কলকাতা, 21 নভেম্বর: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে আসন্ন বৈঠক (Modi Mamata Meeting) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Taunts Mamata)৷ একইসঙ্গে, বীরবাহা হাঁসদাকে নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রসঙ্গে শাসকদলের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, "প্রয়োজনে আদালতে যান ৷ আদালত তার বিচার করবে ৷" তবে এ প্রসঙ্গে অখিল গিরির প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি ৷
সোমবার নিউটাউনে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ ৷ তখনই তাঁকে প্রশ্ন করা হয়, বীরবাহা হাঁসদাকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের জন্য কুণাল ঘোষ যে কথা বলেছেন, তার জবাবে তিনি কী বলবেন ? উত্তরে দিলীপ বলেন, "এ সব ডায়লগ দিয়ে কিচ্ছু হবে না । যদি মনে হয় কোর্টে যান । কোর্ট বিচার করবে । রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে 15 দিন নেন । আপনারা যেভাবে সাংবিধানিক পদের অবমাননা করেছেন, তার জন্য ক্ষমা কে চাইবে ? তিনি নিজে কোনওদিন ক্ষমা চেয়েছেন ? দ্রৌপদী কাণ্ডে গোটা বিশ্বের সমালোচনার মুখে পড়ে অবশেষে ক্ষমা চেয়েছেন ।"
আরও পড়ুন: 'অনুতাপ নেই অখিলের, বরখাস্ত হোক'; রাষ্ট্রপতি নিয়ে বিজেপির বিক্ষোভ এখনই থামছে না !
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের বাড়ি থেকে তাঁর দলিলের ফটোকপি উদ্ধার নিয়ে কটাক্ষ করেছে শাসক দল ৷ সে প্রসঙ্গে বিজেপি সাংসদ এ দিন বলেন, "কারা এ সব বলছে ? যারা পশ্চিমবাংলায় লুঠের রাজত্ব কায়েম করেছে ? কারা দাবি করছে ? যারা হরিশ মুখার্জি লেনকে হরিশ ব্যানার্জি লেন করে দিয়েছে । 36টা প্লট লুঠ হয়েছে ওখানে । এর চেয়ে হাস্যকর কী হতে পারে ? আমি বলছি, তোমাদের দম থাকলে গ্রেফতার করে নাও । সিবিআই ইডি এ সব নিয়ে মাথা ঘামায় না । অরিজিনাল দলিল ব্যাংকে আছে । প্রসন্ন ওই আবাসনের ইনচার্জ । আমি ওকে চিনতাম । আমার ইলেকট্রিক মিটারে নাম বদলের জন্য ওকে ফটোকপি দিয়েছিলাম । আমি লোন নিয়ে বাড়ি কিনেছি । তাতে ওদের খাওয়া ঘুম উড়ে গিয়েছে । আর নিজেরা লুঠ করে একাকার করে দিচ্ছে ।"
আগামী 5 ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, "যিনি আগে নেমন্তন্ন করলেও দিল্লি যেতেন না, তিনি হঠাৎ আগ বাড়িয়ে দিল্লি যেতে চাইছেন কেন ? ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে ।"