ETV Bharat / state

"দিদিকে বলো"-র পালটা "চা চক্রে দিলীপ দা" ! - দিদিকে বলোর পালটা দাদা কে বলো,

কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা রাজ্যের সকলের কাছে পৌঁছাচ্ছে কি না বা এলাকায় আদৌ সেই প্রকল্পের কাজ হচ্ছে কি না সেসব জানতে এবার "চা চক্রে দিলীপ দা" । 1 সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে কর্মসূচিটি পালিত হবে বলে জানিয়েছেন তিনি ।

দিলীপ ঘোষ
author img

By

Published : Aug 23, 2019, 1:06 PM IST

কলকাতা, 23 অগাস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দিদিকে বলোর পালটা কর্মসূচি হিসেবে "দাদাকে বলো" কর্মসূচি BJP-র । যদিও এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছে "চা চক্রে দিলীপ দা" । 1 সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে কর্মসূচিটি পালিত হবে । জনসংযোগ জোড়ালো করতেই এই পদক্ষেপ বলে জানাচ্ছে BJP ।

কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা রাজ্যের সকলের কাছে পৌঁছাচ্ছে কি না বা এলাকায় আদৌ সেই প্রকল্পের কাজ হচ্ছে কি না সেসব জানতে রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছাবেন দিলীপ ঘোষ । পাশাপাশি এই চা চক্রে সাধারণ মানুষ তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন যা নথিভুক্ত করা হবে । এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "দিদির পার্টির পরম্পরার মধ্যে ছিল না দিদিকে বলোর মতো বিষয়ে । তাঁরা গায়ের জোরে করছেন । আর আমি যতদিন সংগঠনে আছি, পরে যখন BJP-তেও যোগ দিয়েছি, এভাবেই জনসংযোগ করে থাকি । সংগঠনের কর্মীদের নিয়ে বা দলের কর্মীদের নিয়ে আমি ভোরে বেড়িয়ে পড়ি । চা খাই সকলকে নিয়ে । সকলের সঙ্গে কথা বলি । 365 দিন এটা করি ।"

দিলীপ ঘোষের এটা তো রোজকার অভ্যাস । তাহলে নতুন কী থাকছে "চা চক্রে দিলীপ দা"-তে ? উত্তরে দিলীপবাবু বলেন, "ওইভাবে ছবি তোলার জন্য বা কাউকে দেখানোর জন্য আলাদা করে আমরা কিছু করি না । আমরা এভাবেই সবসময় জনসংযোগ করি । আর শুধু আমি নয় বাকি কর্মকর্তারাও করেন । এবার আমি যাব এটা আগে থেকে জানলে কর্মী-সমর্থকরা যদি বিষয়টিকে সাফল্য দেওয়ার জন্য কিছু করেন সেটা করতেই পারেন ।"

দেখুন ভিডিয়ো

BJP সূত্রে জানা গেছে, এই " চা চক্রে দিলীপ দা"-এ সাধারণ মানুষের অভাব-অভিযোগ নথিভুক্ত করতে দিলীপবাবুর সঙ্গে থাকবেন একজন । যিনি পুরো বিষয়টি নথিভুক্ত করবেন ।

কলকাতা, 23 অগাস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দিদিকে বলোর পালটা কর্মসূচি হিসেবে "দাদাকে বলো" কর্মসূচি BJP-র । যদিও এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছে "চা চক্রে দিলীপ দা" । 1 সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে কর্মসূচিটি পালিত হবে । জনসংযোগ জোড়ালো করতেই এই পদক্ষেপ বলে জানাচ্ছে BJP ।

কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা রাজ্যের সকলের কাছে পৌঁছাচ্ছে কি না বা এলাকায় আদৌ সেই প্রকল্পের কাজ হচ্ছে কি না সেসব জানতে রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছাবেন দিলীপ ঘোষ । পাশাপাশি এই চা চক্রে সাধারণ মানুষ তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন যা নথিভুক্ত করা হবে । এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "দিদির পার্টির পরম্পরার মধ্যে ছিল না দিদিকে বলোর মতো বিষয়ে । তাঁরা গায়ের জোরে করছেন । আর আমি যতদিন সংগঠনে আছি, পরে যখন BJP-তেও যোগ দিয়েছি, এভাবেই জনসংযোগ করে থাকি । সংগঠনের কর্মীদের নিয়ে বা দলের কর্মীদের নিয়ে আমি ভোরে বেড়িয়ে পড়ি । চা খাই সকলকে নিয়ে । সকলের সঙ্গে কথা বলি । 365 দিন এটা করি ।"

দিলীপ ঘোষের এটা তো রোজকার অভ্যাস । তাহলে নতুন কী থাকছে "চা চক্রে দিলীপ দা"-তে ? উত্তরে দিলীপবাবু বলেন, "ওইভাবে ছবি তোলার জন্য বা কাউকে দেখানোর জন্য আলাদা করে আমরা কিছু করি না । আমরা এভাবেই সবসময় জনসংযোগ করি । আর শুধু আমি নয় বাকি কর্মকর্তারাও করেন । এবার আমি যাব এটা আগে থেকে জানলে কর্মী-সমর্থকরা যদি বিষয়টিকে সাফল্য দেওয়ার জন্য কিছু করেন সেটা করতেই পারেন ।"

দেখুন ভিডিয়ো

BJP সূত্রে জানা গেছে, এই " চা চক্রে দিলীপ দা"-এ সাধারণ মানুষের অভাব-অভিযোগ নথিভুক্ত করতে দিলীপবাবুর সঙ্গে থাকবেন একজন । যিনি পুরো বিষয়টি নথিভুক্ত করবেন ।

Intro:23-08-19




সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দিদিকে বলোর পালটা কর্মসূচি হিসাবে "দাদাকে বলো" কর্মসূচি বিজেপির। যদিও এই কর্মদূচির নাম করন করা হয়েছে "চা চক্রে দিলীপ দা"। ১ সেপ্টেম্বর থেকে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি হবে। মূলত, এলাকার সাধারন মানুষের সমস্যার কথা নিজের মুখেই সরাসরি জানাতে পারবেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা সব এলাকায় পৌচ্ছেছে কিনি সেই বিষয় খোজ খবর করা হবে। এই চা চক্রে সাধারণ মানুষের সমস্যার কথা একজন ব্যক্তি সেটা লিপিবদ্ধোও করবে।






এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন," এটা কোনও দিনই তৃণমূল পাটির পরমপরায় ছিলো না। এটা তারা এখন গায়ের জোরে করছেন। চা বিক্রিটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। চা খাওয়া, জনসংযোগ করাটা আমি ২৫-৩০ বছর ধরে করছি। এটা আমি পুরুলিয়া থেকে কাকদ্বীপ। আমি ৩৬৫ দিন এই কাজ করি। দিল্লিতে থাকা কালীনও করেছি। তাই এটা আমাদের অভ্যাসের মধ্যে আছে। সাংগঠন করা এটা আমাদের নীতি। আগে এটা আমি করতাম। আমি এখন চাই এটা আমার পাটির সবাই এই ভাবেই জনসম্পর্ক করুক। যেজে- গুজে নেতা হওয়ার জন্য নয়। শুধু ছবি তোলার জন্য এই কর্মসূচি নয়। সাধারণ মানুষ যদি মনে করে এটা আমাদের প্রতিনিধি। এটা আমাদের কথা শোনার জন্য এসেছেন। আমাদের সুখেদুঃখে তিনি থাকবে। এবার যাতে আমি যে জেলায় যাবে। সেখানে এই কর্মসূচিটা সফলভাবে নেই। তার জন্যই এই কর্মসূচি।


কী এই "চা চক্র"?

কোনও লোক দেখানো ফোন কল নয়। কোনও ছেলে ভোলানো চিঠিচাপাটি নয়। সরাসরি, সামনা-সামনি, সোজাসাপ্টা। সুখ-দুঃখ, হাসি-কান্না সহ যাবতীয় দৈনন্দিন সমস্যা-যন্ত্রণা ভাগ করে নিতে আপনার এলাকায় আসছেন দিলীপ ঘোষ। আড্ডার মেজাজে আপনার এলাকায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আপনার এলাকার সমস্যা সমাধান করতে সরাসরি কথা বলুর দিলীপ ঘোষের সঙ্গে।


( দিলীপ ঘোষের বাইট RAP তে সেন্ড)Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.