ETV Bharat / state

"হোটেলের আরাম দরকার নেই, বাড়িতে থাকার ব্যবস্থা করুন" বলছে বউবাজারের ক্ষতিগ্রস্তরা - work of East West Metro

বাড়ি আছে ৷ তবু উদ্বাস্তু বউবাজারের 284 জন বাসিন্দা ৷ তাই ক্ষোভে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্তরা ৷

পুলিশের সঙ্গে কথা বলছেন ক্ষতিগ্রস্তরা
author img

By

Published : Sep 2, 2019, 7:47 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে৷ তার জেরে ধস নেমেছে 18 টি বাড়িতে ৷ তাই বাড়ি থাকা সত্ত্বেও কার্যত উদ্বাস্তু বউবাজারের 284 জন বাসিন্দা ৷ এর প্রতিবাদে বিবি গাঙ্গুলি স্ট্রিটে আজ বিক্ষোভ দেখাল ক্ষতিগ্রস্তরা ৷ সন্ধ্যায় বউবাজারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে ৷ আগামীকাল এ নিয়ে নবান্নে বৈঠক ডেকেছেন তিনি৷

মেট্রোর টানেলের কাজের জেরে শনিবার বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । শনিবার রাত থেকেই সেই বাড়িগুলির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে চারটি বাড়ি । বাকি বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । এর জেরে ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন । তাদের অনেকেরই ঠাঁই হয়েছে হোটেলে । চূড়ান্ত সমস্যায় পড়েছেন তাঁরা । তাই আজ ক্ষতিগ্রস্ত বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ৷

বিক্ষোভকারী এক মহিলা বলেন, "আমার স্বামী নেই ৷ মেয়েকে নিয়ে থাকি ৷ বাড়ি খালি করে দিয়ে হোটেলে আছি ৷ একটা সামান্য চাকরি করি ৷ হোটেলে থাকায় অতিরিক্ত টাকা খরচ হয়ে যাচ্ছে ৷ আমার আরামের দরকার নেই ৷ বাড়িতে থাকার ব্যবস্থা করে দেওয়া হোক ৷" বউবাজারের আর এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, "ছেলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৷ অ্যাডমিট কার্ড থেকে বইখাতা সবই বাড়িতে রয়েছে ৷"

ক্ষতিগ্রস্তদের বিক্ষোভের পর মেট্রো রেল কর্তৃপক্ষ আশ্বাস দেন -

  • তালিকা প্রকাশ করা হবে ৷ যারা বাড়িতে গিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে পারবে তাঁদের নাম থাকবে সেই তালিকায় ৷
  • বিপজ্জনক বাড়িগুলিতে সিমেন্ট ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে ৷ টানেলে যেখান থেকে জল ঢুকছিল সেই পথও বন্ধ করে দেওয়া হয়েছে ৷
  • এলাকায় কোনও বাড়ি ভেঙে পড়লে নতুন বাড়ি তৈরি করে দেবে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ যে বাড়িগুলির অল্প ক্ষতি হয়েছে, সেগুলির মেরামতির দায়িত্ব নেওয়া হবে ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে৷ তার জেরে ধস নেমেছে 18 টি বাড়িতে ৷ তাই বাড়ি থাকা সত্ত্বেও কার্যত উদ্বাস্তু বউবাজারের 284 জন বাসিন্দা ৷ এর প্রতিবাদে বিবি গাঙ্গুলি স্ট্রিটে আজ বিক্ষোভ দেখাল ক্ষতিগ্রস্তরা ৷ সন্ধ্যায় বউবাজারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে ৷ আগামীকাল এ নিয়ে নবান্নে বৈঠক ডেকেছেন তিনি৷

মেট্রোর টানেলের কাজের জেরে শনিবার বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । শনিবার রাত থেকেই সেই বাড়িগুলির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে চারটি বাড়ি । বাকি বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । এর জেরে ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন । তাদের অনেকেরই ঠাঁই হয়েছে হোটেলে । চূড়ান্ত সমস্যায় পড়েছেন তাঁরা । তাই আজ ক্ষতিগ্রস্ত বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ৷

বিক্ষোভকারী এক মহিলা বলেন, "আমার স্বামী নেই ৷ মেয়েকে নিয়ে থাকি ৷ বাড়ি খালি করে দিয়ে হোটেলে আছি ৷ একটা সামান্য চাকরি করি ৷ হোটেলে থাকায় অতিরিক্ত টাকা খরচ হয়ে যাচ্ছে ৷ আমার আরামের দরকার নেই ৷ বাড়িতে থাকার ব্যবস্থা করে দেওয়া হোক ৷" বউবাজারের আর এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, "ছেলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৷ অ্যাডমিট কার্ড থেকে বইখাতা সবই বাড়িতে রয়েছে ৷"

ক্ষতিগ্রস্তদের বিক্ষোভের পর মেট্রো রেল কর্তৃপক্ষ আশ্বাস দেন -

  • তালিকা প্রকাশ করা হবে ৷ যারা বাড়িতে গিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে পারবে তাঁদের নাম থাকবে সেই তালিকায় ৷
  • বিপজ্জনক বাড়িগুলিতে সিমেন্ট ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে ৷ টানেলে যেখান থেকে জল ঢুকছিল সেই পথও বন্ধ করে দেওয়া হয়েছে ৷
  • এলাকায় কোনও বাড়ি ভেঙে পড়লে নতুন বাড়ি তৈরি করে দেবে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ যে বাড়িগুলির অল্প ক্ষতি হয়েছে, সেগুলির মেরামতির দায়িত্ব নেওয়া হবে ৷
Intro: বউবাজারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর বিক্ষোভ দেখায় রাস্তা অবরোধ করে। বেলা একটার সময় বিবি গাঙ্গুলি স্ট্রিট রাস্তার ওপরে বসে পরে মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তাদের দাবি তাদের এক কাপড়ে পুলিশ তড়িঘড়ি বাড়ি থেকে উচ্ছেদ করে । প্রয়োজনীয় পণ্য সামগ্রী নেবার মতো তাদের সময় দেয়া হয়নি। প্রয়োজন মত টাকা পয়সাও তাদের সঙ্গে নেই। এক বৃদ্ধা জানিয়েছেন তিনি অসুস্থ তড়িঘড়ি তারপরে দেওয়ার ফলে তার নিত্য প্রয়োজনীয় ওষুধের প্রেসক্রিপশন সবই রয়ে গেছে বাড়ির ভিতরে।


Body:এক ভদ্রমহিলা জানিয়েছেন তার ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী। বাড়ির ভেতরে ছেলের সমস্ত বই খাতা এডমিট কার্ড রয়েছে এর ফলে তার পড়াশোনা করছে বলেও জানিয়েছেন অভিযোগকারী। অভিযোগকারীদের দাবি কতদিন হোটেলে থাকতে হবে সে বিষয়ে তাদের এখন অব্দি কিছু জানানো হয়নি হোটেলে থাকার খরচ কে দেবে সে বিষয়ে কোনো স্পষ্ট কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ। কতদিন পর্যন্ত কাদের হোটেলে থাকতে হবে সেই বিষয়ে তাঁরা জানেন না। বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র অভাবে চরম সমস্যায় পড়তে হচ্ছে বলেও জানিয়েছেন অভিযোগকারীরা।


Conclusion:আধ ঘণ্টা অবরোধ করার পর অবশেষে অবরোধ উঠল বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে বিকেল চারটের মধ্যে তালিকা প্রকাশ করবে। কোন কোন বাড়ির তে বাসিন্দারা প্রবেশ করে প্রয়োজনীয় জিনিস গুলি আনতে পারবে। এবং কোন বাড়িগুলো অত্যন্ত বিপদজনক যেখানে বাসিন্দারা প্রবেশ করতে পারবেন না তার একটা স্পষ্ট তালিকা দেয়া হবে বলে জানিয়েছেন। সেইসঙ্গে বোরিং করে বিপদজনক বাড়ি গুলিতে সিমেন্ট ঢালার কাজ করছে যাতে বিপদজনক বাড়িগুলি ধসে না পড়ে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে সুড়ঙ্গে যেখান থেকে জল প্রবেশ করেছিল সেই প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের মেন কর্তৃপক্ষ জানিয়েছে কোন বাড়ি ভেঙে পড়ে গেলে সম্পূর্ণ নতুন বাড়ি তৈরি করে দেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এবং অল্প ক্ষতিগ্রস্ত বাড়িতে সম্পূর্ণভাবে মেরামতের দায়িত্ব তারা নেবেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.