কলকাতা, 19 অগাস্ট : মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছিল নয় বছরের শুভজিৎ আড়ি । শ্যামবাজারে পার্ক ইনস্টিটিউশনের ছাত্র সে । স্কুলের কাছেই রাজা দীনেন্দ্র স্ট্রিটের সংযোগ স্থলে একটি ছোটা হাতি (টাটা ACE) গাড়ি ধাক্কা মারে তাদের । ঘটনায় গুরুতর আহত হয় দু'জনেই । তারা বর্তমানে আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন ।
সাত সকালে স্কুলের তাড়া ছিল । অন্যান্য দিনের মতোই বি টি রোডের বাসিন্দা সীমা আড়ি ছেলেকে নিয়ে যাচ্ছিলেন স্কুলে । আর জি কর রোড এবং রাজা দীনেন্দ্র স্ট্রিটের সংযোগস্থলে চার রাস্তার মোড় পার হচ্ছিলেন । প্রত্যক্ষদর্শীরা জানান, তখন সকাল ছটা পঞ্চাশ-পঞ্চান্ন হবে । মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল শুভজিৎ । হঠাৎই টাটার ওই ছোটো পণ্যবোঝাই গাড়িটি সজোরে ধাক্কা মারে মা এবং ছেলেকে । ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দু'জন । রক্তাক্ত অবস্থায় দু'জনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে আসেন স্থানীয়রা । আসে উলটোডাঙা থানার পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে গাড়িটি চিহ্নিত করে তার চালককে আটক করা হয়েছে । সিজ় করা হয়েছে গাড়িটিকে ।