একবালপুর, 31 জানুয়ারি : গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় তা দেখতে আসেন এক মেকানিক ৷ চলছিল মেরামতির কাজ ৷ সেই সময় সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হলেন চারজন (Gas Cylinder Blast News) । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে একবালপুর থানায় এলাকায় । জানা গিয়েছে, এই ঘটনায় মা সুলতানা বেগম-সহ এক ছেলে ফৈজান আহমেদ ও দুই মেয়ে নাসিফা বেগম ও মেহেরুন্নেসা গুরুতর আহত হন ৷ তাঁদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে । এর পাশাপাশি এই ঘটনায় আহত হন গ্যাস সিলিন্ডার সারাতে আসা মেকানিক প্রশান্ত নন্দীও ৷
কলকাতা পুলিশের ডিসি পোর্ট জাফর আজমল জানান, ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে । ফরেনসিক বিশেষজ্ঞরা এসে ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা করবেন । সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আচমকাই একটি বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা । তারপর তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় চারজন পড়ে রয়েছেন । গ্যাস সিলিন্ডার ফেটে ঘরের জিনিসপত্র এদিক-ওদিক লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে রয়েছে । ঘরের আনাচে-কানাচে আগুন জ্বলছে । বিষাক্ত কালো ধোঁয়ায় গোটা ঘর ভরে যায় ।
তৎক্ষণাৎ তাঁরা প্রথমে জল দিয়ে আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । খবর পেয়ে একবালপুর থানার পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত চারজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । জানা গিয়েছে, ওই বাড়িতে বেশ কিছুদিন ধরেই গ্যাস সরবরাহে সমস্যা চলছিল । তার জন্যই এদিন সিলিন্ডার মেরামত করতে এসেছিলেন প্রশান্ত নন্দী নামে এক ব্যক্তি । মেরামত করার সময় তা ফেটে যাওয়ায় এই দুর্ঘটনা ৷
আরও পড়ুন : Gas Cylinder Blast in Bihar : সিলিন্ডার ফেটে বিহারে মৃত একই পরিবারের 5 শিশু