ETV Bharat / state

নাক বাঁচাতে প্রধামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মমতা : দিলীপ - প্রধানমন্ত্রী

এখন তো এমন অবস্থা দিল্লি যাওয়ারও সাহস নেই ৷ তাই নাক বাঁচাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন ৷ মমতাকে আক্রমণ দিলীপের ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 11, 2020, 6:21 PM IST

Updated : Jan 11, 2020, 7:40 PM IST

কলকাতা, 11 জানুয়ারি : দু'দিনের সফরে কলকাতা এসেছেন প্রধানমন্ত্রী ৷ আজ বেলা 3টে 45 মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছান নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে সোজা রাজভবনে যান ৷ সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎকে কটাক্ষ করলেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ ৷


তিনি বলেন, "এখন তো এমন অবস্থা দিল্লি যাওয়ারও সাহস নেই ৷ এখানেই সৌজন্য দেখিয়ে দিয়েছেন ৷ থার্ড ফ্রন্ট, ফোর্থ ফ্রন্টের গল্প চলছিল ৷ এখন সেই সব গেছে ৷ বিরোধী ঐক্যের ব্যাপারটাও হাওয়াতে উড়ে গেছে ৷ এখন নিজের নিজের অস্তিত্ব রক্ষার জন্য বিরোধীরা লড়াই করছেন ৷ মাস খানেক হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পেরেছেন বাংলার মানুষ সঠিকভাবে নিচ্ছেন না ৷"

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপের

তিনি আরও বলেন, "বাংলার মানুষ BJP-র সঙ্গে ৷ মোদির সঙ্গে৷ তাই আমাদের সমস্ত মিটিং মিছিলে হাজার হাজার লোক আসছেন ৷ এখন তিনি অস্তিত্ব বাঁচাবার, নাক বাঁচাবার চেষ্টা করছেন ৷ সেই জন্যই হয়ত দেখা করতে এসেছেন ৷" আজ রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্য BJP-র প্রতিনিধিরা ৷

কলকাতা, 11 জানুয়ারি : দু'দিনের সফরে কলকাতা এসেছেন প্রধানমন্ত্রী ৷ আজ বেলা 3টে 45 মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছান নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে সোজা রাজভবনে যান ৷ সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎকে কটাক্ষ করলেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ ৷


তিনি বলেন, "এখন তো এমন অবস্থা দিল্লি যাওয়ারও সাহস নেই ৷ এখানেই সৌজন্য দেখিয়ে দিয়েছেন ৷ থার্ড ফ্রন্ট, ফোর্থ ফ্রন্টের গল্প চলছিল ৷ এখন সেই সব গেছে ৷ বিরোধী ঐক্যের ব্যাপারটাও হাওয়াতে উড়ে গেছে ৷ এখন নিজের নিজের অস্তিত্ব রক্ষার জন্য বিরোধীরা লড়াই করছেন ৷ মাস খানেক হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পেরেছেন বাংলার মানুষ সঠিকভাবে নিচ্ছেন না ৷"

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপের

তিনি আরও বলেন, "বাংলার মানুষ BJP-র সঙ্গে ৷ মোদির সঙ্গে৷ তাই আমাদের সমস্ত মিটিং মিছিলে হাজার হাজার লোক আসছেন ৷ এখন তিনি অস্তিত্ব বাঁচাবার, নাক বাঁচাবার চেষ্টা করছেন ৷ সেই জন্যই হয়ত দেখা করতে এসেছেন ৷" আজ রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্য BJP-র প্রতিনিধিরা ৷

Intro:byt


Body:byt


Conclusion:
Last Updated : Jan 11, 2020, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.