টালা , 5 অক্টোবর : আজ মহাসপ্তমী ৷ রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে দুর্গাপূজা ৷ মহানগরীতে তৈরি হয়েছে একের পর এক পূজা মণ্ডপ ৷ তাদের মধ্যে ক্রমাগত চলছে সেরার সেরা হওয়ার লড়াই ৷ আর এই অবস্থায় একটু অন্যরকম ভাবনা নিয়ে মণ্ডপ তৈরি করেছে উত্তর কলকাতার টালা বারোয়ারি ৷
ব্যস্ত টালা ব্রিজের বাঁদিক ধরে 10 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন আদিবাসী গ্রামে । এই শহর কলকাতায় আদিবাসী গ্রাম । চমকে গেলেন তো? না এটা কোনও গ্রাম নয় । টালা বারোয়ারির পুজো মণ্ডপ । বলা হয় শহর কলকাতা গেটওয়ে টালা ব্রিজ । সেই কথার সুর ধরে বলা যায় সাবেক কলকাতার ভালো পুজোর শুরু টালা বারোয়ারির মাধ্যমে ।
তথাকথিত থিম থেকে একটু অন্য পথে হেঁটে নতুনভাবে খোঁজার চেষ্টা করেছেন টালা বারোয়ারি আয়োজকরা । প্রথমে খড়ের মণ্ডপ মনে হতে পারে কিন্তু আদতে তা বিরল ঘাসের তৈরির প্যান্ডেল । যা বিহার-ওড়িশা থেকে নিয়ে আসা হয়েছে । মধুবনী শিল্পকলায় আদিবাসী ছোঁয়া দেওয়ার চেষ্টা হয়েছে মণ্ডপে । প্রতিমার আঙ্গিকেও রয়েছে অন্য ভাবনার ছোঁয়া । মণ্ডপজুড়ে ধামসা-মাদলের আওয়াজ আপনাকে মাটির কাছে পৌঁছে দেবে । তাই নতুনের স্বাদ পেতে আসতেই হবে টালা বারোয়ারিতে ।