ETV Bharat / state

নারকেলডাঙা থেকে ফের উদ্ধার হল হেরোইন

কলকাতার নারকেলডাঙা থেকে উদ্ধার করা হল হেরোইন ৷ ঘটনায় গ্রেপ্তার এক ৷

হাসিল মন্ডল
author img

By

Published : Sep 24, 2019, 9:14 PM IST

কলকাতা , 24 সেপ্টেম্বর : কলকাতা থেকে ফের উদ্ধার করা হল মাদক ৷ নারকেলডাঙা থানা এলাকা থেকে উদ্ধার করা হয় প্রায় 50 লাখের হেরোইন ৷ এই ঘটনায় এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷

লালবাজার সূত্রে খবর , গোয়েন্দারা বেশ খবর পাচ্ছিলেন নদিয়া থেকে কয়েকদিন ধরে কলকাতায় হেরোইন ঢুকছে ৷ সূত্র মারফত গোয়েন্দারা গতকাল রাতে খবর পায় যে এক ব্যক্তি নদিয়া থেকে মাদক নিয়ে এসেছে শহরে ৷ এরপরই দ্রুত সেখানে পৌঁছায় লালবাজারের গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকটিক সেলের অফিসাররা ৷ ঘটনার সঙ্গে জড়িত হাসিল মণ্ডল নামে এক ব্যক্তিকে প্রথমে আটক করে পরে গ্রেপ্তার করে তারা ৷ হাসিল কালীগঞ্জের পলাশি এলাকার বাসিন্দা ৷ তার কাছ থেকে উদ্ধার হয় 410 গ্রাম হেরোইন ৷

কয়েক দিন আগে কালীগঞ্জের শান্তিপদ পাল নামে এক ব্যক্তি হেরোইন পাচার করতে এসেছিলেন নারকেলডাঙাতেই । তার কাছে উদ্ধার হয়েছিল 45 লাখের হেরোইন । তখন থেকেই চলছিল এই চক্রের খোঁজ । লালবাজার সূত্রের খবর, ওই ঘটনার সূত্র ধরেই গ্রেপ্তার করা হল ওই পাচার চক্রের আরও একজনকে ।

এই ঘটনায় গোয়েন্দারা জানাচ্ছেন, একটা সময় নদিয়ার বড় অংশে বেআইনিভাবে পোস্ত চাষ করা হত । নারকটিক কন্ট্রোল ব্যুরোর রিপোর্টে অনুযায়ী একটা সময় জেলার বড় অংশ ছিল পোস্ত চাষের 'রেড এরিয়া' । বারবার ধরপাকড় চালিয়ে সেই ঘটনা কিছুটা কমে গিয়েছিল ৷ তবে কি ফের নদিয়ায় শুরু হয়েছে পোস্ত চাষ? ধৃতকে জিজ্ঞাসা করে সূত্র জানার চেষ্টা করছে পুলিশ ।

কলকাতা , 24 সেপ্টেম্বর : কলকাতা থেকে ফের উদ্ধার করা হল মাদক ৷ নারকেলডাঙা থানা এলাকা থেকে উদ্ধার করা হয় প্রায় 50 লাখের হেরোইন ৷ এই ঘটনায় এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷

লালবাজার সূত্রে খবর , গোয়েন্দারা বেশ খবর পাচ্ছিলেন নদিয়া থেকে কয়েকদিন ধরে কলকাতায় হেরোইন ঢুকছে ৷ সূত্র মারফত গোয়েন্দারা গতকাল রাতে খবর পায় যে এক ব্যক্তি নদিয়া থেকে মাদক নিয়ে এসেছে শহরে ৷ এরপরই দ্রুত সেখানে পৌঁছায় লালবাজারের গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকটিক সেলের অফিসাররা ৷ ঘটনার সঙ্গে জড়িত হাসিল মণ্ডল নামে এক ব্যক্তিকে প্রথমে আটক করে পরে গ্রেপ্তার করে তারা ৷ হাসিল কালীগঞ্জের পলাশি এলাকার বাসিন্দা ৷ তার কাছ থেকে উদ্ধার হয় 410 গ্রাম হেরোইন ৷

কয়েক দিন আগে কালীগঞ্জের শান্তিপদ পাল নামে এক ব্যক্তি হেরোইন পাচার করতে এসেছিলেন নারকেলডাঙাতেই । তার কাছে উদ্ধার হয়েছিল 45 লাখের হেরোইন । তখন থেকেই চলছিল এই চক্রের খোঁজ । লালবাজার সূত্রের খবর, ওই ঘটনার সূত্র ধরেই গ্রেপ্তার করা হল ওই পাচার চক্রের আরও একজনকে ।

এই ঘটনায় গোয়েন্দারা জানাচ্ছেন, একটা সময় নদিয়ার বড় অংশে বেআইনিভাবে পোস্ত চাষ করা হত । নারকটিক কন্ট্রোল ব্যুরোর রিপোর্টে অনুযায়ী একটা সময় জেলার বড় অংশ ছিল পোস্ত চাষের 'রেড এরিয়া' । বারবার ধরপাকড় চালিয়ে সেই ঘটনা কিছুটা কমে গিয়েছিল ৷ তবে কি ফের নদিয়ায় শুরু হয়েছে পোস্ত চাষ? ধৃতকে জিজ্ঞাসা করে সূত্র জানার চেষ্টা করছে পুলিশ ।

Intro:কলকাতা, ২৪ সেপ্টেম্বর: ফের মাদক উদ্ধার কলকাতায়। আবার হেরোইন। নারকেলডাঙা থানা এলাকা থেকে উদ্ধার হল প্রায় ৫০ লাখের হেরোইন। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক মাদক পাচারকারীকে। Body:লালবাজার সূত্রে খবর, নদিয়া থেকে হেরোইন ঢুকছে কলকাতায়। এমন খবর বেশ কিছুদিন ধরেই পাচ্ছিলেন গোয়েন্দারা। সোর্স মারফত গতরাতে খবর পাওয়া যায়, এক ব্যক্তি নদীয়া থেকে মাদক নিয়ে এসেছে শহরে। দ্রুত সেখানে পৌঁছায় লালবাজার এর গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকটিক সেলের অফিসাররা। প্রথমে আটক করা হয় হাসিল মন্ডল নামে এক ব্যক্তিকে। সে নদীয়ার কালীগঞ্জের পলাশী এলাকার বাসিন্দা। তার কাছে উদ্ধার হয় 410 গ্রাম হেরোইন।

উল্লেখ্য দিন কয়েক আগে কালীগঞ্জের শান্তিপদ পাল নামে এক ব্যক্তি হেরোইন পাচার করতে এসেছিলেন নারকেলডাঙ্গাতেই। তার কাছে উদ্ধার হয়েছিল 45 লাখের হেরোইন। তখন থেকেই এই চক্রের খোঁজ চলছিল। লালবাজার সূত্রের খবর, ওই ঘটনার সূত্র ধরেই গ্রেপ্তার করা হলো ওই পাচার চক্রের আরো একজনকে।
Conclusion:গোয়েন্দারা জানাচ্ছেন, একটা সময় নদীয়ার বড় অংশে বেআইনিভাবে চাষ হত পোস্ত। নারকটিক কন্ট্রোল ব্যুরোর রিপোর্টে একটা সময় জেলার বড় অংশ ছিল পোস্ত চাষের "রেড এরিয়া"। বারবার ধরপাকড় চালিয়ে সেই ট্রেন্ড কিছুটা কমে ছিল। এমনকি হিরোইন তৈরির ল্যাবের সন্ধান পাওয়া গিয়েছিল নদিয়ায়। তবে কি ফের লুকিয়ে-চুড়িয়ে নদিয়ায় শুরু হয়েছে পোস্ত চাষ? ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই হেরোইনের সোর্স জানার চেষ্টা করছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.