কলকাতা, 31 মে : নারদকাণ্ডে ফিরহাদ হাকিম সহ চার নেতা-মন্ত্রীর গ্রেফতারের ঘটনার প্রতিবাদ করে আগেই বিজেপি ছেড়েছেন দীপেন্দু বিশ্বাস । এবার পুরানো দলে ফিরতে চেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে খোলা চিঠি দিলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক । নির্বাচনের আগে আবেগের বশবর্তী হয়েই বিজেপিতে গিয়েছিলেন তিনি ৷ একথা জানিয়ে তৃণমূল নেত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি ।
একুশের বিধানসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক । দলবদলের সময়ে পুরানো দলের বিরুদ্ধে উগরে দিয়েছিলেন একরাশ ক্ষোভ । তবে পদ্ম শিবিরে যোগ দিয়েও আশা পূরণ হয়নি ময়দান কাঁপানো ফুটবলারের । পদ্ম শিবিরেও মেলেনি বিধানসভায় প্রার্থী হওয়ার টিকিট ৷ সান্ত্বনা পুরস্কার হিসেবে অবশ্য বিজেপির রাজ্য কমিটির স্থায়ী সদস্যপদ জুটেছিল । তবে বিধানসভা নির্বাচনে হারার পর বিজেপির সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছিল দীপেন্দুর । 17 মে নারদকাণ্ডে ফিরহাদ হাকিমদের গ্রেফতারের পরেই সিবিআইয়ের ভূমিকার সমালোচনা করে বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দেন দীপেন্দু ।
আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে তিন সদস্যের কমিটি গড়ল হাইকোর্ট
তারপর থেকেই তাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয় । সেই জল্পনার মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক । হাতে লেখা চিঠিতে দীপেন্দু লিখেছেন, 'শ্রদ্ধেয়া দিদি, প্রথমেই আমার প্রণাম নেবেন । বেশ কিছুদিন আগে অভিমানে ভুলবশত আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তার জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী । নির্বাচনের সময়ে আমি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ি এবং সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় ছিলাম । বিগতদিনে, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক করে আপনি বসিরহাটের মানুষের সেবা করার যে সুযোগ আমায় দিয়েছিলেন সে জন্য আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব ।'
![দলে ফিরতে চেয়ে এবার তৃণমূল সুপ্রিমোকে চিঠি দিলেন দিপেন্দু বিশ্বাস](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11965517_wb_letter.jpg)
একই সঙ্গে দলে ফেরার ইচ্ছে প্রকাশ করে প্রাক্তন বিধায়ক লেখেন, 'এমতাবস্থায় আপনার অনুমতিস্বরূপ ক্ষমা প্রার্থনা করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সি (দার) হাত থেকে দলীয় পতাকা নিয়ে আপনার অনুগত সৈনিকরূপে আগামীদিনে উন্নত বাংলা গড়তে চাই ।'