কলকাতা, 23 অগাস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দিদিকে বলোর পালটা কর্মসূচি হিসেবে "দাদাকে বলো" কর্মসূচি BJP-র । যদিও এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছে "চা চক্রে দিলীপ দা" । 1 সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে কর্মসূচিটি পালিত হবে । জনসংযোগ জোড়ালো করতেই এই পদক্ষেপ বলে জানাচ্ছে BJP ।
কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা রাজ্যের সকলের কাছে পৌঁছাচ্ছে কি না বা এলাকায় আদৌ সেই প্রকল্পের কাজ হচ্ছে কি না সেসব জানতে রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছাবেন দিলীপ ঘোষ । পাশাপাশি এই চা চক্রে সাধারণ মানুষ তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন যা নথিভুক্ত করা হবে । এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "দিদির পার্টির পরম্পরার মধ্যে ছিল না দিদিকে বলোর মতো বিষয়ে । তাঁরা গায়ের জোরে করছেন । আর আমি যতদিন সংগঠনে আছি, পরে যখন BJP-তেও যোগ দিয়েছি, এভাবেই জনসংযোগ করে থাকি । সংগঠনের কর্মীদের নিয়ে বা দলের কর্মীদের নিয়ে আমি ভোরে বেড়িয়ে পড়ি । চা খাই সকলকে নিয়ে । সকলের সঙ্গে কথা বলি । 365 দিন এটা করি ।"
দিলীপ ঘোষের এটা তো রোজকার অভ্যাস । তাহলে নতুন কী থাকছে "চা চক্রে দিলীপ দা"-তে ? উত্তরে দিলীপবাবু বলেন, "ওইভাবে ছবি তোলার জন্য বা কাউকে দেখানোর জন্য আলাদা করে আমরা কিছু করি না । আমরা এভাবেই সবসময় জনসংযোগ করি । আর শুধু আমি নয় বাকি কর্মকর্তারাও করেন । এবার আমি যাব এটা আগে থেকে জানলে কর্মী-সমর্থকরা যদি বিষয়টিকে সাফল্য দেওয়ার জন্য কিছু করেন সেটা করতেই পারেন ।"
BJP সূত্রে জানা গেছে, এই " চা চক্রে দিলীপ দা"-এ সাধারণ মানুষের অভাব-অভিযোগ নথিভুক্ত করতে দিলীপবাবুর সঙ্গে থাকবেন একজন । যিনি পুরো বিষয়টি নথিভুক্ত করবেন ।