ETV Bharat / state

এবার দেশপ্রিয় পার্কে চালচিত্রে চণ্ডীপাঠ - দেশপ্রিয় পার্ক পুজো কমিটি

দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ৷ তাই এবার পুজোর বাজেটে কাটছাঁট করা হয়েছে ৷ দেশপ্রিয় পার্ক পুজো কমিটির তরফে এমনই জানানো হয়েছে ৷ এ বার দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপের থিম 'চালচিত্র' ৷ বিভিন্ন ধরনের চালচিত্র দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ ৷

দেশপ্রিয় পার্ক
author img

By

Published : Oct 4, 2019, 9:50 PM IST

Updated : Oct 5, 2019, 1:12 PM IST

কলকাতা : এ বার দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপের থিম 'চালচিত্র' ৷ বিভিন্ন ধরনের চালচিত্র দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ ৷ দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ৷ তাই এবার পুজোর বাজেটে কাটছাঁট করা হয়েছে ৷ দেশপ্রিয় পার্ক পুজো কমিটির তরফে এমনই জানানো হয়েছে ৷ বিকেল থেকেই জনজোয়ার দেশপ্রিয় পার্কের মণ্ডপে ৷

পুজো কমিটির সাংস্কৃতিক সম্পাদক রূপ কুমার বলেন, "আমাদের দেশপ্রিয় পার্কের পুজোর লোগোর নিচেই লেখা রয়েছে ঐতিহ্যের উদ্দীপনা ৷ এই ঐতিহ্য বজায় রাখার জন্য প্রত্যেক বছর আমাদের কাছে চাঁদোয়া বড় ব্যাপার ৷ চাঁদোয়া রয়েছে, পুরনো আমলের নস্টালজিক পুজোর পরিবেশ রয়েছে ৷"

দেখুন ভিডিয়ো

কেন চালচিত্রকে থিম হিসেবে বেছে নেওয়া হল? রূপ কুমার বলেন, "চালচিত্র দেওয়ার পিছনে একটাই কারণ ৷ দুর্গা মায়ের পিছনে যে চালচিত্র, সেখানে চণ্ডীপাঠ আঁকা থাকত ৷ ওই আঁকার বিষয়গুলি ছোটো আকারে থাকত ৷ মানুষ বুঝতে পারতেন না ৷ এই বিষয়গুলিকেই বড় আকারে এবার নিয়ে আসা হয়েছে আমাদের পুজো মণ্ডপে ৷ সবাই দেখতে পাবেন চণ্ডীপাঠের ছবি ৷"

কেমন ভিড় প্রত্যাশা করছেন? উদ্যোক্তা বলেন, "প্রত্যাশা শুধু আমাদের, তা নয় ৷ পুজো শুধু আমাদের, তাও নয় ৷ এটা মানুষের পুজো ৷ মানুষ আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার ৷ এই জন্য দেশপ্রিয় পার্ক কোনও প্রতিযোগিতায় নাম দেয় না ৷ দেশপ্রিয় পার্ক মনে কর, মায়ের পায়ে লক্ষ মানুষের অঞ্জলিই আসল পুরস্কার ৷" পুজোর বাজেটেও এবার কাটছাঁট করা হয়েছে ৷ রূপ কুমার বলেন, "দেশজুড়ে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা ৷ তাই কাটছাঁট করতে হচ্ছে ৷ কিছু করার নেই ৷"

কলকাতা : এ বার দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপের থিম 'চালচিত্র' ৷ বিভিন্ন ধরনের চালচিত্র দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ ৷ দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ৷ তাই এবার পুজোর বাজেটে কাটছাঁট করা হয়েছে ৷ দেশপ্রিয় পার্ক পুজো কমিটির তরফে এমনই জানানো হয়েছে ৷ বিকেল থেকেই জনজোয়ার দেশপ্রিয় পার্কের মণ্ডপে ৷

পুজো কমিটির সাংস্কৃতিক সম্পাদক রূপ কুমার বলেন, "আমাদের দেশপ্রিয় পার্কের পুজোর লোগোর নিচেই লেখা রয়েছে ঐতিহ্যের উদ্দীপনা ৷ এই ঐতিহ্য বজায় রাখার জন্য প্রত্যেক বছর আমাদের কাছে চাঁদোয়া বড় ব্যাপার ৷ চাঁদোয়া রয়েছে, পুরনো আমলের নস্টালজিক পুজোর পরিবেশ রয়েছে ৷"

দেখুন ভিডিয়ো

কেন চালচিত্রকে থিম হিসেবে বেছে নেওয়া হল? রূপ কুমার বলেন, "চালচিত্র দেওয়ার পিছনে একটাই কারণ ৷ দুর্গা মায়ের পিছনে যে চালচিত্র, সেখানে চণ্ডীপাঠ আঁকা থাকত ৷ ওই আঁকার বিষয়গুলি ছোটো আকারে থাকত ৷ মানুষ বুঝতে পারতেন না ৷ এই বিষয়গুলিকেই বড় আকারে এবার নিয়ে আসা হয়েছে আমাদের পুজো মণ্ডপে ৷ সবাই দেখতে পাবেন চণ্ডীপাঠের ছবি ৷"

কেমন ভিড় প্রত্যাশা করছেন? উদ্যোক্তা বলেন, "প্রত্যাশা শুধু আমাদের, তা নয় ৷ পুজো শুধু আমাদের, তাও নয় ৷ এটা মানুষের পুজো ৷ মানুষ আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার ৷ এই জন্য দেশপ্রিয় পার্ক কোনও প্রতিযোগিতায় নাম দেয় না ৷ দেশপ্রিয় পার্ক মনে কর, মায়ের পায়ে লক্ষ মানুষের অঞ্জলিই আসল পুরস্কার ৷" পুজোর বাজেটেও এবার কাটছাঁট করা হয়েছে ৷ রূপ কুমার বলেন, "দেশজুড়ে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা ৷ তাই কাটছাঁট করতে হচ্ছে ৷ কিছু করার নেই ৷"

Intro:কলকাতা, ৪ অক্টোবর: দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তাই এবার পুজোর বাজেট কাটছাঁট করতে হয়েছে। দেশপ্রিয় পার্কের পুজো কমিটির তরফে এমনই জানানো হয়েছে। তবে বাজেট কাটছাঁট হলেও, বিকেল শেষ হওয়ার আগেই কার্যত জনজোয়ার দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপে। বহু মানুষ অপেক্ষায় রয়েছেন এই মণ্ডপে আসবেন বলে।


Body:দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপের এবার থিম চালচিত্র। বিভিন্ন আকার, ধরনের চালচিত্র দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ। একথা জানিয়ে দেশপ্রিয় পার্কের পুজো কমিটির কালচারাল সেক্রেটারি রূপ কুমার বলেন, "আমাদের দেশপ্রিয় পার্কের পুজোর লোগোর নিচেই লেখা রয়েছে ঐতিহ্যের উদ্দীপনা। এই ঐতিহ্য বজায় রাখার জন্য প্রত্যেক বছর আমাদের কাছে চাঁদোয়া বড় ব্যাপার। চাঁদোয়া রয়েছে, নস্টালজিক পুজোর পরিবেশ রয়েছে। এ কথা জানিয়ে এই পুজো কমিটির কালচারাল সেক্রেটারি বলেন, "কেন এই চালচিত্র? চালচিত্র দেওয়ার পিছনে একটাই কারণ, দুর্গামায়ের পিছনে যে চালচিত্র, সেখানে চণ্ডীপাঠ আঁকা থাকত। ওই আঁকার বিষয়গুলি ছোট আকারে থাকত। মানুষ বুঝতে পারতেন না। এই বিষয়গুলি বড় আকারে এবার নিয়ে আসা হয়েছে আমাদের পুজোমণ্ডপে। সবাই দেখতে পাবেন চণ্ডীপাঠ।"



Conclusion:কেমন ভিড় প্রত্যাশা করছেন? রূপকুমার বলেন, "প্রত্যাশা শুধু আমাদের, তা নয়। পুজো শুধু আমাদের, তা নয়। এটা মানুষের পুজো। মানুষ আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার। এই জন্য দেশপ্রিয় পার্ক হয়তো কোন পুরস্কারের প্রতিযোগিতায় নাম দেয় না। তার একটাই কারণ, দেশপ্রিয় পার্ক মনে করে, মায়ের পায়ে অর্পণ হোক লক্ষ মানুষের অঞ্জলি। মানুষের অঞ্জলি চলা দেশপ্রিয় পার্কের পুজো সম্ভব নয়।" পুজোর বাজেট এবার কাটছাঁট করা হয়েছে? তিনি বলেন, "দেশজুড়ে এমন একটা অর্থনৈতিক অবস্থা চলছে। এখানে আর কোনও রাস্তা নেই, মানুষকে কাটছাঁট করতে হচ্ছে। এই অনুযায়ী আমাদের বাজেট অনেকটাই কমাতে হয়েছে। কিছু করার নেই। কারণ, অর্থনৈতিকভাবে দেশের অবস্থা খুবই খারাপ।"
_______



wb_kol_01a_deshapriya_park_puja_parikrama_vis_7203421

wb_kol_01b_deshapriya_park_puja_parikrama_bite_7203421

wb_kol_01c_deshapriya_park_puja_parikrama_bite_7203421
কালচারাল সেক্রেটারি রূপ কুমারের বক্তব্য

wb_kol_01d_deshapriya_park_puja_parikrama_ptc_7203421
Last Updated : Oct 5, 2019, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.