ETV Bharat / state

ঝালদা পৌরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়কে সরাতে এবার জোড়া মামলা দায়ের হাইকোর্টে - Jhalda municipality chairperson removing

Jhalda Municipality Case in High Court: ঝালদা পৌরসভার চেয়ারপার্সনকে সরাতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জোড়া মামলা ৷ কারা করলেন এই মামলা ?

Etv Bharat
ঝালদা পৌরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়কে সরাতে এবার জোড়া মামলা দায়ের হাইকোর্টে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 10:52 PM IST

আইনজীবী কৌস্তভ বাগচীর বক্তব্য

কলকাতা, 23 নভেম্বর: ঝালদা পৌরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে ফের কলকাতা হাইকোর্টে দায়ের হল জোড়া মামলা । এর মধ্যে ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু একটি মামলা দায়ের করেছেন । তাঁর হয়ে মামলা লড়ছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী । একই দাবিতে আরেকটি মামলা দায়ের করেছেন 5 তৃণমূল কাউন্সিলরও । শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।

ঝালদা পৌরসভা নিয়ে বিগত দু'বছর ধরে লাগাতার নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে । রাজনৈতিক চাপানউতোরের ফলে কংগ্রেস নেতা তপন কান্দু খুন হন বলে অভিযোগ ওঠে । পরে তপন কান্দুর স্ত্রী পুর্ণিমা কান্দু ভোটে জিতে সেখানকার কংগ্রেস কাউন্সিলর হন । কিন্তু শাসকদল তৃণমূল ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে অশান্তি কার্যত লেগেই রয়েছে ।

গত বছর অক্টোবরে ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা । 12 আসনের মধ্যে পৌরসভায় পাঁচ কংগ্রেস কাউন্সিলর এবং একজন নির্দল কাউন্সিলর এই অনাস্থা প্রস্তাব এনেছিলেন । ঠিক তারপরেই তৃণমূল ছাড়েন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় । তিনি নির্দল প্রার্থী হিসেবে জিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন । কিন্তু তাঁর দলত্যাগেই বদলে যায় সমীকরণ ।

12 আসনের পৌরসভায় বিরোধী কাউন্সিলরের সংখ্যা বেড়ে হয় 7 । তাতেই কার্যত স্পষ্ট হয়ে যায় যে, পৌরসভা হাতছাড়া হতে চলেছে শাসকদলের । পুরপ্রধানের পদ হারাতে চলেছেন সুরেশ । এরপর হাইকোর্টে মামলার পর মামলা দায়ের হয়েছে । বর্তমানে ঝালদা পৌরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায় নির্দল প্রার্থী । ফলে ঝালদা পৌরসভায় কোনওরকম উন্নয়নমূলক কাজ হচ্ছে না দাবি করে আগেও মামলা হয়েছে । তিনিও শাসকদল বিরোধী বলে সরকারি বিভিন্ন অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন ঝালদা পৌরসভার মানুষ বলে অভিযোগ উঠেছিল । এবার সরাসরি তাঁকে অপসারণের দাবিতে দায়ের হল মামলা ।

আরও পড়ুন :

1 ঝালদা পৌরসভায় আবাসন প্রকল্পের টাকা বন্ধ করেছে রাজ্য, হাইকোর্টে চেয়ারম্যান-সহ 7 কাউন্সিলর

2 পৌরপ্রধান ও চার কংগ্রেস কাউন্সিলরের দলবদল, ঝালদা পৌরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস

3 'স্বামী আর ঝালদাবাসীর জয় হয়েছে', পৌরপ্রধানের দায়িত্ব নিয়ে বললেন পূর্ণিমা

আইনজীবী কৌস্তভ বাগচীর বক্তব্য

কলকাতা, 23 নভেম্বর: ঝালদা পৌরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে ফের কলকাতা হাইকোর্টে দায়ের হল জোড়া মামলা । এর মধ্যে ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু একটি মামলা দায়ের করেছেন । তাঁর হয়ে মামলা লড়ছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী । একই দাবিতে আরেকটি মামলা দায়ের করেছেন 5 তৃণমূল কাউন্সিলরও । শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।

ঝালদা পৌরসভা নিয়ে বিগত দু'বছর ধরে লাগাতার নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে । রাজনৈতিক চাপানউতোরের ফলে কংগ্রেস নেতা তপন কান্দু খুন হন বলে অভিযোগ ওঠে । পরে তপন কান্দুর স্ত্রী পুর্ণিমা কান্দু ভোটে জিতে সেখানকার কংগ্রেস কাউন্সিলর হন । কিন্তু শাসকদল তৃণমূল ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে অশান্তি কার্যত লেগেই রয়েছে ।

গত বছর অক্টোবরে ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা । 12 আসনের মধ্যে পৌরসভায় পাঁচ কংগ্রেস কাউন্সিলর এবং একজন নির্দল কাউন্সিলর এই অনাস্থা প্রস্তাব এনেছিলেন । ঠিক তারপরেই তৃণমূল ছাড়েন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় । তিনি নির্দল প্রার্থী হিসেবে জিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন । কিন্তু তাঁর দলত্যাগেই বদলে যায় সমীকরণ ।

12 আসনের পৌরসভায় বিরোধী কাউন্সিলরের সংখ্যা বেড়ে হয় 7 । তাতেই কার্যত স্পষ্ট হয়ে যায় যে, পৌরসভা হাতছাড়া হতে চলেছে শাসকদলের । পুরপ্রধানের পদ হারাতে চলেছেন সুরেশ । এরপর হাইকোর্টে মামলার পর মামলা দায়ের হয়েছে । বর্তমানে ঝালদা পৌরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায় নির্দল প্রার্থী । ফলে ঝালদা পৌরসভায় কোনওরকম উন্নয়নমূলক কাজ হচ্ছে না দাবি করে আগেও মামলা হয়েছে । তিনিও শাসকদল বিরোধী বলে সরকারি বিভিন্ন অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন ঝালদা পৌরসভার মানুষ বলে অভিযোগ উঠেছিল । এবার সরাসরি তাঁকে অপসারণের দাবিতে দায়ের হল মামলা ।

আরও পড়ুন :

1 ঝালদা পৌরসভায় আবাসন প্রকল্পের টাকা বন্ধ করেছে রাজ্য, হাইকোর্টে চেয়ারম্যান-সহ 7 কাউন্সিলর

2 পৌরপ্রধান ও চার কংগ্রেস কাউন্সিলরের দলবদল, ঝালদা পৌরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস

3 'স্বামী আর ঝালদাবাসীর জয় হয়েছে', পৌরপ্রধানের দায়িত্ব নিয়ে বললেন পূর্ণিমা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.