কলকাতা, 13 অগস্ট : বেশ কয়েকদিন ধরে রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে ৷ আর এই লাগাতার বৃষ্টির জেরে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো লাইনের পাশের মাটিতে ধস নামে । প্রায় 200 মিটার জায়গা জুড়ে নেমেছে এই ধস । মেট্রো লাইনের নিচের দিকে ফাটলও দেখা দিয়েছে । যদিও এই ধসের জেরে ব্যাহত হয়নি মেট্রো চলাচল ।
তবে ধস কবলিত জাগায়টি পারাপার হওয়ার সময় ট্রেনের গতি একেবারে কমিয়ে দেওয়া হচ্ছে । দ্রুত ফাটল মেরামতের কাজ চলছে । প্রায় 100 জন কর্মী মেরামত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ৷ জায়গাটি ত্রিপল দিয়ে ঢাকা দেওয়া রয়েছে । বালির বস্তা, কংক্রিটের ছাঁচ দিয়ে ধসের জায়গাটি পূরণ করা চলছে ৷
কয়েকদিন আগেই দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনের উদ্বোধন হয় । উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।