কলকাতা, ৩ মার্চ : ভেন্টিলেশনে প্রবীণ ভারতীয় ফুটবলার পি কে ব্যানার্জি ৷ তবে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, পারকিনসন্স, ডিমেনশিয়া এবং হার্টের সমস্যায় আক্রান্ত প্রবীণ এই ফুটবলার । চিকিৎসকদের একটি দলের অধীনে তাঁর চিকিৎসা চলছে । সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে ৷
8 ফেব্রুয়ারি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি তিনি ৷ গত দেড়মাস ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ৷ নিউমোনিয়ার কারণে তিনি শ্বাসকষ্টে ভুগছেন । দিন পনেরো সেখানে চিকিৎসার পর বাড়ি ফেরেন । গত মাসের 28 তারিখে ফের তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । চারদিন ধরে সেখানেই ICU-তে রয়েছেন কিংবদন্তি এই ফুটবলার । তাঁর 83 বছর বয়স । শরীরে ফুসফুসের সমস্যা রয়েছে । তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডাক্তার নন্দিনী বিশ্বাস, তন্ময় বন্দ্যোপাধ্যায়, স্নায়ুরোগ বিশারদ এল এন ত্রিপাঠী, ডাক্তার সুনন্দ বসু ।
বেশ কয়েকবছর ধরে এই কিংবদন্তী ফুটবলার বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন । আগে বাড়ি থেকে বেরিয়ে সামনের মাঠে হাঁটতে যেতেন । কিন্তু হাঁটুর সমস্যা বেড়ে যাওয়ায় বর্তমানে একেবারেই গৃহবন্দী ছিলেন । তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে এসেছেন শুভানুধ্যয়ীরা । রয়েছেন দুই মেয়ে ও ভাই প্রসূন ব্যানার্জি ।
প্রবীণ এই ফুটবলারের চিকিৎসার জন্য মঙ্গলবার বিকেলে মেডিকেল বোর্ডও তৈরি করা হয় ৷ তাঁর শারীরিক অবস্থার বিষয়ে পর্যালোচনা হয়েছে । বেসরকারি ওই হাসপাতালের তরফে আজ সন্ধেয় জানানো হয়েছে, " পি কে ব্যানার্জির শারীরিক অবস্থার বিষয়ে আশাব্যঞ্জক কথা বলেছেন চিকিৎসকরা । তাঁকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা চলছে । "