ETV Bharat / state

মধুবনী কাজে নতুনের খোঁজে টালা বারোয়ারি - টালা বারোয়ারী

আজ মহাসপ্তমী ৷ রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে দুর্গাপূজা ৷ মহানগরীতে তৈরি হয়েছে একের পর এক পূজা মণ্ডপ ৷ তাদের মধ্যে ক্রমাগত চলছে সেরার সেরা হওয়ার লড়াই ৷ আর এই অবস্থায় একটু অন্যরকম ভাবনা নিয়ে মণ্ডপ তৈরি করেছে উত্তর কলকাতার টালা বারোয়ারি ৷

ছবি
author img

By

Published : Oct 5, 2019, 10:04 PM IST

টালা , 5 অক্টোবর : আজ মহাসপ্তমী ৷ রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে দুর্গাপূজা ৷ মহানগরীতে তৈরি হয়েছে একের পর এক পূজা মণ্ডপ ৷ তাদের মধ্যে ক্রমাগত চলছে সেরার সেরা হওয়ার লড়াই ৷ আর এই অবস্থায় একটু অন্যরকম ভাবনা নিয়ে মণ্ডপ তৈরি করেছে উত্তর কলকাতার টালা বারোয়ারি ৷

ব্যস্ত টালা ব্রিজের বাঁদিক ধরে 10 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন আদিবাসী গ্রামে । এই শহর কলকাতায় আদিবাসী গ্রাম । চমকে গেলেন তো? না এটা কোনও গ্রাম নয় । টালা বারোয়ারির পুজো মণ্ডপ । বলা হয় শহর কলকাতা গেটওয়ে টালা ব্রিজ । সেই কথার সুর ধরে বলা যায় সাবেক কলকাতার ভালো পুজোর শুরু টালা বারোয়ারির মাধ্যমে ।

তথাকথিত থিম থেকে একটু অন্য পথে হেঁটে নতুনভাবে খোঁজার চেষ্টা করেছেন টালা বারোয়ারি আয়োজকরা । প্রথমে খড়ের মণ্ডপ মনে হতে পারে কিন্তু আদতে তা বিরল ঘাসের তৈরির প্যান্ডেল । যা বিহার-ওড়িশা থেকে নিয়ে আসা হয়েছে । মধুবনী শিল্পকলায় আদিবাসী ছোঁয়া দেওয়ার চেষ্টা হয়েছে মণ্ডপে । প্রতিমার আঙ্গিকেও রয়েছে অন্য ভাবনার ছোঁয়া । মণ্ডপজুড়ে ধামসা-মাদলের আওয়াজ আপনাকে মাটির কাছে পৌঁছে দেবে । তাই নতুনের স্বাদ পেতে আসতেই হবে টালা বারোয়ারিতে ।

টালা , 5 অক্টোবর : আজ মহাসপ্তমী ৷ রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে দুর্গাপূজা ৷ মহানগরীতে তৈরি হয়েছে একের পর এক পূজা মণ্ডপ ৷ তাদের মধ্যে ক্রমাগত চলছে সেরার সেরা হওয়ার লড়াই ৷ আর এই অবস্থায় একটু অন্যরকম ভাবনা নিয়ে মণ্ডপ তৈরি করেছে উত্তর কলকাতার টালা বারোয়ারি ৷

ব্যস্ত টালা ব্রিজের বাঁদিক ধরে 10 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন আদিবাসী গ্রামে । এই শহর কলকাতায় আদিবাসী গ্রাম । চমকে গেলেন তো? না এটা কোনও গ্রাম নয় । টালা বারোয়ারির পুজো মণ্ডপ । বলা হয় শহর কলকাতা গেটওয়ে টালা ব্রিজ । সেই কথার সুর ধরে বলা যায় সাবেক কলকাতার ভালো পুজোর শুরু টালা বারোয়ারির মাধ্যমে ।

তথাকথিত থিম থেকে একটু অন্য পথে হেঁটে নতুনভাবে খোঁজার চেষ্টা করেছেন টালা বারোয়ারি আয়োজকরা । প্রথমে খড়ের মণ্ডপ মনে হতে পারে কিন্তু আদতে তা বিরল ঘাসের তৈরির প্যান্ডেল । যা বিহার-ওড়িশা থেকে নিয়ে আসা হয়েছে । মধুবনী শিল্পকলায় আদিবাসী ছোঁয়া দেওয়ার চেষ্টা হয়েছে মণ্ডপে । প্রতিমার আঙ্গিকেও রয়েছে অন্য ভাবনার ছোঁয়া । মণ্ডপজুড়ে ধামসা-মাদলের আওয়াজ আপনাকে মাটির কাছে পৌঁছে দেবে । তাই নতুনের স্বাদ পেতে আসতেই হবে টালা বারোয়ারিতে ।

Intro:ব্যস্ত টালা ব্রিজের পরিয়ে বাদিক ধরে মিনিট দশেক হাটলে আপনি পৌছে যাবেন আদিবাসী গ্রামে। শহর কলকাতায় আদিবাসী গ্রাম। চমকে গেলেন তো। না না এটা কোনও গ্রাম নয়। টালা বারোয়ারির পূজো প্যান্ডেল। বলা হয় শহর কলকাতা গেটওয়ে টালা ব্রিজ। সেই কথার সুর ধরে বলা যায় সাবেক কলকাতার ভালো পূজার শুরু টালা বারোয়ারি। তথাকথিত থিম থেকে একটু অন্য পথে হেটে নতুনভাবে খোঁজার চেষ্টা করেছেন টালা বারোয়ারি আয়োজকরা। প্রথমে খড়ের প্যান্ডেল মনে হতে পারে কিন্তু আদতে তা বিরল ঘাসের তৈরির প্যান্ডেল। যা বিহার ওড়িশা থেকে নিয়ে আসা হয়েছে। সেখান কার মধুবনী শিল্পকলায় আদিবাসী ছোয়া দেওয়ার চেষ্টা হয়েছে।প্রতিমার আঙ্গিকেও অন্য ভাবনার ছোয়া। মন্ডপ জুড়ে ধামসা মাদলের দ্রিদিম আপনাকে মাটির কাছে পৌছে দেবে। তাই নতুনের স্বাদ পেতে আসতেই হবে টালা বারোয়ারি তে।


Body:টালা


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.