কলকাতা, 15 ডিসেম্বর : আতঙ্ক বাড়িয়ে রাজ্যেও হানা দিয়েছে কোভিডের নয়া প্রজাতি ওমিক্রন ৷ আবুধাবি ফেরত মুর্শিদাবাদের সাত বছরের এক বালকের দেহে ধরা পড়েছে ওমিক্রন ৷ এই ওমিক্রন আবহে কীভাবে সতর্ক থাকবেন, নিজের ও পরিবারের সদস্যদের নিরাপদে রাখতে, শিশুদের খেয়াল রাখতে এই সময় কী করণীয় তা নিয়ে পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা (doctors advice on omicron infection) ৷
আরও পড়ুন : বঙ্গেও ওমিক্রনের হানা, আক্রান্ত আবুধাবি ফেরত সাত বছরের বালক
প্রখ্যাত চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, করোনার অন্যান্য সংক্রমণের মতো ওমিক্রন আক্রান্তদেরও অবশ্যই আইসোলেশনে থাকা উচিত ৷ সেই আক্রান্তদের যাঁরা দেখভাল করবেন তাঁরাও যেন প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন। এছাড়াও তিনি বলেন, "ভিড় এড়াতে হবে৷ মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে ৷ বিমানবন্দর কর্তৃপক্ষকেও যাত্রীদের পরীক্ষা করতে হবে। বহু সময় ওমিক্রন আক্রান্তরা উপসর্গহীন হন এটা মাথায় রাখতে হবে।"
শিশুরোগ বিশেষজ্ঞ, ডাঃ জয়দেব রায় বলেন, "ওমিক্রন সংক্রমণ এড়াতে মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করা, যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়া এই সব সতর্কতাই অবলম্বন করতে হবে ৷ যেহেতু ওমিক্রন খুব দ্রুত গতিতে ছড়িয়ে পরে তাই এর ক্ষেত্রে আক্রান্তদের দ্রুত আইসোলেশনে পাঠানোটা খুব জরুরি। ওমিক্রনে মৃত্যুর হার বেশি না হলেও এর দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতাই চিন্তার ৷ সকলের উচিত দুরত্ববিধি মেনে চলা ৷"