কলকাতা, 7 মার্চ : সোমবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিধানসভা ৷ বিজেপি বিধায়কদের প্রবল বিক্ষোভের জেরে বাজেট অধিবেশনের সূচনায় নির্দিষ্ট সময়ে ভাষণই শুরু করতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷ মুখ্যমন্ত্রী ও স্পিকারের অনুরোধ সত্ত্বেও বিক্ষোভের মাঝে বিধানসভায় ভাষণ শুরু করতে রাজি হননি রাজ্যপাল ৷ পরে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর লিখিত ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে বিধানসভা ছাড়েন রাজ্যপাল ৷
রাজ্যে পৌরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন বিধানসভার ওয়েলে নেমে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা ৷ এই ঘটনায় হকচকিয়ে যান বিধানসভায় উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যপাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন ৷ কিন্তু তারপরেও কাজ হয়নি ৷ স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করাও ৷ রাজ্যপাল কথা বলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ৷ বিক্ষোভের মাঝেই রাজ্যপালকে তাঁরা অনুরোধ করেন, রীতি মেনে নিয়ম রক্ষার ভাষণ পড়তে ৷ কিন্তু রাজ্যপাল তাতে রাজি হননি প্রথমে ৷ তিনি জানান, বিক্ষোভ না থামলে তিনি ভাষণ দেবেন না ৷
আরও পড়ুন : ধাক্কা আলাপনের, দিল্লি হাইকোর্টে ক্যাটের বিরুদ্ধে মামলা খারিজ
এর প্রতিবাদে পাল্টা বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল বিধায়করাও ৷ তাঁদের দাবি, ভাষণ না পড়ে রাজ্যপাল অধিবেশন কক্ষ ছাড়তে পারবেন না ৷ মুখ্যমন্ত্রী ও তৃণমূল বিধায়কদের অনুরোধে পরে দুপুর তিনটে নাগাদ ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে বিধানসভা ছাড়েন রাজ্যপাল ৷