দমদম , 7 অক্টোবর : অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার ছোঁয়া মিলবে দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপে । শিল্পী পূর্ণেন্দু দে-র ভাবনায় এইবারের থিম মূর্ত-বিমূর্ত । মণ্ডপের সামনে গেলেই প্রথমে চোখে পড়বে এক বিশালাকৃতি বই । সেখানে বিখ্যাত মানুষের বিভিন্ন উক্তি । সারি সারি বইয়ের পাতায় মুড়ে দেওয়া হয়েছে মণ্ডপের ভেতরের অংশ । সঙ্গে রয়েছে বিভিন্ন জীবজন্তুর ছবি । বিভিন্ন ধর্মের প্রতীক ।
উদ্যোক্তারা জানিয়েছেন, অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে নিয়ে যায় শব্দ ও বইয়ের সমাহার । যা আমরা বুঝতে পারি তাই হল মূর্ত , না-বোঝা বিমূর্ত । মণ্ডপের অনেকটা অংশ কাগজের তৈরি ।
এ বছর 19 তম বর্ষে পা দিল ভারতচক্রের পুজো । প্রতিমা তৈরি করেছেন অরূপ কর, আলোকসজ্জায় দেবব্রত মাইতি ও আবহ সংগীতে জয় সরকার ।