ETV Bharat / state

প্রশাসক নিয়োগ সম্পূর্ণ অসাংবিধানিক, রাজভবনে গিয়ে অভিযোগ দিলীপ ঘোষের - দিলীপ ঘোষ

আজ রাজভবনে দিলীপ ঘোষের নেতৃত্বে চার সদস্যের BJP-র প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যপালকে বিভিন্ন অভিযোগ জানায় BJP ।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
author img

By

Published : May 8, 2020, 10:19 PM IST

কলকাতা, 8 মে : কলকাতা পৌরসভার প্রশাসক হিসেবে ফিরহাদ হাকিমের নিয়োগ চ্যালেঞ্জ জানিয়ে আগামীকালই হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে BJP । এই বিষয়ে এদিন তাঁরা রাজ্যপালের কাছেও নালিশ জানান । আজ রাজভবনে গিয়ে এই কথা জানান BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিন তিনি বলেন, "প্রশাসক নিয়োগ সম্পূর্ণ অসংবিধানিক ।" আজ রাজভবনে দিলীপ ঘোষের নেতৃত্বে চার সদস্যের BJP-র প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যপালকে এই অভিযোগ জানায় BJP ।

20জন যাত্রী নিয়ে বাস চালানোর ক্ষেত্রে দিলীপ ঘোষ বলেন, "তিন গুণ ভাড়া দিয়ে লোক কতটা উঠবে তা সংশয় আছে । তবে এ নিয়ে একটা ভাবনা চিন্তা করা উচিত । কারণ রাজ্যে দু'টাকা ভাড়া বাড়লেই মানুষ চিৎকার শুরু করে ।" মুখ্যমন্ত্রীর গান গাওয়াকে দিলীপ ঘোষ বলেন, "এটা কবিগুরুর অপমান করেছেন মুখ্যমন্ত্রী ।" এদিন দিলীপ ঘোষ বলেন, "আমরা রাজ্যের সব বিষয়ে বিরোধিতা করি না আমরা ভুল ধরিয়ে দিই । কোরোনা নিয়ে স্বরাষ্ট্রসচিব ও মুখ্যমন্ত্রী আলাদা আলাদা সংখ্যা বলছেন । 27 হাজার কিট রাজ্যে ছিল কিন্তু 27 হাজার পরীক্ষা হয়নি । আজমিঢ় শরিফ থেকে বিশেষ সম্প্রদায়ের মানুষকে মুখ্যমন্ত্রী ফিরিয়ে এনেছে । কিন্তু বৃন্দাবন, কাশি ও মথুরায় অনেক মানুষ আটকে আছে । তারা কী দোষ করল?"

তিনি আরও বলেন, "ভেলোরে প্রায় পাঁচ হাজার মানুষ আটকে গিয়েছে । তারা চিকিৎসা করাতে গিয়ে আর ফিরতে পারেনি । আমার কাছে আজও বেঙ্গালুরু থেকে ফোন এসেছিল । কিন্তু এই সরকারের কোনও মানবিকতা নেই, নীতি নেই । এই সরকার শুধু রাজনীতি করছে ।" ফিরাদ হাকিম আজ বলেছেন, মুখ্যমন্ত্রী যা কাজ করছেন তার বিরোধিতা করাই কাজ BJP-র । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "BJP-র রাজ্য সরকারের বিরোধিতা করার কোনও রুচি নেই । সরকার যে মানবতাবিরোধী কাজ করছে সেটা লোকের সামনে তুলে ধরি । আমরা প্রথম থেকে বলেছি আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করতে রাজি । বিরোধিতা কে করছে?"

দিলীপ ঘোষ বলেন, "আজ জলপাইগুড়িতে আমাদের একজন সংসদকে পুলিশ আটকায় । তিনি একজন ডাক্তার । তিনি সাইকেলে করে রোগী দেখতে গিয়েছিলেন । কিন্তু পুলিশ দিয়ে তাঁকে আটকানো হয়েছে । আমরা কোনওদিনই সরকারের বিরোধিতা করিনি । সরকার যেখানে পৌঁছাতে পারেনি আমরা সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি । কমপক্ষে প্রায় 70 লাখ লোকের কাছে আমরা সেবা পৌঁছে দিয়েছি । এই সরকার ত্রাণ দিয়েও পারছে না । রাজনীতি করেও BJP-র সঙ্গে পারছে না । শুধু পুলিশ BJP-র কর্মী সমর্থকদের আটকানো হচ্ছে । কাল পুরুলিয়ার সাধারণ সম্পাদককে আটকানো হয়েছে ।"

কলকাতা, 8 মে : কলকাতা পৌরসভার প্রশাসক হিসেবে ফিরহাদ হাকিমের নিয়োগ চ্যালেঞ্জ জানিয়ে আগামীকালই হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে BJP । এই বিষয়ে এদিন তাঁরা রাজ্যপালের কাছেও নালিশ জানান । আজ রাজভবনে গিয়ে এই কথা জানান BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিন তিনি বলেন, "প্রশাসক নিয়োগ সম্পূর্ণ অসংবিধানিক ।" আজ রাজভবনে দিলীপ ঘোষের নেতৃত্বে চার সদস্যের BJP-র প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যপালকে এই অভিযোগ জানায় BJP ।

20জন যাত্রী নিয়ে বাস চালানোর ক্ষেত্রে দিলীপ ঘোষ বলেন, "তিন গুণ ভাড়া দিয়ে লোক কতটা উঠবে তা সংশয় আছে । তবে এ নিয়ে একটা ভাবনা চিন্তা করা উচিত । কারণ রাজ্যে দু'টাকা ভাড়া বাড়লেই মানুষ চিৎকার শুরু করে ।" মুখ্যমন্ত্রীর গান গাওয়াকে দিলীপ ঘোষ বলেন, "এটা কবিগুরুর অপমান করেছেন মুখ্যমন্ত্রী ।" এদিন দিলীপ ঘোষ বলেন, "আমরা রাজ্যের সব বিষয়ে বিরোধিতা করি না আমরা ভুল ধরিয়ে দিই । কোরোনা নিয়ে স্বরাষ্ট্রসচিব ও মুখ্যমন্ত্রী আলাদা আলাদা সংখ্যা বলছেন । 27 হাজার কিট রাজ্যে ছিল কিন্তু 27 হাজার পরীক্ষা হয়নি । আজমিঢ় শরিফ থেকে বিশেষ সম্প্রদায়ের মানুষকে মুখ্যমন্ত্রী ফিরিয়ে এনেছে । কিন্তু বৃন্দাবন, কাশি ও মথুরায় অনেক মানুষ আটকে আছে । তারা কী দোষ করল?"

তিনি আরও বলেন, "ভেলোরে প্রায় পাঁচ হাজার মানুষ আটকে গিয়েছে । তারা চিকিৎসা করাতে গিয়ে আর ফিরতে পারেনি । আমার কাছে আজও বেঙ্গালুরু থেকে ফোন এসেছিল । কিন্তু এই সরকারের কোনও মানবিকতা নেই, নীতি নেই । এই সরকার শুধু রাজনীতি করছে ।" ফিরাদ হাকিম আজ বলেছেন, মুখ্যমন্ত্রী যা কাজ করছেন তার বিরোধিতা করাই কাজ BJP-র । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "BJP-র রাজ্য সরকারের বিরোধিতা করার কোনও রুচি নেই । সরকার যে মানবতাবিরোধী কাজ করছে সেটা লোকের সামনে তুলে ধরি । আমরা প্রথম থেকে বলেছি আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করতে রাজি । বিরোধিতা কে করছে?"

দিলীপ ঘোষ বলেন, "আজ জলপাইগুড়িতে আমাদের একজন সংসদকে পুলিশ আটকায় । তিনি একজন ডাক্তার । তিনি সাইকেলে করে রোগী দেখতে গিয়েছিলেন । কিন্তু পুলিশ দিয়ে তাঁকে আটকানো হয়েছে । আমরা কোনওদিনই সরকারের বিরোধিতা করিনি । সরকার যেখানে পৌঁছাতে পারেনি আমরা সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি । কমপক্ষে প্রায় 70 লাখ লোকের কাছে আমরা সেবা পৌঁছে দিয়েছি । এই সরকার ত্রাণ দিয়েও পারছে না । রাজনীতি করেও BJP-র সঙ্গে পারছে না । শুধু পুলিশ BJP-র কর্মী সমর্থকদের আটকানো হচ্ছে । কাল পুরুলিয়ার সাধারণ সম্পাদককে আটকানো হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.