কলকাতা, 10 মে : বঙ্গ থেকে সরে গেলেও অশনির প্রভাবে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (due to Cyclone Asani Heavy Rains Forecast in South Bengal) ৷ বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূলের 390 কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পুরী থেকে 580 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি । ঘণ্টায় 12 কিলোমিটার বেগে গত ছ'ঘণ্টায় এগিয়েছে ।
বঙ্গোপসাগরের পশ্চিম ও উত্তর-পশ্চিম বরাবর এগোচ্ছে অশনি । তবে যেভাবে বারবার বাঁক নিচ্ছে তাতে ঘূর্ণিঝড়ের শক্তিক্ষয় হবে বলেই হাওয়া অফিসের অনুমান । ওড়িশার চব্বি উপকূলের দিকে বাঁক নিয়ে আগামী 24 ঘণ্টায় আরও শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অশনি । তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে (West Bengal Weather Forecast) ।
-
The Severe CS ‘Asani’ over Westcentral and adjoining southwest BoB moved west-northwestwards and lay centered at 2330 hours IST of yesterday over westcentral and adjoining southwest BoB 330 km southeast of Kakinada (Andhra Pradesh), 350 km south-southeast of Visakhapatnam. pic.twitter.com/CSapgUpsVO
— India Meteorological Department (@Indiametdept) May 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Severe CS ‘Asani’ over Westcentral and adjoining southwest BoB moved west-northwestwards and lay centered at 2330 hours IST of yesterday over westcentral and adjoining southwest BoB 330 km southeast of Kakinada (Andhra Pradesh), 350 km south-southeast of Visakhapatnam. pic.twitter.com/CSapgUpsVO
— India Meteorological Department (@Indiametdept) May 9, 2022The Severe CS ‘Asani’ over Westcentral and adjoining southwest BoB moved west-northwestwards and lay centered at 2330 hours IST of yesterday over westcentral and adjoining southwest BoB 330 km southeast of Kakinada (Andhra Pradesh), 350 km south-southeast of Visakhapatnam. pic.twitter.com/CSapgUpsVO
— India Meteorological Department (@Indiametdept) May 9, 2022
আরও পড়ুন : Rain Forecast : শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে অশনি, বঙ্গের প্রাপ্তি ভারী বৃষ্টি
13 মে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে এর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, নদিয়া-সহ পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । অশনির জেরে বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে ।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি কম । মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি নিয়ে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন : Cyclone Asani : 'অশনি' ধেয়ে আসার আগে বোরো ধান দ্রুত তোলার পরামর্শ কৃষি উপদেষ্টার