল্পী মনে করেন ক্রমশ অবস্থার উন্নতি হবে । আগামী বছর পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে বেশি অর্ডার পাওয়ার আশায় বুক বাঁধছেন তিনি ৷ আর্থিক মন্দা কেটে গিয়ে পুনরায় বড় প্রতিমার চাহিদা বাড়বে বলেই বিশ্বাস তাঁর ।

আরও পড়ুন : Belurmath Kathamo Puja : রীতি মেনে জন্মাষ্টমীতে বেলুড় মঠে দেবী দুর্গার কাঠামো পুজো হল

কলকাতা, 31 অগস্ট : হাতে আর মাত্র কয়েকদিন ৷ তারপরেই বাঙালির প্রাণের পুজো ৷ করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন উদ্যোক্তারা ৷ দেশ থেকে প্রবাস ৷ মায়ের আরাধনায় পিছিয়ে নেই কেউই ৷ এহেন মনখারাপের পরিস্থিতিতে অনেকটা আনন্দ নিয়ে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব ৷

কুমোরটুলির প্রতিমা বরাবরই সেরার তকমা পেয়ে আসছে ৷ সেই কারণে প্রবাসের দুর্গাপুজোয় ভালই বরাত পায় কুমোরটুলি ৷ তবে বিগত বছর অর্ডার পেয়েও শেষ মুহূর্তে করোনার জেরে সেই অর্ডার বাতিল হয়ে যায় ৷ মাথায় হাত পড়ে মৃৎশিল্পীদের ৷ তবে এ বছর সংক্রমণ একটু কমতেই ফের প্রবাসের জন্য মাতৃমূর্তি তৈরির বরাত পাচ্ছে কুমোরটুলি ৷ আকারে ছোট হলেও আবারও বিদেশে পাড়ি দিতে চলেছে কুমোরটুলির প্রতিমা ৷ কয়েকদিনের মধ্যেই লন্ডনের হাউনস্লোতে পৌঁছবে কুমোরটুলির শিল্পী প্রশান্ত পালের তৈরি দুর্গাপ্রতিমা ৷

এই মাতৃমূর্তিই পাড়ি দিচ্ছে লন্ডনের হাউনস্লোতে
প্রশান্ত পালের তৈরি এই মাতৃমূর্তিই পাড়ি দিচ্ছে লন্ডনের হাউনস্লোতে

লন্ডনের প্রবাসী বাঙালীদের কাছে সবচেয়ে জনপ্রিয় হাউনস্লো-এর দুর্গাপুজো । গতবছর সেদেশের সরকারের কড়াকড়িতে অর্ডার দিয়েও তা শেষ মুহূর্তে বাতিল করেন সেখানকার পুজো উদ্যোক্তারা ৷ এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পাশাপাশি সরকারি অনুমতি মেলায় ফের পুজো করার সিদ্ধান্ত নিয়েছে হাউনস্লো ।

আরও পড়ুন : Durga Puja in Kolkata : ঢাকি থেকে পুরোহিত, ভ্যাকসিন বাধ্যতামূলক আবাসনের পুজোয়

সেখানকার পুজোর একজন কর্মকর্তা সুদীপ ঘোষ জানান, গতবছর শেষ মুহূর্তে প্রতিমার অর্ডার বাতিল করতে বাধ্য হই আমরা ৷ এই পুজোতেই আমাদের সব বন্ধুদের সঙ্গে দেখা হয় ৷ সারাবছর এই দুর্গাপুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি ৷ গতবছর কোনওরকমে ঘটে পুজো করি ৷ করোনা পরিস্থিতির জেরে কারোর সঙ্গেই দেখা হয়নি ৷ এ বছর অনুমতি পেতেই কুমোরটুলিতে ঠাকুর অর্ডার দিই ৷ অপেক্ষায় আছি কবে ঠাকুর এসে পৌঁছবে ৷ এখনও সেখানে পরিস্থিতি অতটা স্বাভাবিক হয়নি তবে ছোট করে হলেও পুজোয় আনন্দ করতে চাই আমরা ৷"

প্রশান্ত পালের তৈরি মূর্তি প্রতিবছরই বিদেশে পাড়ি দেয় ৷ গতবছর একটু সমস্যা হলেও এই বছর বেশ ভালই বরাত পাচ্ছেন শিল্পী ৷ এই বিষয়ে তিনি বলেন, "গত বছরের তুলনায় এ বছর প্রতিমার বায়না হয়েছে ভাল । যদিও প্রতিমার উচ্চতা অনেকটাই কমেছে । বেশিরভাগ উদ্যোক্তারাই অল্প বাজেটে প্রতিমা তৈরি করতে বলছেন । লন্ডনের হাউনস্লো পুজো কমিটি গতবছর অর্ডার বাতিল করলেও এবছর ফের তাঁদের অর্ডারের প্রতিমা রওনা দেবে লন্ডনের উদ্দেশ্যে । যদিও প্রতিমার উচ্চতা ও আয়তন আকারে ছোট করা হয়েছে এবছর । অন্যান্য বছর প্রতিমার উচ্চতা থাকে লম্বায় চার ফুট এবং চওড়ায় 20 ফুট । সেখানে এবছর হাউনস্লোতে যাচ্ছে একচালার লম্বায় চার ফুট ও চওড়ায় সাড়ে চার ফুটের প্রতিমা ।"

তবে প্রতিমার আকার অনেকটা ছোট হলেও শিল্পী মনে করেন ক্রমশ অবস্থার উন্নতি হবে । আগামী বছর পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে বেশি অর্ডার পাওয়ার আশায় বুক বাঁধছেন তিনি ৷ আর্থিক মন্দা কেটে গিয়ে পুনরায় বড় প্রতিমার চাহিদা বাড়বে বলেই বিশ্বাস তাঁর ।

আরও পড়ুন : Belurmath Kathamo Puja : রীতি মেনে জন্মাষ্টমীতে বেলুড় মঠে দেবী দুর্গার কাঠামো পুজো হল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.