ETV Bharat / state

NMC বাতিলের দাবিতে 7 অক্টোবর রাজ্যজুড়ে আন্দোলনে চিকিৎসকরা - covid positive cases in west bengal

রাজ্য সরকারি চিকিৎসকদের একাংশ ন্যাশনাল মেডিকেল কমিশন বাতিলের দাবিতে প্রতিবাদ সপ্তাহ পালন করছে ৷ আর 7 অক্টোবর নিজের নিজের কর্মস্থানে NMC বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাবেন সার্ভিস ডক্টরস ফোরামের সদস্যরা ৷

government-doctors-demand-to-reject-national-medical-commission
NMC বাতিলের দাবিতে প্রতিবাদে সরব SDF-র সদস্যরা
author img

By

Published : Oct 4, 2020, 7:17 AM IST

কলকাতা, 4 অক্টোবর : ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC) বাতিলের দাবিতে 7 অক্টোবর রাজ্যজুড়ে আন্দোলনে সামিল হচ্ছে রাজ্যের সরকারি চিকিৎসকদের একাংশ । ওই দিন নিজের নিজের কর্মস্থানে প্রতিবাদ দিবস পালন করবেন চিকিৎসকরা ।

NMC বাতিলের দাবিতে 1 অক্টোবর থেকে প্রতিবাদ-আন্দোলন শুরু হয়েছে ৷ চলবে 7 অক্টোবর ৷ সেদিন নিজের নিজের কর্মস্থানে NMC বাতিলের দাবি জানাবেন সার্ভিস ডক্টরস ফোরামের সদস্যরা ৷

এই NMC বাতিলের দাবি কেন ? তার উত্তরে চিকিৎসকরা জানিয়েছেন-

1) শুধু মেডিকেল এডুকেশন নয়, NMC-র মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণরূপে কর্পোরেট মালিকের হাতে তুলে দিতে চলেছে সরকার ৷

2) NMC-র মাধ্যমে মেডিকেল এডুকেশন ব্যয়বহুল হতে চলেছে ৷ তেমনই অন্যদিকে কোচিং সেন্টার নির্ভর ও হাতেকলমে কাজ শেখার সুযোগ থাকবে না ৷ মেধার পরিবর্তে মোটা অঙ্কের টাকাই হবে চিকিৎসক হওয়ার মানদণ্ড ৷ মেডিকেল এডুকেশনের মান তলানিতে এসে ঠেকবে ৷

3) চিকিৎসা ব্যবস্থা কর্পোরেট নিয়ন্ত্রিত ও বিমা নির্ভর হয়ে উঠবে ৷ ফলে আমজনতা অতিরিক্ত টাকা খরচ করে খারাপ চিকিৎসা পরিষেবা পেতে চলেছে ৷

4) মেডিকেল এডুকেশন এবং স্বাস্থ্য ব্যবস্থায় মেডিকেল প্লুরালিজ়ম চালু হবে । অর্থাৎ আয়ুষের চিকিৎসকরাও তখন মর্ডান মেডিসিন প্রেসক্রাইবড করতে পারবেন ।

মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া (MCI)-কে বাতিল করে 25 সেপ্টেম্বর থেকে NMC চালু করেছে কেন্দ্রীয় সরকার ৷ SDF-র সভাপতি চিকিৎসক প্রদীপ বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস শনিবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, NMC-র মাধ্যমে জনস্বাস্থ্য এবং মেডিকেল এডুকেশন বিরোধী পদক্ষেপ করছে সরকার । এর ফলে চিকিৎসক সমাজকে কার্যত কর্পোরেট স্বাস্থ্য ব্যবসার মধ্যে সেলসম্যানে পরিণত করা হবে । এর ফলে দুর্বিষহ হয়ে উঠবে জনজীবন ।

কলকাতা, 4 অক্টোবর : ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC) বাতিলের দাবিতে 7 অক্টোবর রাজ্যজুড়ে আন্দোলনে সামিল হচ্ছে রাজ্যের সরকারি চিকিৎসকদের একাংশ । ওই দিন নিজের নিজের কর্মস্থানে প্রতিবাদ দিবস পালন করবেন চিকিৎসকরা ।

NMC বাতিলের দাবিতে 1 অক্টোবর থেকে প্রতিবাদ-আন্দোলন শুরু হয়েছে ৷ চলবে 7 অক্টোবর ৷ সেদিন নিজের নিজের কর্মস্থানে NMC বাতিলের দাবি জানাবেন সার্ভিস ডক্টরস ফোরামের সদস্যরা ৷

এই NMC বাতিলের দাবি কেন ? তার উত্তরে চিকিৎসকরা জানিয়েছেন-

1) শুধু মেডিকেল এডুকেশন নয়, NMC-র মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণরূপে কর্পোরেট মালিকের হাতে তুলে দিতে চলেছে সরকার ৷

2) NMC-র মাধ্যমে মেডিকেল এডুকেশন ব্যয়বহুল হতে চলেছে ৷ তেমনই অন্যদিকে কোচিং সেন্টার নির্ভর ও হাতেকলমে কাজ শেখার সুযোগ থাকবে না ৷ মেধার পরিবর্তে মোটা অঙ্কের টাকাই হবে চিকিৎসক হওয়ার মানদণ্ড ৷ মেডিকেল এডুকেশনের মান তলানিতে এসে ঠেকবে ৷

3) চিকিৎসা ব্যবস্থা কর্পোরেট নিয়ন্ত্রিত ও বিমা নির্ভর হয়ে উঠবে ৷ ফলে আমজনতা অতিরিক্ত টাকা খরচ করে খারাপ চিকিৎসা পরিষেবা পেতে চলেছে ৷

4) মেডিকেল এডুকেশন এবং স্বাস্থ্য ব্যবস্থায় মেডিকেল প্লুরালিজ়ম চালু হবে । অর্থাৎ আয়ুষের চিকিৎসকরাও তখন মর্ডান মেডিসিন প্রেসক্রাইবড করতে পারবেন ।

মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া (MCI)-কে বাতিল করে 25 সেপ্টেম্বর থেকে NMC চালু করেছে কেন্দ্রীয় সরকার ৷ SDF-র সভাপতি চিকিৎসক প্রদীপ বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস শনিবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, NMC-র মাধ্যমে জনস্বাস্থ্য এবং মেডিকেল এডুকেশন বিরোধী পদক্ষেপ করছে সরকার । এর ফলে চিকিৎসক সমাজকে কার্যত কর্পোরেট স্বাস্থ্য ব্যবসার মধ্যে সেলসম্যানে পরিণত করা হবে । এর ফলে দুর্বিষহ হয়ে উঠবে জনজীবন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.