ETV Bharat / state

নির্বাচনে BJP এজেন্ট হওয়ায় আক্রান্ত চিকিৎসক, ছাড় পেল না শিশুও - tmc worker

আক্রান্ত চিকিৎসকের নাম সুধীরচন্দ্র দাস । বাঁচাতে এলে মারধর করা হয় তাঁর স্ত্রীকেও । ঘটনায় আক্রান্ত আরও এক BJP কর্মী । নাম সুমন দত্ত ।

যাদবপুর
author img

By

Published : Jun 4, 2019, 9:30 PM IST

Updated : Jun 5, 2019, 12:04 AM IST

কলকাতা, 4 জুন : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত । এবার যাদবপুরে । BJP প্রার্থীর এজেন্ট হওয়ায় স্থানীয় চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

আক্রান্ত চিকিৎসকের নাম সুধীরচন্দ্র দাস । বাঁচাতে এলে মারধর করা হয় তাঁর স্ত্রীকেও । অভিযোগ, আজ সকাল 10 টা নাগাদ সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা প্রবীর সরকারের নেতৃত্বে প্রায় 150 জন বাইক বাহিনীর একটি দল লাঠি, বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় । এলাকায় এসে প্রথমেই চিকিৎসকের বাড়িতে চড়াও হয় তারা । ভাঙচুর করা হয় তাঁর ওষুধের দোকান ও বাড়িতে । পাশের মুদির দোকানেও ভাঙচুর চালানো হয় । ঘটনায় আক্রান্ত আরও এক BJP কর্মী । নাম সুমন দত্ত । তাঁর স্ত্রীকেও মারধর করা হয় । ছাড় পায়নি তাঁর শিশু সন্তানও ।

দেখুন ভিডিয়ো

সুধীরবাবু যাদবপুর কেন্দ্রে BJP প্রার্থী অনুপম হাজরার হয়ে এজেন্ট হিসেবে বুথে বসেছিলেন । সুমনবাবুও এলাকায় BJP কর্মী হিসেবে পরিচিত । অভিযোগ, এর জেরেই তৃণমূল দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় । ঘটনার জেরে BJP কর্মীরা প্রথমে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করতে যান । এরপর দুপুর 3 টে নাগাদ স্থানীয় BJP কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় । পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে ।

এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা প্রবীর সরকার বলেন, ওই এলাকায় কেউ BJP করে বলে জানা নেই । সুধীরচন্দ্র দাস নামে এলাকায় এক ভুয়ো চিকিৎসক আছেন । স্থানীয়রাই ভুল চিকিৎসার কারণে তাঁর উপর হামলা চালিয়েছে ।

কলকাতা, 4 জুন : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত । এবার যাদবপুরে । BJP প্রার্থীর এজেন্ট হওয়ায় স্থানীয় চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

আক্রান্ত চিকিৎসকের নাম সুধীরচন্দ্র দাস । বাঁচাতে এলে মারধর করা হয় তাঁর স্ত্রীকেও । অভিযোগ, আজ সকাল 10 টা নাগাদ সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা প্রবীর সরকারের নেতৃত্বে প্রায় 150 জন বাইক বাহিনীর একটি দল লাঠি, বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় । এলাকায় এসে প্রথমেই চিকিৎসকের বাড়িতে চড়াও হয় তারা । ভাঙচুর করা হয় তাঁর ওষুধের দোকান ও বাড়িতে । পাশের মুদির দোকানেও ভাঙচুর চালানো হয় । ঘটনায় আক্রান্ত আরও এক BJP কর্মী । নাম সুমন দত্ত । তাঁর স্ত্রীকেও মারধর করা হয় । ছাড় পায়নি তাঁর শিশু সন্তানও ।

দেখুন ভিডিয়ো

সুধীরবাবু যাদবপুর কেন্দ্রে BJP প্রার্থী অনুপম হাজরার হয়ে এজেন্ট হিসেবে বুথে বসেছিলেন । সুমনবাবুও এলাকায় BJP কর্মী হিসেবে পরিচিত । অভিযোগ, এর জেরেই তৃণমূল দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় । ঘটনার জেরে BJP কর্মীরা প্রথমে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করতে যান । এরপর দুপুর 3 টে নাগাদ স্থানীয় BJP কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় । পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে ।

এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা প্রবীর সরকার বলেন, ওই এলাকায় কেউ BJP করে বলে জানা নেই । সুধীরচন্দ্র দাস নামে এলাকায় এক ভুয়ো চিকিৎসক আছেন । স্থানীয়রাই ভুল চিকিৎসার কারণে তাঁর উপর হামলা চালিয়েছে ।

Aligarh (Uttar Pradesh), May 10 (ANI): Students have accused Aligarh Muslim University administration of discrimination in admissions. Students are protesting outside the administration building since last few days. Students have put the allegations that AMU administration is rigging the admission and have asked them to fill vacancies of Ph.D. Students put posters under Prime Minister Pakoda scheme during the protest.
Last Updated : Jun 5, 2019, 12:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.