ETV Bharat / state

Bengal BJP: মোদির সঙ্গে বৈঠক বাংলার বিজেপি সাংসদদের, উঠে এল তৃণমূলের দুর্নীতি থেকে 'ইন্ডিয়া' প্রসঙ্গ - BJP MPs meeting with PM Modi

Sukanta Majumdar on PM Modi Meeting with Bengal BJP MPs: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন বাংলার বিজেপি সাংসদরা ৷ সেই বৈঠকে তৃণমূলের দুর্নীতি থেকে ইন্ডিয়া প্রসঙ্গ উঠে এসেছে বলে জানালেন সুকান্ত মজুমদার ৷

PM Modi Meets Bengal BJP MPs ETV Bharat
প্রধানমন্ত্রী ও সুকান্ত মজুমদার
author img

By

Published : Aug 1, 2023, 3:21 PM IST

Updated : Aug 1, 2023, 4:13 PM IST

দিল্লি থেকে ভিডিয়ো বার্তা সুকান্ত মজুমদারের

কলকাতা, 1 অগস্ট: একদিকে যখন রাজ্য বিধানসভার অধিবেশন মণিপুর ও ডেঙ্গি নিয়ে উত্তাল হচ্ছে, তখনই সরগরম দিল্লির বাদল অধিবেশনও । তারই মাঝে সোমবার সংসদ ভবনে বেশ রাতের দিকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা এবং বৈঠক সারলেন বাংলার বিজেপি সাংসদরা । ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও । তিনি একটি ভিডিয়ো বার্তায় সেই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানিয়েছেন ৷

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এ বার প্রতিটি রাজ্যের সাংসদ ও নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বাংলার ক্ষেত্রে যদিও এর আগে দু'বার অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । সোমবার বাংলার সাংসদদের সঙ্গে কথা হল প্রধানমন্ত্রীর ৷

এই বিষয়ে দিল্লি থেকে একটি ভিডিয়ো বার্তায় সুকান্ত মজুমদার বলেন, "আজ আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে । আগামী লোকসভা নির্বাচন নিয়ে তিনি আমাদের মার্গ দর্শন করেছেন । তিনটি রাজ্য থেকে মোট ছয়টি ভিডিয়ো দেখানো হয়েছে । এনডিএ সরকার বাংলায় পরিকাঠামোগত যে কাজ করেছে, তার খতিয়ানও উঠে এসেছে বৈঠকে ।"

'ইউপিএ-র রূপান্তরিত নাম ইন্ডিয়া': সুকান্ত আরও জানান, রাজ্যে তৃণমূল কংগ্রেস যে সব দুর্নীতিতে অভিযুক্ত, তা নিয়েও বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে ওই বৈঠকে । পাশাপাশি তৃণমূলের দুর্নীতি নিয়ে ভিডিয়ো দেখানো হয়েছে সাংসদদের ওই বৈঠকে । বৈঠকে ইউপিএ-র বিভিন্ন দুর্নীতির কথা নিয়েও আলোচনা করা হয় বলে জানান বিজেপির রাজ্য সভাপতি । তিনি বলেন, "দুর্নীতি করেছিল বলেই তারা এখন নতুন নাম দিয়েছে আইএনডিআইএ । এটা আসলে ইউপিএ-র রূপান্তরিত নাম ।"

আরও পড়ুন: রাজ্যে শূন্যপদে 6 মাসের মধ্যে নিয়োগ চাইলেন শুভেন্দু

জরুরি তলব পেয়ে দিল্লিতে: প্রসঙ্গত, গত 23 জুলাই হঠাৎই জরুরি তলব পেয়ে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী উড়ে গিয়েছিলেন দিল্লিতে । এই তলবের কারণ ঠিক কী, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা । মনে করা হচ্ছিল যে, আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের সাংগঠনিক প্রেক্ষাপটে কিছু রদবদল আনতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব । এমনও মনে করা হচ্ছিল যে, হয়তো সুকান্ত মজুমদারকে দিল্লি নিয়ে গিয়ে রাজ্য সভাপতি পদে বসানো হতে পারে শুভেন্দু অধিকারীকে । তবে সবই আপাতত জল্পনা স্তরেই রয়েছে ।

দিল্লি থেকে ভিডিয়ো বার্তা সুকান্ত মজুমদারের

কলকাতা, 1 অগস্ট: একদিকে যখন রাজ্য বিধানসভার অধিবেশন মণিপুর ও ডেঙ্গি নিয়ে উত্তাল হচ্ছে, তখনই সরগরম দিল্লির বাদল অধিবেশনও । তারই মাঝে সোমবার সংসদ ভবনে বেশ রাতের দিকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা এবং বৈঠক সারলেন বাংলার বিজেপি সাংসদরা । ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও । তিনি একটি ভিডিয়ো বার্তায় সেই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানিয়েছেন ৷

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এ বার প্রতিটি রাজ্যের সাংসদ ও নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বাংলার ক্ষেত্রে যদিও এর আগে দু'বার অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । সোমবার বাংলার সাংসদদের সঙ্গে কথা হল প্রধানমন্ত্রীর ৷

এই বিষয়ে দিল্লি থেকে একটি ভিডিয়ো বার্তায় সুকান্ত মজুমদার বলেন, "আজ আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে । আগামী লোকসভা নির্বাচন নিয়ে তিনি আমাদের মার্গ দর্শন করেছেন । তিনটি রাজ্য থেকে মোট ছয়টি ভিডিয়ো দেখানো হয়েছে । এনডিএ সরকার বাংলায় পরিকাঠামোগত যে কাজ করেছে, তার খতিয়ানও উঠে এসেছে বৈঠকে ।"

'ইউপিএ-র রূপান্তরিত নাম ইন্ডিয়া': সুকান্ত আরও জানান, রাজ্যে তৃণমূল কংগ্রেস যে সব দুর্নীতিতে অভিযুক্ত, তা নিয়েও বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে ওই বৈঠকে । পাশাপাশি তৃণমূলের দুর্নীতি নিয়ে ভিডিয়ো দেখানো হয়েছে সাংসদদের ওই বৈঠকে । বৈঠকে ইউপিএ-র বিভিন্ন দুর্নীতির কথা নিয়েও আলোচনা করা হয় বলে জানান বিজেপির রাজ্য সভাপতি । তিনি বলেন, "দুর্নীতি করেছিল বলেই তারা এখন নতুন নাম দিয়েছে আইএনডিআইএ । এটা আসলে ইউপিএ-র রূপান্তরিত নাম ।"

আরও পড়ুন: রাজ্যে শূন্যপদে 6 মাসের মধ্যে নিয়োগ চাইলেন শুভেন্দু

জরুরি তলব পেয়ে দিল্লিতে: প্রসঙ্গত, গত 23 জুলাই হঠাৎই জরুরি তলব পেয়ে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী উড়ে গিয়েছিলেন দিল্লিতে । এই তলবের কারণ ঠিক কী, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা । মনে করা হচ্ছিল যে, আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের সাংগঠনিক প্রেক্ষাপটে কিছু রদবদল আনতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব । এমনও মনে করা হচ্ছিল যে, হয়তো সুকান্ত মজুমদারকে দিল্লি নিয়ে গিয়ে রাজ্য সভাপতি পদে বসানো হতে পারে শুভেন্দু অধিকারীকে । তবে সবই আপাতত জল্পনা স্তরেই রয়েছে ।

Last Updated : Aug 1, 2023, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.