ETV Bharat / state

Dilip on Piyush-Arjun Meeting: পাট শিল্প নিয়ে পীযুষ-সাক্ষাৎ প্রসঙ্গে অর্জুনকে খোঁচা দিলীপের ?

সঠিক জায়গায় জানানো উচিত ৷ পাটশিল্প নিয়ে অর্জুনের একাধিক চিঠি এবং তার পর দিল্লিতে গিয়ে বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh Statement Over Meeting Between Piyush Goyal and Arjun Singh) ৷ সেই সঙ্গে পাটশিল্প বাঁচাতে অর্জুন সিংয়ের চিঠির পরে রাজ্য সরকার তথা তৃণমূলের ঘুম ভেঙেছে বলে কটাক্ষ করেন তিনি ৷

Dilip Ghosh Statement Over Meeting Between Piyush Goyal and Arjun Singh
Dilip Ghosh Statement Over Meeting Between Piyush Goyal and Arjun Singh
author img

By

Published : May 1, 2022, 1:03 PM IST

বিধাননগর, 1 মে : তৃণমূলের ঘুম ভাঙিয়েছেন অর্জুন সিং ৷ পাটশিল্প বাঁচাতে তৃণমূলের আন্দোলনকে এ ভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ গতকাল রাতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর পীযূষ গোয়েলের বাসভবনে বৈঠক হয় পাট ইস্যুতে 'বেসুরো' অর্জুনের ৷ এই বৈঠক নিয়ে দিলীপ বলেন, সঠিক জায়গায় জানানো উচিত ৷ আর সেটাই করেছেন অর্জুন সিং ৷ আর কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পাটশিল্পকে বাঁচাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন বলেই বিশ্বাস দিলীপের (Dilip Ghosh Statement Over Meeting Between Piyush Goyal and Arjun Singh) ৷

প্রসঙ্গত, পাটশিল্পের দুরাবস্থ নিয়ে অর্জুন সিং চার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ৷ যেখানে রাজ্যের পাট তথা জুটশিল্প নিয়ে কেন্দ্র ভাবিত নয় বলে অভিযোগ করেছিলেন অর্জুন ৷ ব্যারাকপুরের সাংসদের এই বেসুরো ডাককেই হাতিয়ার করেছে তৃণমূল ৷ তারাও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ায় ৷ কিন্তু, এরই মাঝে বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল পুরো বিষয়টিতে হস্তক্ষেপ করেন ৷ অর্জুন সিংকে দিল্লিতে আলোচনার জন্য ডেকে পাঠান ৷ গতকাল দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ এ নিয়ে কথা হয় ৷ যার পর বস্ত্রমন্ত্রীর সঙ্গে হাসিমুখে তোলা ছবি পোস্ট করে অর্জুন সিং জানান, ‘‘পাটচাষি, কর্মী ও শিল্প সংক্রান্ত যে সমস্যার কথা আমি উত্থাপন করেছি, তা নিয়ে আলোচনার জন্য তিনি আমাকে ডেকে পাঠান ৷ খুবই ইতিবাচক আলোচনা হয়েছে ৷ আশা রাখছি যে, খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে ৷’’

সঠিক জায়গায় জানিয়েছেন, পাটশিল্প ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে অর্জুনের বৈঠক নিয়ে মন্তব্য দিলীপের

আরও পড়ুন : Arjun Singh meets Piyush Goyal: বিদ্রোহে ইতি ? পাটশিল্প নিয়ে পীযুষের সঙ্গে 'ইতিবাচক' বৈঠকে আপ্লুত অর্জুন

এই বৈঠক নিয়ে দিলীপ ঘোষ আরও বলেন, ‘‘ভালই আছে ৷ উনি যা চাইছেন, সেই মত সঠিক জায়গায় জানানো উচিত ৷ সরকার যথেষ্ট ইতিবাচক এ বিষয়ে ৷ এর আগেও পীযূষ গোয়েল অনেক সুবিধা ও সাবসিডি দিয়েছেন জুটের জন্য ৷ তার পরেও কিছু করার থাকলে, নিশ্চয়ই সরকার করবে ৷’’ এই ‘সঠিক জায়গায় জানানো উচিত’ মন্তব্যে মূলত চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে অর্জুনের চিঠি লেখার বিষয়ে দিলীপ খোঁচা দিতে চেয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

তবে, তৃণমূলকে এ নিয়ে একহাত নেন দিলীপ ঘোষ ৷ পাটশিল্প বাঁচাতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা বলেছে রাজ্যের শাসকদল ৷ যা নিয়ে দিলীপ ঘোষ বলেন, 11 বছর ধরে ঘুমাচ্ছিল তৃণমূল ৷ অর্জুন সিং বলে দেবে, তারপর ঘুম ভাঙবে সরকারের ৷ তিনি অভিযোগ করেন, তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যে পাটশিল্পের সর্বনাশ হয়েছে ৷

বিধাননগর, 1 মে : তৃণমূলের ঘুম ভাঙিয়েছেন অর্জুন সিং ৷ পাটশিল্প বাঁচাতে তৃণমূলের আন্দোলনকে এ ভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ গতকাল রাতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর পীযূষ গোয়েলের বাসভবনে বৈঠক হয় পাট ইস্যুতে 'বেসুরো' অর্জুনের ৷ এই বৈঠক নিয়ে দিলীপ বলেন, সঠিক জায়গায় জানানো উচিত ৷ আর সেটাই করেছেন অর্জুন সিং ৷ আর কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পাটশিল্পকে বাঁচাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন বলেই বিশ্বাস দিলীপের (Dilip Ghosh Statement Over Meeting Between Piyush Goyal and Arjun Singh) ৷

প্রসঙ্গত, পাটশিল্পের দুরাবস্থ নিয়ে অর্জুন সিং চার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ৷ যেখানে রাজ্যের পাট তথা জুটশিল্প নিয়ে কেন্দ্র ভাবিত নয় বলে অভিযোগ করেছিলেন অর্জুন ৷ ব্যারাকপুরের সাংসদের এই বেসুরো ডাককেই হাতিয়ার করেছে তৃণমূল ৷ তারাও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ায় ৷ কিন্তু, এরই মাঝে বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল পুরো বিষয়টিতে হস্তক্ষেপ করেন ৷ অর্জুন সিংকে দিল্লিতে আলোচনার জন্য ডেকে পাঠান ৷ গতকাল দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ এ নিয়ে কথা হয় ৷ যার পর বস্ত্রমন্ত্রীর সঙ্গে হাসিমুখে তোলা ছবি পোস্ট করে অর্জুন সিং জানান, ‘‘পাটচাষি, কর্মী ও শিল্প সংক্রান্ত যে সমস্যার কথা আমি উত্থাপন করেছি, তা নিয়ে আলোচনার জন্য তিনি আমাকে ডেকে পাঠান ৷ খুবই ইতিবাচক আলোচনা হয়েছে ৷ আশা রাখছি যে, খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে ৷’’

সঠিক জায়গায় জানিয়েছেন, পাটশিল্প ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে অর্জুনের বৈঠক নিয়ে মন্তব্য দিলীপের

আরও পড়ুন : Arjun Singh meets Piyush Goyal: বিদ্রোহে ইতি ? পাটশিল্প নিয়ে পীযুষের সঙ্গে 'ইতিবাচক' বৈঠকে আপ্লুত অর্জুন

এই বৈঠক নিয়ে দিলীপ ঘোষ আরও বলেন, ‘‘ভালই আছে ৷ উনি যা চাইছেন, সেই মত সঠিক জায়গায় জানানো উচিত ৷ সরকার যথেষ্ট ইতিবাচক এ বিষয়ে ৷ এর আগেও পীযূষ গোয়েল অনেক সুবিধা ও সাবসিডি দিয়েছেন জুটের জন্য ৷ তার পরেও কিছু করার থাকলে, নিশ্চয়ই সরকার করবে ৷’’ এই ‘সঠিক জায়গায় জানানো উচিত’ মন্তব্যে মূলত চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে অর্জুনের চিঠি লেখার বিষয়ে দিলীপ খোঁচা দিতে চেয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

তবে, তৃণমূলকে এ নিয়ে একহাত নেন দিলীপ ঘোষ ৷ পাটশিল্প বাঁচাতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা বলেছে রাজ্যের শাসকদল ৷ যা নিয়ে দিলীপ ঘোষ বলেন, 11 বছর ধরে ঘুমাচ্ছিল তৃণমূল ৷ অর্জুন সিং বলে দেবে, তারপর ঘুম ভাঙবে সরকারের ৷ তিনি অভিযোগ করেন, তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যে পাটশিল্পের সর্বনাশ হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.