কলকাতা, 4 জুন : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত । এবার যাদবপুরে । BJP প্রার্থীর এজেন্ট হওয়ায় স্থানীয় চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।
আক্রান্ত চিকিৎসকের নাম সুধীরচন্দ্র দাস । বাঁচাতে এলে মারধর করা হয় তাঁর স্ত্রীকেও । অভিযোগ, আজ সকাল 10 টা নাগাদ সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা প্রবীর সরকারের নেতৃত্বে প্রায় 150 জন বাইক বাহিনীর একটি দল লাঠি, বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় । এলাকায় এসে প্রথমেই চিকিৎসকের বাড়িতে চড়াও হয় তারা । ভাঙচুর করা হয় তাঁর ওষুধের দোকান ও বাড়িতে । পাশের মুদির দোকানেও ভাঙচুর চালানো হয় । ঘটনায় আক্রান্ত আরও এক BJP কর্মী । নাম সুমন দত্ত । তাঁর স্ত্রীকেও মারধর করা হয় । ছাড় পায়নি তাঁর শিশু সন্তানও ।
সুধীরবাবু যাদবপুর কেন্দ্রে BJP প্রার্থী অনুপম হাজরার হয়ে এজেন্ট হিসেবে বুথে বসেছিলেন । সুমনবাবুও এলাকায় BJP কর্মী হিসেবে পরিচিত । অভিযোগ, এর জেরেই তৃণমূল দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় । ঘটনার জেরে BJP কর্মীরা প্রথমে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করতে যান । এরপর দুপুর 3 টে নাগাদ স্থানীয় BJP কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় । পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে ।
এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা প্রবীর সরকার বলেন, ওই এলাকায় কেউ BJP করে বলে জানা নেই । সুধীরচন্দ্র দাস নামে এলাকায় এক ভুয়ো চিকিৎসক আছেন । স্থানীয়রাই ভুল চিকিৎসার কারণে তাঁর উপর হামলা চালিয়েছে ।