কলকাতা, 4 জুলাই: এবার পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ভরা বর্ষায় । যেকোনও সময় বৃষ্টি হতে পারে ৷ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না মিললেও ইতিমধ্যেই উত্তরবঙ্গে শনিবার অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের দিন ভারী বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । আর এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে ভোটের দিন দফতরের কর্মী এবং আধিকারিকদের ছুটি বাতিল করল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থা । ওইদিন যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ সংক্রান্ত যেকোনও সমস্যা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে দফতরের কর্মীদের ।
ইতিমধ্যেই দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ তাতে উল্লেখ করা হয়েছে, রিজিওনাল ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার, সহকারী ইঞ্জিনিয়ার, কাস্টমার কেয়ার কেন্দ্র, স্টেশন ম্যানেজাররা ভোটের দু'দিন সকল থেকেই কর্মস্থলে উপস্থিত থাকতে হবে । এক্ষেত্রে নির্বাচনের দিন এবং পরের দিনের ক্ষেত্রেও এই নির্দেশ বহাল থাকবে । যাতে যে কোনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করা যায় ৷ ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বিদ্যুত্ বণ্টন সংস্থার টেকনিশিয়ানদের এই দু’দিন সব সময় হাজির থাকতে হবে অফিসে । একইসঙ্গে বিদ্যুতের কাজে ব্যবহৃত গাড়ি গুলিকেও তৈরি রাখতে হবে বলে নির্দেশে বলা হয়েছে । যাতে বিদ্যুৎ বিভ্রাটের হলে বা কোনওরকম বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারেন কর্মীরা ৷
আরও পডু়ন: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, পঞ্চায়েত ভোটের জন্য 6 জুলাই থেকে বন্ধ থাকবে দোকান
যদিও এদিন বিদ্যুৎ দফতরের এই নির্দেশিকা প্রসঙ্গেই দফতরের এক আধিকারিক বলেন, "এবার পঞ্চায়েত নির্বাচনের জন্য শুধু নয় যে কোনও নির্বাচনের সময় এই ধরনের নির্দেশিকা দেওয়া হয় । এক্ষেত্রে যেখানে যেখানে পঞ্চায়েত ভোট রয়েছে, সেই এলাকাগুলি এবং 24 ঘণ্টার গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিকেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে । একই সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় যাতে সমস্যার সমাধান করা যায় তার জন্য মোবাইল ইউনিট ও টেকনিশিয়ানদেরও প্রস্তুত রাখা হয়েছে ।"