কলকাতা, 29 নভেম্বর : এক টানা প্রায় সাড়ে সাত মাস পর আবার শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা । তবে যাত্রীদের সুবিধার জন্য প্রথমে শ্রমিক স্পেশাল ও তারপর স্পেশাল ট্রেন চালাবার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ । এরপর শুরু হয়ে ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনও । এবার তাই যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের তরফে বেশ কয়েকটি ফেস্টিভ্যাল স্পেশালের মেয়াদ বাড়ানো হল ।
এক নজরে ট্রেনগুলির তালিকা :
*02323/02324 হাওড়া বারমেঢ় হাওড়া সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি ডানকুনি দিয়ে যাতায়াত করবে । 02323 ট্রেনটি হাওড়া থেকে 4, 11, 18 ও 25 ডিসেম্বর ছাড়বে । 02324 ট্রেনটি বারমেঢ় থেকে 9,16,23 ও 30 নভেম্বর ছাড়বে ।
*02331/02332 হাওড়া জম্মু তাওয়াই হাওড়া সুপারফাস্ট স্পেশাল ডানকুনি দিয়ে যাতায়াত করবে । 02331 হাওড়া থেকে 1, 4, 5, 8, 11, 12, 15, 18, 19, 22, 25, 26 ও 29 ডিসেম্বর ছাড়বে ।
02332 জম্মু তাওয়াই থেকে 3, 6, 7, 10, 13, 14, 17, 20, 21, 24, 27, 28 ও 31 ডিসেম্বর ছাড়বে ।
*03019/03020 হাওড়া কাঠগুদাম 3 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি 2021 পর্যন্ত যাতায়াত করবে ।
*03021/03022 হাওড়া রাকসৌল হাওড়া স্পেশালটি ব্যান্ডেল হয়ে যাতায়াত করবে । 03021 ট্রেনটি হাওড়া থেকে 1 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যাতায়াত করবে । 03022 রাকসৌল থেকে 2 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2021 পর্যন্ত যাতায়াত করবে ।
*03173 শিয়ালদা আগরতলা শিয়ালদহ থেকে ট্রেনটি 1,3,4,6, 8,10, 11, 13, 15, 17,18, 20, 22, 24 ,25, 27,29 ও 31 ডিসেম্বর ছাড়বে । 03174 আগরতলা শিয়ালদা আগরতলা থেকে ট্রেনটি 3,5,6,8,10,12,13,15,17,19, 20, 22, 24,26,27,29, 31 ডিসেম্বর ও 2 জানুয়ারি 2021 ছাড়বে ।
*03175 শিয়ালদা শিলচর স্পেশাল শিয়ালদহ থেকে ট্রেন টিকিট 2,5,7,9,12, 14,16,19,21,23,26, 28 ও 31 ডিসেম্বর ছাড়বে ।
*03176 শিলচর শিয়ালদা স্পেশাল ট্রেনটি শিলচর থেকে ট্রেনটি 4,7,9,11,14, 16, 18 , 21, 23, 25, 28, 30 ও 1 জানুয়ারি 2021 পর্যন্ত যাতায়াত করবে।
*03141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার শিয়ালদা স্পেশাল ট্রেনটি নৈহাটি দিয়ে যাতায়াত করবে । ট্রেনটি প্রতিদিন শিয়ালদহ থেকে 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যাতায়াত করবে ।
*03142 নিউ আলিপুরদুয়ার থেকে ট্রেনটি 2 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2021 পর্যন্ত যাতায়াত করবে । ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে 2 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি কুড়ি একুশ প্রতিদিন যাতায়াত করবে ।
*03185 শিয়ালদা জয়নগর শিয়ালদা স্পেশাল ট্রেনটি নৈহাটি হয়ে যাতায়াত করবে । ট্রেনটি শিয়ালদা থেকে 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে ।
*03186 শিয়ালদা জয়নগর শিয়ালদা স্পেশাল ট্রেনটি নৈহাটি হয়ে যাতায়াত করবে । ট্রেনটি জয়নগর থেকে 2 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2021 পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে ।
*02343 শিয়ালদা নিউ জলপাইগুড়ি শিয়ালদা সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি ডানকুনি হয়ে যাতায়াত করবে । ট্রেনটি শিয়ালদা থেকে 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যাতায়াত করবে ।
*02344 ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে 2 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2021 পর্যন্ত যাতায়াত করবে ।