কলকাতা, 7 ডিসেম্বর : ড্রাগ ডন জয়দেব দাসকে গ্রেপ্তারের পর গোটা পূর্ব কলকাতার মাদকচক্র ভাঙতে তৎপর পুলিশ । জয়দেব ও তার সাগরেদদের জেরা করে একের পর এক মাদক কারবারির সন্ধান পাচ্ছে পুলিশ । সেই সূত্রেই তিলজলা এলাকার এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ । তার কাছে উদ্ধার হয়েছে প্রচুর হেরোইন ।
পুলিশ সূত্রে খবর, জয়দেব ও তার সাগরেদদের জেরা করে জানা যায়, নারকেলডাঙা এলাকায় সক্রিয় রয়েছে তিলজলার এক মাদক ব্যবসায়ী । মূলত হেরোইন বিক্রি করে সে । নাম মহম্মদ রশিদ ওরফে জানু (42) । আজ বিকেলে নারকেলডাঙা থানা এলাকায় হানা দেয় গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেলের অফিসাররা । পাকড়াও করা হয় রশিদকে । তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 265 গ্রাম ব্রাউন সুগার । যার বাজার মূল্য লক্ষাধিক টাকা ।
জয়দেবকে জেরা করে গত চার ডিসেম্বর পূর্ব কলকাতায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ । মাঠপুকুর ক্রসিংয়ের কাছে দীপ্তি বিশ্বাস, মনু মল্লিক, বিট্টু দত্তকে গ্রেপ্তার করা হয় । তাদের কাছে উদ্ধার হয় 12 কেজি 270 গ্রাম গাঁজা । ওই তিনজন সরাসরি জয়দেবের সঙ্গে কাজ করত । পুলিশের অনুমান. আজ গ্রেপ্তার হওয়া রশিদও জয়দেব গ্যাংয়ের সদস্য । ধৃতকে জেরা করে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ ।