কলকাতা, 30 এপ্রিল : এবার থেকে বেসরকারি হাসপাতালগুলিতেও কোরোনা রোগী ভরতির জন্য লাগবে না কোনও সরকারি অনুমতি। সব বেসরকারি হাসপাতালেই হবে কোরোনা চিকিৎসা। আজ এই মর্মে বেসরকারি হাসপাতালগুলির জন্য নির্দেশিকা জারি করল নবান্ন। নবান্নের তরফে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি স্পষ্ট বার্তা, চিকিৎসা পরিষেবা থেকে রাজ্যের কোনও মানুষ যেন বঞ্চিত না হন। কোনওভাবেই রোগীদের প্রত্যাখ্যান করা যাবে না। কোরোনা হোক বা না হোক, সমস্ত রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে হবে ।
কোরোনা চিকিৎসার জন্য শুধুমাত্র সরকারি হাসপাতাল যথেষ্ট নয়। বেসরকারি হাসপাতালগুলিকে এগিয়ে আসার জন্য আগেই আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শহরের অল্প কয়েকটি বেসরকারি হাসপাতাল ছাড়া বেশিরভাগই রাজ্য সরকারের আহ্বানে সাড়া দেয়নি বলেই খবর। এমনকী রোগী প্রত্যাখ্যানের বিষয়টিও নজরে এসেছে নবান্নের। যা নিয়ে ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি হাসপাতালকে সতর্ক করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে ।
প্রসঙ্গত, কোরোনা চিকিৎসার জন্য 51টি বেসরকারি হাসপাতালকে বেছে নিয়েছে রাজ্য সরকার। এই হাসপাতালে কোরোনা চিকিৎসার জন্য সমস্ত খরচ বহন করবেও রাজ্য সরকার। এগুলি ছাড়াও এবার বাকি বেসরকারি হাসপাতালগুলি কোরোনা চিকিৎসা করতে পারবে বলে আজ তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। লাগবে না কোনও সরকারি অনুমতি ।