ETV Bharat / state

দিল্লিতে অনশনরত চিকিৎসকদের পাশে দাঁড়ালেন কলকাতা মেডিকেলের চিকিৎসকরা - দিল্লিতে অনশনরত COVID-যোদ্ধাদের পাশে কলকাতা মেডিকেলের চিকিৎসকরা

মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, বিচার পাওয়ার জন্য অনশনরত ওই COVID-যোদ্ধাদের পাশে রয়েছে এই সংগঠন ।

Doctors of Calcutta Medical are with the COVID fighters on hunger strike in Delhi
দিল্লিতে অনশনরত COVID-যোদ্ধাদের পাশে কলকাতা মেডিকেলের চিকিৎসকরা
author img

By

Published : Oct 29, 2020, 7:39 AM IST

কলকাতা, 29 অক্টোবর : অনির্দিষ্টকালের জন্য দিল্লিতে অনশন শুরু করেছেন 5 COVID-যোদ্ধা চিকিৎসক । তাঁদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হল, বিচার পাওয়ার জন্য এই চিকিৎসকদের আন্দোলনের পাশে রয়েছে তারা ।

মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (MCKRDA), কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের এই সংগঠনের তরফে গতকাল জানানো হয়েছে, দিল্লির মিউনিসিপ্যালিটি কর্পোরেশন চালিত হাসপাতালের চিকিৎসকরা গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না । সেজন্য প্রতিবাদ করা হচ্ছে । এই প্রতিবাদের অঙ্গ হিসাবে দিল্লির মিউনিসিপ্যালিটি কর্পোরেশন চালিত হিন্দু রাও হাসপাতালের 5 জন চিকিৎসক গত ছয়দিন ধরে অনির্দিষ্টকালের জন্য অনশন আন্দোলন শুরু করেছেন । COVID- যোদ্ধাদের এমন আন্দোলন সত্ত্বেও দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার, সকলে দায়িত্ব অস্বীকার করে চলেছে । সরকার বেশি ব্যস্ত রয়েছে রাজনৈতিক দোষারোপের খেলায় । জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন COVID-19-এর বিরুদ্ধে চলা যুদ্ধে লড়াই করে চলেছেন স্বাস্থ্যকর্মীরা । এই অবস্থায় দীর্ঘ সময় ধরে তাঁরা বেতন পাচ্ছেন না, এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় ৷

মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, অনশনরত ওই COVID-যোদ্ধাদের পাশে রয়েছে এই সংগঠন । এই সংগঠন বিশ্বাস করে, অনির্দিষ্টকালের এই অনশন আন্দোলন খুব শীঘ্রই কর্তৃপক্ষ প্রশাসনের বন্ধ কান খুলে দিতে পারবে । যার জেরে সমস্যার সমাধান সম্ভব হতে পারবে ।

কলকাতা, 29 অক্টোবর : অনির্দিষ্টকালের জন্য দিল্লিতে অনশন শুরু করেছেন 5 COVID-যোদ্ধা চিকিৎসক । তাঁদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হল, বিচার পাওয়ার জন্য এই চিকিৎসকদের আন্দোলনের পাশে রয়েছে তারা ।

মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (MCKRDA), কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের এই সংগঠনের তরফে গতকাল জানানো হয়েছে, দিল্লির মিউনিসিপ্যালিটি কর্পোরেশন চালিত হাসপাতালের চিকিৎসকরা গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না । সেজন্য প্রতিবাদ করা হচ্ছে । এই প্রতিবাদের অঙ্গ হিসাবে দিল্লির মিউনিসিপ্যালিটি কর্পোরেশন চালিত হিন্দু রাও হাসপাতালের 5 জন চিকিৎসক গত ছয়দিন ধরে অনির্দিষ্টকালের জন্য অনশন আন্দোলন শুরু করেছেন । COVID- যোদ্ধাদের এমন আন্দোলন সত্ত্বেও দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার, সকলে দায়িত্ব অস্বীকার করে চলেছে । সরকার বেশি ব্যস্ত রয়েছে রাজনৈতিক দোষারোপের খেলায় । জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন COVID-19-এর বিরুদ্ধে চলা যুদ্ধে লড়াই করে চলেছেন স্বাস্থ্যকর্মীরা । এই অবস্থায় দীর্ঘ সময় ধরে তাঁরা বেতন পাচ্ছেন না, এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় ৷

মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, অনশনরত ওই COVID-যোদ্ধাদের পাশে রয়েছে এই সংগঠন । এই সংগঠন বিশ্বাস করে, অনির্দিষ্টকালের এই অনশন আন্দোলন খুব শীঘ্রই কর্তৃপক্ষ প্রশাসনের বন্ধ কান খুলে দিতে পারবে । যার জেরে সমস্যার সমাধান সম্ভব হতে পারবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.