ETV Bharat / state

কোরোনা এড়াতে পরিচিত মানুষের সঙ্গে রং খেলার পরামর্শ চিকিৎসকদের - কোরোনা এড়াতে স্বাস্থ্যবিধি চিকিৎসকদের

দেশে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তাতে রং খেলায় কোনও বাধা নেই । তবে, অপরিচিত মানুষের সঙ্গে রং না খেলাই ভালো বলে মনে করছেন চিকিৎসকরা ।

Holi
হোলি
author img

By

Published : Mar 9, 2020, 6:41 AM IST

Updated : Mar 10, 2020, 6:23 AM IST

কলকাতা, 9 মার্চ : রং খেলুন । তবে, পরিচিত মানুষের সঙ্গে রঙের উৎসবে মেতে উঠুন । এই বছর অপরিচিত মানুষের সঙ্গে রং না খেলাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছেন চিকিৎসকরা । একইসঙ্গে চিকিৎসকরা জানাচ্ছেন, ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন রং ব্যবহার না করাই ভালো ।

ভারতেও নভেল কোরোনা ভাইরাস (COVID-19)-এ আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে । যদিও এ রাজ্যে এখনও পর্যন্ত COVID-19-এ আক্রান্তের কোনও খবর পাওয়া যায়নি । এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বার বার বলা হচ্ছে । একইসঙ্গে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হচ্ছে । সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা জারি রেখেছে স্বাস্থ্য দপ্তর ।

COVID-19-এর সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সাধারণ মানুষকে যে সব স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে তার মধ্যে ভিড় এড়িয়ে চলার বিষয়টিও রয়েছে । অর্থাৎ, বহু মানুষের সমাগম হয়েছে এমন কোনও স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে আজ পালিত হবে দোল । কোনও কোনও স্থানে এই বছর দোল উৎসব পালন না করার কথাও শোনা গেছে । সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যেও COVID-19 নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে । এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার কথা বলছেন চিকিৎসকরা । এমনকী, রঙের উৎসবে মেতে ওঠার কথাও বলছেন তাঁরা । তবে, কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেক্ষেত্রে ।

পরিচিত মানুষের সঙ্গে রং খেলার পরামর্শ চিকিৎসকদের...

দোল উৎসব এবং দেশে COVID-19-এর সংক্রমণ বেড়ে চলার ঘটনা - এই দুই বিষয়ের মধ্যে আদৌ কি কোনও সম্পর্ক রয়েছে? আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটের ডাক্তার সুগত দাশগুপ্ত বলেন, "এই বিষয়টি নিয়েও সম্ভবত আতঙ্ক ছড়াচ্ছে । এখনও পর্যন্ত ভারতে কিছু কেস আইসোলেটেড হয়েছে । তবে, চিকিৎসক হিসেবে আমি বলব, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনও কারণ নেই ।" তিনি বলেন, "দোলযাত্রা আমাদের একটি সামাজিক অনুষ্ঠান । রঙের উৎসবে মেতে ওঠার জন্য বহু মানুষের জমায়েত হয় । অনেক অপরিচিত মানুষও থাকেন । অপরিচিত কোনও মানুষের মধ্যে সংক্রমণ রয়েছে কি না সেটা জানা নেই । সেই জন্য এই বছর বড় কোনও জমায়েতে অপরিচিত মানুষের সঙ্গে রং না খেলাই ভালো । তবে, আপনি যদি জানেন, যাদের সঙ্গে রং খেলছেন তাদের কারও মধ্যে COVID-19-এর উপসর্গ নেই এবং তারা সবাই সুস্থ ও পরিচিত মানুষ তাহলে রঙ খেলায় কোনও সমস্যা রয়েছে বলে আমার মনে হয় না । কিন্তু, বড় জমায়েত যেখানে আপনি চেনেন না এরকম অপরিচিত মানুষ আছে সেক্ষেত্রে নিজেকে দূরে সরিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ ।"

কলকাতার আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের ইমার্জেন্সি মেডিসিন বিভাগের প্রধান তথা সোসাইটি ফর ইমার্জেন্সি মেডিসিন ইন্ডিয়া-র ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন প্রেসিডেন্ট, চিকিৎসক সংযুক্তা দত্ত বলেন, "COVID-19-এর ভয়ে রঙের উৎসব বর্জন করবেন তা তো হয় না । আর, এ রকমও নয় যে প্রত্যেকেই COVID-19-এ আক্রান্ত । COVID-19-এ আক্রান্ত কোনও স্থান থেকে যারা সম্প্রতি ফেরেনি অর্থাৎ যাদের ট্র্যাভেল হিস্টরি নেই, ফ্লু-র উপসর্গ নেই, তাদের সঙ্গে রং খেললে কোনও অসুবিধা আছে বলে মনে হয় না । রং খেলুন, তাতে অসুবিধা নেই । কিন্তু প্রচুর অপরিচিতর ভিড় যারা হয়তো সদ‍্য ফিরেছেন COVID-19-এ আক্রান্ত কোনও দেশ থেকে, ফ্লু-র উপসর্গ রয়েছে অথচ আপনি জানেন না তাদের সঙ্গে রং খেললে অসুবিধা হলেও হতে পারে ।

পরিচিত মানুষের সঙ্গে কীভাবে রং খেললে সুরক্ষিত থাকবেন সাধারণ মানুষ? চিকিৎসক সুগত দাশগুপ্ত বলেন, "স্বাস্থ্যবিধি মেনে রং খেলুন । নোংরা জল দিয়ে রং খেলবেন না । শুধু আবির খেলুন । শরীরের এমন কোনও অংশে রং দেবেন না যেখানে পরিষ্কার করতে অসুবিধা হয় ।" চিকিৎসক সংযুক্তা দত্ত বলেন, "খারাপ রং ব্যবহার করবেন না । রং চোখে গেলে দ্রুত জল দিয়ে চোখ ধুয়ে ফেলে যত্ন নিতে হবে । অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ।"

কলকাতা, 9 মার্চ : রং খেলুন । তবে, পরিচিত মানুষের সঙ্গে রঙের উৎসবে মেতে উঠুন । এই বছর অপরিচিত মানুষের সঙ্গে রং না খেলাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছেন চিকিৎসকরা । একইসঙ্গে চিকিৎসকরা জানাচ্ছেন, ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন রং ব্যবহার না করাই ভালো ।

ভারতেও নভেল কোরোনা ভাইরাস (COVID-19)-এ আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে । যদিও এ রাজ্যে এখনও পর্যন্ত COVID-19-এ আক্রান্তের কোনও খবর পাওয়া যায়নি । এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বার বার বলা হচ্ছে । একইসঙ্গে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হচ্ছে । সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা জারি রেখেছে স্বাস্থ্য দপ্তর ।

COVID-19-এর সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সাধারণ মানুষকে যে সব স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে তার মধ্যে ভিড় এড়িয়ে চলার বিষয়টিও রয়েছে । অর্থাৎ, বহু মানুষের সমাগম হয়েছে এমন কোনও স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে আজ পালিত হবে দোল । কোনও কোনও স্থানে এই বছর দোল উৎসব পালন না করার কথাও শোনা গেছে । সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যেও COVID-19 নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে । এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার কথা বলছেন চিকিৎসকরা । এমনকী, রঙের উৎসবে মেতে ওঠার কথাও বলছেন তাঁরা । তবে, কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেক্ষেত্রে ।

পরিচিত মানুষের সঙ্গে রং খেলার পরামর্শ চিকিৎসকদের...

দোল উৎসব এবং দেশে COVID-19-এর সংক্রমণ বেড়ে চলার ঘটনা - এই দুই বিষয়ের মধ্যে আদৌ কি কোনও সম্পর্ক রয়েছে? আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটের ডাক্তার সুগত দাশগুপ্ত বলেন, "এই বিষয়টি নিয়েও সম্ভবত আতঙ্ক ছড়াচ্ছে । এখনও পর্যন্ত ভারতে কিছু কেস আইসোলেটেড হয়েছে । তবে, চিকিৎসক হিসেবে আমি বলব, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনও কারণ নেই ।" তিনি বলেন, "দোলযাত্রা আমাদের একটি সামাজিক অনুষ্ঠান । রঙের উৎসবে মেতে ওঠার জন্য বহু মানুষের জমায়েত হয় । অনেক অপরিচিত মানুষও থাকেন । অপরিচিত কোনও মানুষের মধ্যে সংক্রমণ রয়েছে কি না সেটা জানা নেই । সেই জন্য এই বছর বড় কোনও জমায়েতে অপরিচিত মানুষের সঙ্গে রং না খেলাই ভালো । তবে, আপনি যদি জানেন, যাদের সঙ্গে রং খেলছেন তাদের কারও মধ্যে COVID-19-এর উপসর্গ নেই এবং তারা সবাই সুস্থ ও পরিচিত মানুষ তাহলে রঙ খেলায় কোনও সমস্যা রয়েছে বলে আমার মনে হয় না । কিন্তু, বড় জমায়েত যেখানে আপনি চেনেন না এরকম অপরিচিত মানুষ আছে সেক্ষেত্রে নিজেকে দূরে সরিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ ।"

কলকাতার আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের ইমার্জেন্সি মেডিসিন বিভাগের প্রধান তথা সোসাইটি ফর ইমার্জেন্সি মেডিসিন ইন্ডিয়া-র ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন প্রেসিডেন্ট, চিকিৎসক সংযুক্তা দত্ত বলেন, "COVID-19-এর ভয়ে রঙের উৎসব বর্জন করবেন তা তো হয় না । আর, এ রকমও নয় যে প্রত্যেকেই COVID-19-এ আক্রান্ত । COVID-19-এ আক্রান্ত কোনও স্থান থেকে যারা সম্প্রতি ফেরেনি অর্থাৎ যাদের ট্র্যাভেল হিস্টরি নেই, ফ্লু-র উপসর্গ নেই, তাদের সঙ্গে রং খেললে কোনও অসুবিধা আছে বলে মনে হয় না । রং খেলুন, তাতে অসুবিধা নেই । কিন্তু প্রচুর অপরিচিতর ভিড় যারা হয়তো সদ‍্য ফিরেছেন COVID-19-এ আক্রান্ত কোনও দেশ থেকে, ফ্লু-র উপসর্গ রয়েছে অথচ আপনি জানেন না তাদের সঙ্গে রং খেললে অসুবিধা হলেও হতে পারে ।

পরিচিত মানুষের সঙ্গে কীভাবে রং খেললে সুরক্ষিত থাকবেন সাধারণ মানুষ? চিকিৎসক সুগত দাশগুপ্ত বলেন, "স্বাস্থ্যবিধি মেনে রং খেলুন । নোংরা জল দিয়ে রং খেলবেন না । শুধু আবির খেলুন । শরীরের এমন কোনও অংশে রং দেবেন না যেখানে পরিষ্কার করতে অসুবিধা হয় ।" চিকিৎসক সংযুক্তা দত্ত বলেন, "খারাপ রং ব্যবহার করবেন না । রং চোখে গেলে দ্রুত জল দিয়ে চোখ ধুয়ে ফেলে যত্ন নিতে হবে । অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ।"

Last Updated : Mar 10, 2020, 6:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.