ETV Bharat / state

ভিন রাজ্য থেকে আমদানি জীবাণুনাশক স্প্রে - কোরোনাভাইরাস সুরক্ষা

শহর কলকাতায় জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা হচ্ছে ৷ কিন্তু ইতিমধ্যেই তার অভাব দেখা দিয়েছে ৷ সেই অভাব মেটাতেই ভিন রাজ্য থেকে স্প্রে-র আমদানি করা হবে ৷

Disinfection spray
আমদানি করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে
author img

By

Published : Mar 30, 2020, 9:08 PM IST

কলকাতা, 30 মার্চ : শহর কলকাতাকে জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু করেছিল কলকাতা পৌরনিগম । শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও সরকারি হাসপাতালগুলিতে এই জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু করা হয় । পরবর্তীকালে শহরের বিভিন্ন প্রান্তে জীবাণুনাশক স্প্রে করা হয় । ফলে এই স্প্রে-র চাহিদা অনেক বেড়ে যায় ৷ কিন্তু সেই তুলনায় জোগান কম থাকায় স্প্রে-র অভাব তৈরি হয়েছে ।

এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন , "ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মুখ্য সচিবের সঙ্গে কথা হয়েছে । সোডিয়াম হাইড্রোক্লোরাইডের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে এই জীবাণুনাশক তৈরি করা হয় । রাজ্যের যে কয়েকটি উৎপাদন কারখানা ছিল, সেগুলি বন্ধ ছিল ৷ তবে সেগুলি আবার চালু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি । জল প্রস্তুত কারখানাগুলির হাইড্রোক্লোরাইডের প্রয়োজন হয় ৷ তাই এর চাহিদা বেশি থাকায় সমস্যা তৈরি হয়েছিল ।" অন্যান্য রাজ্যে যেখানে এই সোডিয়াম হাইড্রোক্লোরাইড তৈরি হয় , তাদের সঙ্গেও ইতিমধ্যেই কথা হয়ে গেছে ৷ কয়েকদিনের মধ্যেই অন্যান্য রাজ্য থেকে স্প্রে-র আমদানি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শহর কলকাতায় যেভাবে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে আগামী দিনেও করা হবে । স্প্রে করা বন্ধ হবে না । যে সমস্যা তৈরি হয়েছে তা দ্রুতই মিটে যাবে বলেও আজ স্পষ্ট জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

কলকাতা, 30 মার্চ : শহর কলকাতাকে জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু করেছিল কলকাতা পৌরনিগম । শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও সরকারি হাসপাতালগুলিতে এই জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু করা হয় । পরবর্তীকালে শহরের বিভিন্ন প্রান্তে জীবাণুনাশক স্প্রে করা হয় । ফলে এই স্প্রে-র চাহিদা অনেক বেড়ে যায় ৷ কিন্তু সেই তুলনায় জোগান কম থাকায় স্প্রে-র অভাব তৈরি হয়েছে ।

এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন , "ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মুখ্য সচিবের সঙ্গে কথা হয়েছে । সোডিয়াম হাইড্রোক্লোরাইডের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে এই জীবাণুনাশক তৈরি করা হয় । রাজ্যের যে কয়েকটি উৎপাদন কারখানা ছিল, সেগুলি বন্ধ ছিল ৷ তবে সেগুলি আবার চালু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি । জল প্রস্তুত কারখানাগুলির হাইড্রোক্লোরাইডের প্রয়োজন হয় ৷ তাই এর চাহিদা বেশি থাকায় সমস্যা তৈরি হয়েছিল ।" অন্যান্য রাজ্যে যেখানে এই সোডিয়াম হাইড্রোক্লোরাইড তৈরি হয় , তাদের সঙ্গেও ইতিমধ্যেই কথা হয়ে গেছে ৷ কয়েকদিনের মধ্যেই অন্যান্য রাজ্য থেকে স্প্রে-র আমদানি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শহর কলকাতায় যেভাবে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে আগামী দিনেও করা হবে । স্প্রে করা বন্ধ হবে না । যে সমস্যা তৈরি হয়েছে তা দ্রুতই মিটে যাবে বলেও আজ স্পষ্ট জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.