ETV Bharat / state

জীবাণুমুক্ত করার কাজ শুরু ভারতীয় জাদুঘরে - Lockdown

কোরোনা সংক্রমণের জন্য দর্শকদের প্রবেশ নিষেধ করা হয়েছে ভারতীয় জাদুঘরে । যদিও জাদুঘরের সমস্ত অফিস খোলা রয়েছে, আধিকারিক এবং কর্মচারীরা নিয়মিত কাজে যোগ দিতে ভারতীয় জাদুঘরে আসছেন ।

জাদুঘর
জাদুঘর
author img

By

Published : May 8, 2020, 7:14 PM IST

কলকাতা, 8 মে : CISF জওয়ানের মৃত্যুর পর আজ সকাল থেকেই ভারতীয় জাদুঘরের সর্বত্র চলছে জীবাণুমুক্ত করার কাজ । জাদুঘরের আনাচে-কানাচে এবং CISF ব্যারাকেও কলকাতা পৌরনিগমের জীবাণুনাশক গাড়ি এসে জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছে । কোরোনা সংক্রমণের জন্য দর্শকদের প্রবেশ নিষেধ করা হয়েছে ভারতীয় জাদুঘরে । যদিও জাদুঘরের সমস্ত অফিস খোলা রয়েছে । আধিকারিক এবং কর্মচারীরা নিয়মিত কাজে যোগ দিতে ভারতীয় জাদুঘরে আসছেন । গতকালের ঘটনার পর থেকে আধিকারিক, কর্মচারীদেরও জাদুঘরে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ ।

সোমবার ভারতীয় জাদুঘরের CISF-র এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অসুস্থ হয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন । গতকাল তাঁর মৃত্যু হয় । মৃত্যুর পর নমুনা পরীক্ষায় জানা যায়, তিনি কোরোনা আক্রান্ত ছিলেন । তারপর থেকেই জাদুঘর জুড়ে শোরগোল পড়ে যায় । আজ সকাল থেকেই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল ভারতীয় জাদুঘর । পূর্ব বর্ধমানের কালনার এই বাসিন্দা দীর্ঘদিন ধরে ভারতীয় জাদুঘরে কর্মরত ছিলেন । মোট 33জন CISF কর্মী জাদুঘরে কর্তব্যরত । প্রত্যেক CISF কর্মীকে ইতিমধ্যেই কোয়ারানটিনে পাঠানো হয়েছে । জাদুঘরের পক্ষ থেকে এবং স্বাস্থ্য দপ্তর থেকে খোঁজ নেওয়া হচ্ছে মৃত ব্যক্তির সংস্পর্শে কারা কারা এসেছিলেন । মৃত ব্যক্তির পরিবারের সদস্য কবে এসেছিলেন তাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা জাদুঘরের পক্ষ থেকে আধিকারিক এবং কর্মচারীদের মেইলের মাধ্যমে অফিসে আসতে নিষেধ করা হয়েছে । গতকাল সংশ্লিষ্ট CISF কর্মীর মৃত্যুর পর তাঁর পূর্ব বর্ধমানের কালনার বাড়িতে খবর দেওয়া হয় । স্বাস্থ্য দপ্তর থেকে ভারতীয় জাদুঘরে খবর দিয়ে জানানো হয়, সংশ্লিষ্ট CISF কর্মী কোরোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন । 33জন CISF কর্মীকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । ভারতীয় জাদুঘরের প্রত্যেক কর্মচারীর এবং আধিকারিকের নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে । আজ সকাল থেকেই জীবানুমুক্ত করার কাজ শুরু হয়েছে ।

কলকাতা, 8 মে : CISF জওয়ানের মৃত্যুর পর আজ সকাল থেকেই ভারতীয় জাদুঘরের সর্বত্র চলছে জীবাণুমুক্ত করার কাজ । জাদুঘরের আনাচে-কানাচে এবং CISF ব্যারাকেও কলকাতা পৌরনিগমের জীবাণুনাশক গাড়ি এসে জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছে । কোরোনা সংক্রমণের জন্য দর্শকদের প্রবেশ নিষেধ করা হয়েছে ভারতীয় জাদুঘরে । যদিও জাদুঘরের সমস্ত অফিস খোলা রয়েছে । আধিকারিক এবং কর্মচারীরা নিয়মিত কাজে যোগ দিতে ভারতীয় জাদুঘরে আসছেন । গতকালের ঘটনার পর থেকে আধিকারিক, কর্মচারীদেরও জাদুঘরে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ ।

সোমবার ভারতীয় জাদুঘরের CISF-র এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অসুস্থ হয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন । গতকাল তাঁর মৃত্যু হয় । মৃত্যুর পর নমুনা পরীক্ষায় জানা যায়, তিনি কোরোনা আক্রান্ত ছিলেন । তারপর থেকেই জাদুঘর জুড়ে শোরগোল পড়ে যায় । আজ সকাল থেকেই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল ভারতীয় জাদুঘর । পূর্ব বর্ধমানের কালনার এই বাসিন্দা দীর্ঘদিন ধরে ভারতীয় জাদুঘরে কর্মরত ছিলেন । মোট 33জন CISF কর্মী জাদুঘরে কর্তব্যরত । প্রত্যেক CISF কর্মীকে ইতিমধ্যেই কোয়ারানটিনে পাঠানো হয়েছে । জাদুঘরের পক্ষ থেকে এবং স্বাস্থ্য দপ্তর থেকে খোঁজ নেওয়া হচ্ছে মৃত ব্যক্তির সংস্পর্শে কারা কারা এসেছিলেন । মৃত ব্যক্তির পরিবারের সদস্য কবে এসেছিলেন তাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা জাদুঘরের পক্ষ থেকে আধিকারিক এবং কর্মচারীদের মেইলের মাধ্যমে অফিসে আসতে নিষেধ করা হয়েছে । গতকাল সংশ্লিষ্ট CISF কর্মীর মৃত্যুর পর তাঁর পূর্ব বর্ধমানের কালনার বাড়িতে খবর দেওয়া হয় । স্বাস্থ্য দপ্তর থেকে ভারতীয় জাদুঘরে খবর দিয়ে জানানো হয়, সংশ্লিষ্ট CISF কর্মী কোরোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন । 33জন CISF কর্মীকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । ভারতীয় জাদুঘরের প্রত্যেক কর্মচারীর এবং আধিকারিকের নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে । আজ সকাল থেকেই জীবানুমুক্ত করার কাজ শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.