কলকাতা, 31 জুলাই : ন্যাশনাল মেডিকেল কমিশন বিল, 2019 (NMC Bill, 2019)-এর প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘট চিকিৎসকদের ৷ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও ৷ ন্যাশনাল মেডিকেল কলেজ, নীলরতন সরকারে এই ধর্মঘটের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা গেছে ৷ যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোগী দেখতে শুরু করেছেন নীলরতনের চিকিৎসকরা ৷ NMC Bill-র প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) ও অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অরগানাইজেশন (AIDSO) বনধের ডাক দিয়েছিল ।
![image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3996782_wb_nmmc.jpg)
কলকাতার পাশাপাশি সাগর দত্ত মেডিকেল কলেজেও একই ছবি দেখা গেছে ৷ অন্যদিকে, NMC Bill-র প্রতিবাদে সরব হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ৷ ধর্মঘটের অল্পবিস্তর প্রভাব পড়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালেও ৷ ইমারজেন্সি বিভাগ খোলা থাকলেও সমস্ত বহির্বিভাগ বন্ধ রয়েছে৷ ক্ষোভ প্রকাশ করছেন রোগীর পরিজনরা ৷ এদিকে, তেমন কোনও প্রভাব পড়েনি আসানসোলে । সেখানে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক ।
![image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3996782_wb_durdoc.jpg)
এই বিষয়ে অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টরস (ওয়েস্ট বেঙ্গল)-এর রাজ্য সম্পাদক মানস গুমটা বলেন, "কলকাতা সহ রাজ্যের অন্যান্য জায়গায় বনধের প্রভাব পড়েছে ৷ খুব কম সময়ের বনধ ডাকা হয়েছিল ৷ তাও ভালোই প্রভাব পড়েছে ৷"