ETV Bharat / state

কলকাতায় গ্রেপ্তার মাদক ব্যবসায়ী, উদ্ধার ব্রাউন সুগার - Drug Diller arrested in kolkata

পূর্ব কলকাতার মাদকচক্র ভাঙতে তৎপর পুলিশ । জয়দেব ও তার সাগরেদদের জেরা করে জানা যায়, নারকেলডাঙা এলাকায় সক্রিয় রয়েছে তিলজলার এক মাদক ব্যবসায়ী । মূলত হেরোইন বিক্রি করে সে । নাম মহম্মদ রশিদ ওরফে জানু (42) । আজ বিকালে নারকেলডাঙা থানা এলাকায় হানা দেয় গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেলের অফিসাররা । গ্রেপ্তার করা হয়েছে রশিদকে । উদ্ধার ব্রাউন সুগার ।

Drug Diller arrested in kolkata
গ্রেপ্তার রশিদ
author img

By

Published : Dec 7, 2019, 11:19 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর : ড্রাগ ডন জয়দেব দাসকে গ্রেপ্তারের পর গোটা পূর্ব কলকাতার মাদকচক্র ভাঙতে তৎপর পুলিশ । জয়দেব ও তার সাগরেদদের জেরা করে একের পর এক মাদক কারবারির সন্ধান পাচ্ছে পুলিশ । সেই সূত্রেই তিলজলা এলাকার এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ । তার কাছে উদ্ধার হয়েছে প্রচুর হেরোইন ।

পুলিশ সূত্রে খবর, জয়দেব ও তার সাগরেদদের জেরা করে জানা যায়, নারকেলডাঙা এলাকায় সক্রিয় রয়েছে তিলজলার এক মাদক ব্যবসায়ী । মূলত হেরোইন বিক্রি করে সে । নাম মহম্মদ রশিদ ওরফে জানু (42) । আজ বিকেলে নারকেলডাঙা থানা এলাকায় হানা দেয় গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেলের অফিসাররা । পাকড়াও করা হয় রশিদকে । তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 265 গ্রাম ব্রাউন সুগার । যার বাজার মূল্য লক্ষাধিক টাকা ।

জয়দেবকে জেরা করে গত চার ডিসেম্বর পূর্ব কলকাতায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ । মাঠপুকুর ক্রসিংয়ের কাছে দীপ্তি বিশ্বাস, মনু মল্লিক, বিট্টু দত্তকে গ্রেপ্তার করা হয় । তাদের কাছে উদ্ধার হয় 12 কেজি 270 গ্রাম গাঁজা । ওই তিনজন সরাসরি জয়দেবের সঙ্গে কাজ করত । পুলিশের অনুমান. আজ গ্রেপ্তার হওয়া রশিদও জয়দেব গ‍্যাংয়ের সদস্য । ধৃতকে জেরা করে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ ।

কলকাতা, 7 ডিসেম্বর : ড্রাগ ডন জয়দেব দাসকে গ্রেপ্তারের পর গোটা পূর্ব কলকাতার মাদকচক্র ভাঙতে তৎপর পুলিশ । জয়দেব ও তার সাগরেদদের জেরা করে একের পর এক মাদক কারবারির সন্ধান পাচ্ছে পুলিশ । সেই সূত্রেই তিলজলা এলাকার এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ । তার কাছে উদ্ধার হয়েছে প্রচুর হেরোইন ।

পুলিশ সূত্রে খবর, জয়দেব ও তার সাগরেদদের জেরা করে জানা যায়, নারকেলডাঙা এলাকায় সক্রিয় রয়েছে তিলজলার এক মাদক ব্যবসায়ী । মূলত হেরোইন বিক্রি করে সে । নাম মহম্মদ রশিদ ওরফে জানু (42) । আজ বিকেলে নারকেলডাঙা থানা এলাকায় হানা দেয় গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেলের অফিসাররা । পাকড়াও করা হয় রশিদকে । তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 265 গ্রাম ব্রাউন সুগার । যার বাজার মূল্য লক্ষাধিক টাকা ।

জয়দেবকে জেরা করে গত চার ডিসেম্বর পূর্ব কলকাতায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ । মাঠপুকুর ক্রসিংয়ের কাছে দীপ্তি বিশ্বাস, মনু মল্লিক, বিট্টু দত্তকে গ্রেপ্তার করা হয় । তাদের কাছে উদ্ধার হয় 12 কেজি 270 গ্রাম গাঁজা । ওই তিনজন সরাসরি জয়দেবের সঙ্গে কাজ করত । পুলিশের অনুমান. আজ গ্রেপ্তার হওয়া রশিদও জয়দেব গ‍্যাংয়ের সদস্য । ধৃতকে জেরা করে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ ।

Intro:কলকাতা, 7 ডিসেম্বর: ড্রাগ ডন জয়দেব দাসকে গ্রেপ্তারের পর গোটা পূর্ব কলকাতার মাদকচক্র ভাঙতে তৎপর পুলিশ। জয়দেব ও তার সাগরেদদের জেরা করে একের পর এক মাদক কারবারির সন্ধান পাচ্ছে পুলিশ। সেই সূত্রেই তিলজলা এলাকার এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ তার কাছে উদ্ধার হয়েছে প্রচুর হেরোইন।


Body:পুলিশ সূত্রে খবর, জয়দেব ও তার সাগরেদদের জেরা করে জানা যায়, নারকেলডাঙ্গা এলাকায় সক্রিয় রয়েছে তিলজলার এক মাদক ব্যবসায়ী। মূলত হেরোইন বিক্রি করে সে। নাম মহম্মদ রশিদ ওরফে জানু। বয়স 42। আজ বিকালে নারকেলডাঙ্গা থানা এলাকায় হানা দেয় গোয়েন্দা বিভাগের আন্টি নারকোটিক সেলের অফিসাররা। পাকড়াও করা হয় রশিদকে । তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 265 গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য লক্ষাধিক।



Conclusion:জয়দেবকে জেরা করে গত 4 ডিসেম্বর পূর্ব কলকাতায় 3 মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। মাঠ পুকুর ক্রসিংয়ের কাছে দীপ্তি বিশ্বাস, মনু মল্লিক, বিট্টু দত্তকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে উদ্ধার হয় 12 কেজি 270 গ্রাম গাঁজা। ওই তিনজন সরাসরি জয় দেবের সঙ্গে কাজ করতো। পুলিশের ধারণা আজ গ্রেপ্তার হওয়ার রসিদও জয়দেব গ‍্যাংয়ের সদস্য। ধৃতকে জেরা করে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.