ETV Bharat / state

দমদম পার্ক ভারতচক্রের থিম মূর্ত-বিমূর্ত - Durga puja 2019

অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার ছোঁয়া মিলবে দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপে ।

ভারত চক্র
author img

By

Published : Oct 7, 2019, 2:36 PM IST

Updated : Oct 7, 2019, 2:48 PM IST

দমদম , 7 অক্টোবর : অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার ছোঁয়া মিলবে দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপে । শিল্পী পূর্ণেন্দু দে-র ভাবনায় এইবারের থিম মূর্ত-বিমূর্ত । মণ্ডপের সামনে গেলেই প্রথমে চোখে পড়বে এক বিশালাকৃতি বই । সেখানে বিখ্যাত মানুষের বিভিন্ন উক্তি । সারি সারি বইয়ের পাতায় মুড়ে দেওয়া হয়েছে মণ্ডপের ভেতরের অংশ । সঙ্গে রয়েছে বিভিন্ন জীবজন্তুর ছবি । বিভিন্ন ধর্মের প্রতীক ।

দেখুন ভিডিয়ো

উদ্যোক্তারা জানিয়েছেন, অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে নিয়ে যায় শব্দ ও বইয়ের সমাহার । যা আমরা বুঝতে পারি তাই হল মূর্ত , না-বোঝা বিমূর্ত । মণ্ডপের অনেকটা অংশ কাগজের তৈরি ।

এ বছর 19 তম বর্ষে পা দিল ভারতচক্রের পুজো । প্রতিমা তৈরি করেছেন অরূপ কর, আলোকসজ্জায় দেবব্রত মাইতি ও আবহ সংগীতে জয় সরকার ।

দমদম , 7 অক্টোবর : অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার ছোঁয়া মিলবে দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপে । শিল্পী পূর্ণেন্দু দে-র ভাবনায় এইবারের থিম মূর্ত-বিমূর্ত । মণ্ডপের সামনে গেলেই প্রথমে চোখে পড়বে এক বিশালাকৃতি বই । সেখানে বিখ্যাত মানুষের বিভিন্ন উক্তি । সারি সারি বইয়ের পাতায় মুড়ে দেওয়া হয়েছে মণ্ডপের ভেতরের অংশ । সঙ্গে রয়েছে বিভিন্ন জীবজন্তুর ছবি । বিভিন্ন ধর্মের প্রতীক ।

দেখুন ভিডিয়ো

উদ্যোক্তারা জানিয়েছেন, অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে নিয়ে যায় শব্দ ও বইয়ের সমাহার । যা আমরা বুঝতে পারি তাই হল মূর্ত , না-বোঝা বিমূর্ত । মণ্ডপের অনেকটা অংশ কাগজের তৈরি ।

এ বছর 19 তম বর্ষে পা দিল ভারতচক্রের পুজো । প্রতিমা তৈরি করেছেন অরূপ কর, আলোকসজ্জায় দেবব্রত মাইতি ও আবহ সংগীতে জয় সরকার ।

Intro:দমদম, ৬অক্টোবর: অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার ছোয়া মিলবে দমদম পার্ক ভারত চক্রের মণ্ডপে। শিল্পী পূর্ণেন্দু দের ভাবনায় এইবারের থিম মূর্ত বিমূর্ত। মণ্ডপে সামনে এক বিশালাকৃতি বই। মূল মণ্ডপের সামনে বিখ্যাত মানুষের বিভিন্ন উক্তি। আসুন এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করে। সারি সারি বইয়ের পাতা জোড়া মণ্ডপের ভেতরে । রয়েছে বিভিন্ন জীব জন্তুর ছবি। বিভিন্ন ধর্মের প্রতীক। এককথায় জীবনের সমস্ত স্তর থেকেই মানুষ জ্ঞান আহরণ করতে পারে বোঝাতে চেয়েছেন শিল্পী পূর্ণেন্দু দে।




Body:উদ্যোক্তারা জানিয়েছেন বিমূর্ততা অর্থাৎ অজ্ঞানতা থেকে মূর্ততা জ্ঞানের দিকে এগিয়ে নিয়ে যায় শব্দ ও বইয়ের সমাহার। যা আমরা বুঝতে পারি তাই হল মূর্ত না বোঝা বিমূর্ত। দুর্গা মূর্তি রূপে পূজিত হওয়ার আগে কয়েক শতক একটা ত্রিভুজ আকৃতি প্রতীক হিসেবে। লক্ষী সরস্বতী পুজোয় আজও বিভিন্ন প্রতীক হিসেবে পঞ্চভূতের আহবান করা হয়। অনেকে পুজো করেন কিন্তু এসব অনেকেই বিমূর্ত অর্থাৎ অজানা। দমদম পার্ক ভারত চক্রের গোটা প্যান্ডেল কাগজের তৈরি।

এবার 19 তম বর্ষে পা দিল ভারত চক্র। এই ক্লাবের পুজো দমদমের পুজো মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন। কয়েক মিনিটের প্যান্ডেল দর্শনে গুরুগম্ভীর থিম বোঝা কষ্টসাধ্য হলেও দৃষ্টিনন্দন প্যান্ডেল ও প্রতিমা সকলের খুব ভাল লেগেছে। রাতে নানা রঙের আলোক সজ্জা, আবহ সংগীতের একটা কমপ্লিট প্যাকেজ দমদম পার্ক ভারত চক্র। এবারের প্রতিমা সজ্জায় রয়েছেন অরূপ কর, আলোক সজ্জায় দেবব্রত মাইতি ও আবহ সংগীতে জয় সরকার। গতবারের থিম ছিল ঘরে ও বাইরে।



Conclusion:
Last Updated : Oct 7, 2019, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.