ETV Bharat / state

Budget Session in Assembly : বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপির, ভাষণের প্রথম ও শেষ লাইন পড়লেন রাজ্যপাল - due to protest of bjp mlas in assembly governor jagdeep dhankhar have not started his speech yet

বিজেপি বিধায়কদের প্রবল বিক্ষোভের জেরে বাজেট অধিবেশনের সূচনায় নির্দিষ্ট সময়ে ভাষণই শুরু করতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷

Budget Session in WB Assembly
বিধানসভায় বিক্ষোভ বিজেপির, ভাষণ শুরু করতে পারলেন না রাজ্যপাল
author img

By

Published : Mar 7, 2022, 2:36 PM IST

Updated : Mar 7, 2022, 3:25 PM IST

কলকাতা, 7 মার্চ : সোমবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিধানসভা ৷ বিজেপি বিধায়কদের প্রবল বিক্ষোভের জেরে বাজেট অধিবেশনের সূচনায় নির্দিষ্ট সময়ে ভাষণই শুরু করতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷ মুখ্যমন্ত্রী ও স্পিকারের অনুরোধ সত্ত্বেও বিক্ষোভের মাঝে বিধানসভায় ভাষণ শুরু করতে রাজি হননি রাজ্যপাল ৷ পরে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর লিখিত ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে বিধানসভা ছাড়েন রাজ্যপাল ৷

রাজ্যে পৌরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন বিধানসভার ওয়েলে নেমে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা ৷ এই ঘটনায় হকচকিয়ে যান বিধানসভায় উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যপাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন ৷ কিন্তু তারপরেও কাজ হয়নি ৷ স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করাও ৷ রাজ্যপাল কথা বলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ৷ বিক্ষোভের মাঝেই রাজ্যপালকে তাঁরা অনুরোধ করেন, রীতি মেনে নিয়ম রক্ষার ভাষণ পড়তে ৷ কিন্তু রাজ্যপাল তাতে রাজি হননি প্রথমে ৷ তিনি জানান, বিক্ষোভ না থামলে তিনি ভাষণ দেবেন না ৷

আরও পড়ুন : ধাক্কা আলাপনের, দিল্লি হাইকোর্টে ক্যাটের বিরুদ্ধে মামলা খারিজ

এর প্রতিবাদে পাল্টা বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল বিধায়করাও ৷ তাঁদের দাবি, ভাষণ না পড়ে রাজ্যপাল অধিবেশন কক্ষ ছাড়তে পারবেন না ৷ মুখ্যমন্ত্রী ও তৃণমূল বিধায়কদের অনুরোধে পরে দুপুর তিনটে নাগাদ ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে বিধানসভা ছাড়েন রাজ্যপাল ৷

কলকাতা, 7 মার্চ : সোমবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিধানসভা ৷ বিজেপি বিধায়কদের প্রবল বিক্ষোভের জেরে বাজেট অধিবেশনের সূচনায় নির্দিষ্ট সময়ে ভাষণই শুরু করতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷ মুখ্যমন্ত্রী ও স্পিকারের অনুরোধ সত্ত্বেও বিক্ষোভের মাঝে বিধানসভায় ভাষণ শুরু করতে রাজি হননি রাজ্যপাল ৷ পরে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর লিখিত ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে বিধানসভা ছাড়েন রাজ্যপাল ৷

রাজ্যে পৌরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন বিধানসভার ওয়েলে নেমে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা ৷ এই ঘটনায় হকচকিয়ে যান বিধানসভায় উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যপাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন ৷ কিন্তু তারপরেও কাজ হয়নি ৷ স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করাও ৷ রাজ্যপাল কথা বলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ৷ বিক্ষোভের মাঝেই রাজ্যপালকে তাঁরা অনুরোধ করেন, রীতি মেনে নিয়ম রক্ষার ভাষণ পড়তে ৷ কিন্তু রাজ্যপাল তাতে রাজি হননি প্রথমে ৷ তিনি জানান, বিক্ষোভ না থামলে তিনি ভাষণ দেবেন না ৷

আরও পড়ুন : ধাক্কা আলাপনের, দিল্লি হাইকোর্টে ক্যাটের বিরুদ্ধে মামলা খারিজ

এর প্রতিবাদে পাল্টা বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল বিধায়করাও ৷ তাঁদের দাবি, ভাষণ না পড়ে রাজ্যপাল অধিবেশন কক্ষ ছাড়তে পারবেন না ৷ মুখ্যমন্ত্রী ও তৃণমূল বিধায়কদের অনুরোধে পরে দুপুর তিনটে নাগাদ ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে বিধানসভা ছাড়েন রাজ্যপাল ৷

Last Updated : Mar 7, 2022, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.