দমদম, 9 অক্টোবর: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে হাজার ছুঁইছুঁই । মৃতের সংখ্যা 8 ৷ যার মধ্যে মহিলার মারা যাওয়ার সংখ্যা বেশি । এহেন অবস্থায় দক্ষিণ দমদম পৌরসভার বাসিন্দাদের অভিযোগ, বেশিরভাগ এলাকায় প্রতিদিন আবর্জনা পড়ে থাকে রাস্তায় উপরে কিন্তু পৌরসভার কর্মীরা তা পরিষ্কার করতে আসেন না ৷ এই অবস্থায় ড্রোনের সাহায্যে দক্ষিণ দমদম পৌর এলাকার 14 নং ওয়ার্ডে মশা মারার জন্য তেল ছড়ানো হল ।
এই ওয়ার্ডের চাষিপাড়া অঞ্চলে এক ডোবায় ছড়ানো হল মশা মারার তেল । সপ্তাহে দুই দিন ধরে চলবে এই প্রক্রিয়া ৷ এমনটা জানান কাউন্সিলর সুকান্ত সেনশর্মা । এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ড্রোন উড়িয়ে মশা মারার তেল স্প্রে করার পাশাপাশি ব্লিচিং পাউডার ছড়ানো হবে ৷ রাস্তার উপরে আবর্জনা পড়ে থাকলে সঙ্গে সঙ্গে তা সরানো হবে ৷ যে সমস্ত জায়গায় ব্লিচিং পাউডার গিয়ে ছড়ানো সম্ভব নয় সেই সব জঙ্গলাকীর্ণ জায়গায় ড্রোনের সাহায্যে মশা মারার তেল স্প্রে করা হবে বলে জানিয়েছে পৌর প্রশাসন ৷
আরও পড়ুন : মশা মারতে কামান নয়, ড্রোন উড়িয়ে ছড়ানো হল লার্ভানাশক
এই পরিষেবা এখন দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে ৷ সব ওয়ার্ডে এই ড্রোনের মাধ্যমে মশার তেল ছড়ানো যেতে পারে ৷ এই উদ্যোগ নিতে এলাকাবাসী এবং ক্লাবগুলিও সাহায্য করছে বলে জানিয়েছে দক্ষিণ দমদম পৌরসভা ৷ এই 14 নং ওয়ার্ডে প্রচুর ডোবা বা জমা জল আছে সেই কারণে এই ধরনের সাহায্য নেওয়া হচ্ছে আপাতত এই উদ্যোগ শুরু করা হল ৷ কিছুদিন পর মানুষের ফিডব্যাক আসবে, তবে জানা যাবে ডেঙ্গির সংখ্যা বাড়ছে না কমছে ৷ মশা মারতে ড্রোন ওড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হবে বলেও জানিয়েছে পৌর প্রশাসন ৷
আরও পড়ুন : ডেঙ্গি নিয়ন্ত্রণে হটস্পট চিহ্নিত করে ড্রোন দিয়ে নজরদারি প্রশাসনের