ETV Bharat / state

West Bengal Weather Update: সিত্রাংয়ের জেরে আজও বৃষ্টির সম্ভাবনা, হেমন্তের বঙ্গে শীত শীত - due to sitrang light winter feeling in bengal

বাংলাদেশে আছড়ে পড়েছে সিত্রাং ৷ তবে তার প্রভাবে আজও বঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস(West Bengal Weather Update)৷

Etv Bharat
বঙ্গে বৃষ্টির পূর্বাভাস
author img

By

Published : Oct 25, 2022, 6:51 AM IST

Updated : Oct 25, 2022, 6:59 AM IST

কলকাতা, 25 অক্টোবর: তিনকোনা এবং সন্দীপ দ্বীপের মধ্যে সিত্রাং আছড়ে পড়ায় দুর্যোগ ধেয়ে এল বাংলাদেশ উপকূলে । তবে দুর্যোগ ওপারে হলেও তার প্রভাব পড়ল বঙ্গেও ৷ সুন্দরবন সংলগ্ন অঞ্চল, ঘোড়ামারা দ্বীপ, হিঙ্গলগঞ্জ ও বকখালিতে সিত্রাংয়ের প্রভাব যথেষ্ট(Sitrang Effect in West Bengal)। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোও প্রভাব মুক্ত নয় । ঝোড়ো হাওয়ায় সিত্রাংয়ের ঝাপটায় আলোর উৎসবে বেশ ভুগেছে বঙ্গ ৷

সিত্রাংয়ের গতিবিধি নিয়ে আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, সিত্রাংয়ের তেজ কমে সবকিছু মঙ্গলবার বেলায় স্বাভাবিক হবে ৷ সিত্রাং উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর থেকে অগ্রসর হয়ে মধ্যরাতে বাংলাদেশের উপকূল সংলগ্ন তিনকোনা এবং সন্দীপ দ্বীপে আছড়ে পড়েছে । এর আগে গঙ্গাসাগর থেকে 380 কিলোমিটার ও বাংলাদেশের বরিশাল থেকে 520 কিমি দূরে অবস্থান করছিল । পূর্বাভাস ছিল এই ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে ।

বঙ্গে সিত্রাংয়ের প্রভাব সম্পর্কে জানালেন আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

এই ঘূর্ণিঝড়টি 12 ঘণ্টা পরে আরও শক্তি বাড়িয়ে উত্তর-পূর্ব দিকে যাওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস । বাংলাদেশের তিনকোনা ও সন্দীপ দ্বীপের মাঝে বরিশাল দিয়ে স্থলভাগে প্রবেশ করার প্রভাবে মঙ্গলবার ভোর থেকে দক্ষিণবঙ্গের সব জায়গায় মাঝারি বৃষ্টি হচ্ছে । উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলের দু'এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস রয়েছে ৷ কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টি হবে ।

আরও পড়ুন : সিত্রাং নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী, বেশি ঝড়-বৃষ্টিতে বাইরে না-বেরনোর পরামর্শ

মঙ্গলবার সকাল পর্যন্ত দুই 24 পরগনায় ভারী বৃষ্টি হবে । মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দুই 24 পরগনায় ঘণ্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে । আচমকা দমকা বাতাসের বেগ ঘণ্টায় 70 কিমিও হতে পারে এবং সন্ধ্যায় ও রাত্রে তা ঘণ্টায় 70 থেকে 90 কিমি বেগেও বইতে পারে ৷

কলকাতা, হাওড়া ও হুগলিতে মঙ্গলবার 30 থেকে 40 কিমি বেগে হাওয়া বইবে ৷ পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় 40 থেকে 50 কিমি বেগে হাওয়া বইবে । এই হাওয়ার গতি বেলার দিকে কমে যাবে । মৎস্যজীবীদের সমুদ্র যেতে আজও নিষেধ করা হয়েছে । পর্যটকদের সমুদ্র সৈকতে নামতে বারণ করা হয়েছে । সুন্দরবনের ফেরি সার্ভিস বন্ধ রাখতে বলা হয়েছে । বন্ধ হয়ে গিয়েছে সুন্দরবন এবং তার আশপাশের এলাকার সমস্ত পর্যটন কেন্দ্র ।

ইতিমধ্যেই হাওয়ায় শিরশিরে ঠাণ্ডার অনুভূতি বেশ মালুম হচ্ছে(Due to Sitrang Rain Possibility in South Bengal)। যদিও আবহাওয়াবিদরা বলছেন, ঝড় না এলেও হেমন্তের আগমন ধাক্কা খেয়েছে । এপার বাংলা থেকে ঝড়ের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝা । তবে যাই হোক না কেন পারদ অনেকটাই নিম্নমুখী । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 7 ডিগ্রি কম । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 91 শতাংশ । মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : গ্রহের অবস্থান অনুযায়ী আর্থিক লাভের মুখ দেখবেন কারা ? জানুন রাশিফলে

কলকাতা, 25 অক্টোবর: তিনকোনা এবং সন্দীপ দ্বীপের মধ্যে সিত্রাং আছড়ে পড়ায় দুর্যোগ ধেয়ে এল বাংলাদেশ উপকূলে । তবে দুর্যোগ ওপারে হলেও তার প্রভাব পড়ল বঙ্গেও ৷ সুন্দরবন সংলগ্ন অঞ্চল, ঘোড়ামারা দ্বীপ, হিঙ্গলগঞ্জ ও বকখালিতে সিত্রাংয়ের প্রভাব যথেষ্ট(Sitrang Effect in West Bengal)। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোও প্রভাব মুক্ত নয় । ঝোড়ো হাওয়ায় সিত্রাংয়ের ঝাপটায় আলোর উৎসবে বেশ ভুগেছে বঙ্গ ৷

সিত্রাংয়ের গতিবিধি নিয়ে আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, সিত্রাংয়ের তেজ কমে সবকিছু মঙ্গলবার বেলায় স্বাভাবিক হবে ৷ সিত্রাং উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর থেকে অগ্রসর হয়ে মধ্যরাতে বাংলাদেশের উপকূল সংলগ্ন তিনকোনা এবং সন্দীপ দ্বীপে আছড়ে পড়েছে । এর আগে গঙ্গাসাগর থেকে 380 কিলোমিটার ও বাংলাদেশের বরিশাল থেকে 520 কিমি দূরে অবস্থান করছিল । পূর্বাভাস ছিল এই ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে ।

বঙ্গে সিত্রাংয়ের প্রভাব সম্পর্কে জানালেন আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

এই ঘূর্ণিঝড়টি 12 ঘণ্টা পরে আরও শক্তি বাড়িয়ে উত্তর-পূর্ব দিকে যাওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস । বাংলাদেশের তিনকোনা ও সন্দীপ দ্বীপের মাঝে বরিশাল দিয়ে স্থলভাগে প্রবেশ করার প্রভাবে মঙ্গলবার ভোর থেকে দক্ষিণবঙ্গের সব জায়গায় মাঝারি বৃষ্টি হচ্ছে । উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলের দু'এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস রয়েছে ৷ কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টি হবে ।

আরও পড়ুন : সিত্রাং নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী, বেশি ঝড়-বৃষ্টিতে বাইরে না-বেরনোর পরামর্শ

মঙ্গলবার সকাল পর্যন্ত দুই 24 পরগনায় ভারী বৃষ্টি হবে । মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দুই 24 পরগনায় ঘণ্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে । আচমকা দমকা বাতাসের বেগ ঘণ্টায় 70 কিমিও হতে পারে এবং সন্ধ্যায় ও রাত্রে তা ঘণ্টায় 70 থেকে 90 কিমি বেগেও বইতে পারে ৷

কলকাতা, হাওড়া ও হুগলিতে মঙ্গলবার 30 থেকে 40 কিমি বেগে হাওয়া বইবে ৷ পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় 40 থেকে 50 কিমি বেগে হাওয়া বইবে । এই হাওয়ার গতি বেলার দিকে কমে যাবে । মৎস্যজীবীদের সমুদ্র যেতে আজও নিষেধ করা হয়েছে । পর্যটকদের সমুদ্র সৈকতে নামতে বারণ করা হয়েছে । সুন্দরবনের ফেরি সার্ভিস বন্ধ রাখতে বলা হয়েছে । বন্ধ হয়ে গিয়েছে সুন্দরবন এবং তার আশপাশের এলাকার সমস্ত পর্যটন কেন্দ্র ।

ইতিমধ্যেই হাওয়ায় শিরশিরে ঠাণ্ডার অনুভূতি বেশ মালুম হচ্ছে(Due to Sitrang Rain Possibility in South Bengal)। যদিও আবহাওয়াবিদরা বলছেন, ঝড় না এলেও হেমন্তের আগমন ধাক্কা খেয়েছে । এপার বাংলা থেকে ঝড়ের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝা । তবে যাই হোক না কেন পারদ অনেকটাই নিম্নমুখী । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 7 ডিগ্রি কম । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 91 শতাংশ । মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : গ্রহের অবস্থান অনুযায়ী আর্থিক লাভের মুখ দেখবেন কারা ? জানুন রাশিফলে

Last Updated : Oct 25, 2022, 6:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.